বৃষ্টিতে ভেস্তে গেল কলকাতা – গুজরাতের ম্যাচ

প্রবল বৃষ্টিতে জন্য ভেস্তে গেল কলকাতা-গুজরাতের ম্যাচ। দুই দলই পেল এক পয়েন্ট করে। গত ম্যাচে ইডেন গার্ডেন্সে বৃষ্টির জন্য মুম্বইয়ের বিরুদ্ধে ১৬ ওভারের খেলা হয়েছিল। আজ সোমবার এক বলও খেলা হল না নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ফলে গুজরাট ও কলকাতার মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল। সোমবারের পরে লিগ টেবিলে শীর্ষেই থেকে গেল নাইটরা। গৌতম গম্ভীরের দলের অবস্থানে অবশ্য কোনও পরিবর্তন হল না।  এদিনের ম্যাচ থেকে এক পয়েন্ট ঘরে আসায় কেকেআরের পয়েন্ট হল ১৯। প্রথম কোয়ালিফায়ার খেলবে নাইটরাই।   এদিন শুরু থেকেই ইঙ্গিত ছিল বৃষ্টি ভেস্তে দিতে পারে  ম্যাচ। নির্দিষ্ট সময়ে টস হল না। বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ আকাশ চিড়ে ফেলল। বৃষ্টি কখনও হল ঝমঝমিয়ে, কখনও আবার ঝিরঝিরে। একাধিকবার মাঠ পর্যবেক্ষণ করা হল। শেষ পর্যন্ত রাত সাড়ে দশটা নাগাদ জানিয়ে দেওয়া হল এদিনের ম্যাচ শুরু করা যাচ্ছে না। পিচ কভার অবশ্য সরিয়ে দেওয়া হয়েছিল। দুদলের ক্রিকেটাররা পিচ দেখেন। আউটফিল্ডও খতিয়ে দেখেন। ধারাভাষ্যকাররা বলছিলেন, এই ম্যাচ এমন কিছু গুরুত্বপূর্ণও নয়। কেকেআর প্লে অফের টিকিট আগেই জোগাড় করে ফেলেছে। সামনেই বিশ্বকাপ। ম্যাচ হলে ভিজে মাঠে চোট আঘাত হওয়ার সম্ভাবনা থাকছে। ফলে ম্যাচ অফিসিয়ালদের বিবেচনার উপরই সব ছেড়ে দেওয়া উচিত। ম্যাচ আম্পায়াররাও মাঠের পরিস্থিতি দেখে জানিয়ে দেন কলকাতা-গুজরাট ম্যাচ শুরু করা যাচ্ছে না। 

error: Content is protected !!