কেরালার কান্নুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবর সামনে এসেছে। এখানে একটি গাড়ি ও লরির সংঘর্ষে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে কান্নাপুরম এলাকায় ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। মৃতদের নাম কালিচান্দুক্কামের বাসিন্দা ৫৯ বছর বয়সী কে এন পদ্মকুমার, ৩৫ বছর বয়সী চুরিক্কাত্ত সুধাকরণ, ৩৫বছর বয়সী অজিথা, ৬৫ বছর বয়সী কোজুম্মল কৃষ্ণান, ৯ বছর বয়সী আকাশ, ভিমানদীর বাসিন্দা। একই পরিবারের পাঁচ সদস্য থ্যালাসেরি থেকে কাসারগোড়ের দিকে গাড়িতে করে যাচ্ছিলেন। অন্যদিকে, ম্যাঙ্গালুরু থেকে গ্যাস সিলিন্ডার বহনকারী একটি লরি আসছিল। পুলিশ জানায়, ঘটনাস্থলেই চারজন মারা যান, নয় বছরের এক শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় লরি চালকও আহত হয়েছেন। এক আধিকারিক জানিয়েছেন, পরিবার তাদের ছেলে সৌরভকে হোস্টেলে রেখে বাড়ি ফিরছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি থেকে লাশ উদ্ধার করে। পুলিশ লরি চালককে হেফাজতে নিয়েছে।
Related Posts
মহারাষ্ট্রের লোনাভালায় জলপ্রপাতে ভেসে গেলেন একই পরিবারের ৫
ছুটি কাটাতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল একই পরিবারের ৫ সদস্যের। পুনের লোনাভালার শীর্ণ জলধারা মুহূর্তের মধ্যে হয়ে উঠল উন্মত্ত খরস্রোতা নদী। তারই কবলে পড়ে ভেসে গেলেন ৫ জন। তাঁদের মধ্যে ৩ জনের দেহ উদ্ধার করেছে পুলিশ। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। মহারাষ্ট্রের অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র লোনাভালার ভুসিবাঁধ। রবিবার ছুটির দিনে সেখানেই পিকনিক করতে […]
ফের মহারাষ্ট্রে স্কুলে নাবালিকাকে যৌন নির্যাতন, গ্রেফতার অভিযুক্ত সাফাইকর্মী
মহারাষ্ট্রে বদলাপুর কাণ্ডে প্রতিবাদের মাঝেই এবার নন্দুরবার জেলায় এক স্কুলে যৌন নির্যাতনের শিকার নাবালিকা পড়ুয়া। অভিযোগ এক সাফাইকর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত স্কুলের মধ্যে নীল ছবি দেখিয়ে পড়ুয়াকে যৌন নির্যাতন করেছে বলেই অভিযোগ জানিয়েছে পরিবার। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ২৭ আগস্ট নন্দুরবার জেলায় একটি স্কুলে ঘটনাটি ঘটেছে। ওইদিন স্কুলের মধ্যে নাবালিকাকে নীল ছবি দেখিয়ে যৌন নির্যাতন করে অভিযুক্ত […]
গভীর রাতে রাজস্থান ও বিহারের রাজ্যে সভাপতি পালটে দিল বিজেপি
গভীর রাতে একাধিক রাজ্যে নয়া সভাপতি নিয়োগ করল বিজেপি। রাতের দিকে বিজেপির তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে সিপি জোশীর পরিবর্তে রাজ্যসভার সাংসদ মদন রাঠোরকে রাজস্থানের বিজেপি সভাপতি করা হচ্ছে। অন্যদিকে, নীতীশ কুমার সরকারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর জায়গায় দিলীপ জয়সওয়ালকে বিহারের রাজ্য সভাপতি পদে বসানো হয়েছে। সেইসঙ্গে অসম, চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, রাজস্থান, তামিনাড়ু এবং ত্রিপুরায় […]