কান্নুরে গাড়ি-লরির সংঘর্ষে একই পরিবারের ৫জনের মৃত্যু

কেরালার কান্নুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবর সামনে এসেছে। এখানে একটি গাড়ি ও লরির সংঘর্ষে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে কান্নাপুরম এলাকায় ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। মৃতদের নাম কালিচান্দুক্কামের বাসিন্দা ৫৯ বছর বয়সী কে এন পদ্মকুমার, ৩৫ বছর বয়সী চুরিক্কাত্ত সুধাকরণ, ৩৫বছর বয়সী অজিথা, ৬৫ বছর বয়সী কোজুম্মল কৃষ্ণান, ৯ বছর বয়সী আকাশ, ভিমানদীর বাসিন্দা। একই পরিবারের পাঁচ সদস্য থ্যালাসেরি থেকে কাসারগোড়ের দিকে গাড়িতে করে যাচ্ছিলেন। অন্যদিকে, ম্যাঙ্গালুরু থেকে গ্যাস সিলিন্ডার বহনকারী একটি লরি আসছিল। পুলিশ জানায়, ঘটনাস্থলেই চারজন মারা যান, নয় বছরের এক শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় লরি চালকও আহত হয়েছেন। এক আধিকারিক জানিয়েছেন, পরিবার তাদের ছেলে সৌরভকে হোস্টেলে রেখে বাড়ি ফিরছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি থেকে লাশ উদ্ধার করে। পুলিশ লরি চালককে হেফাজতে নিয়েছে।

error: Content is protected !!