প্রবল বৃষ্টি কেরল-জুড়ে, একাধিক এলাকা জলমগ্ন

প্রবল বৃষ্টি কেরল-জুড়ে। রাজ্যের একাধিক জেলা জলমগ্ন। কেরলের ৩টি জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আইএমডি ১৯ এবং ২০ মে রাজ্যের পাঠানামথিট্টা, কোট্টায়াম এবং ইদুক্কি জেলায় লাল সতর্কতা জারি করেছে। আবহাওয়া বিভাগ এও জানিয়েছে ২১মে ৯টি জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করেছে ৷

error: Content is protected !!