প্রবল বৃষ্টিতে জন্য ভেস্তে গেল কলকাতা-গুজরাতের ম্যাচ। দুই দলই পেল এক পয়েন্ট করে। গত ম্যাচে ইডেন গার্ডেন্সে বৃষ্টির জন্য মুম্বইয়ের বিরুদ্ধে ১৬ ওভারের খেলা হয়েছিল। আজ সোমবার এক বলও খেলা হল না নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ফলে গুজরাট ও কলকাতার মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল। সোমবারের পরে লিগ টেবিলে শীর্ষেই থেকে গেল নাইটরা। গৌতম গম্ভীরের দলের অবস্থানে অবশ্য কোনও পরিবর্তন হল না। এদিনের ম্যাচ থেকে এক পয়েন্ট ঘরে আসায় কেকেআরের পয়েন্ট হল ১৯। প্রথম কোয়ালিফায়ার খেলবে নাইটরাই। এদিন শুরু থেকেই ইঙ্গিত ছিল বৃষ্টি ভেস্তে দিতে পারে ম্যাচ। নির্দিষ্ট সময়ে টস হল না। বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ আকাশ চিড়ে ফেলল। বৃষ্টি কখনও হল ঝমঝমিয়ে, কখনও আবার ঝিরঝিরে। একাধিকবার মাঠ পর্যবেক্ষণ করা হল। শেষ পর্যন্ত রাত সাড়ে দশটা নাগাদ জানিয়ে দেওয়া হল এদিনের ম্যাচ শুরু করা যাচ্ছে না। পিচ কভার অবশ্য সরিয়ে দেওয়া হয়েছিল। দুদলের ক্রিকেটাররা পিচ দেখেন। আউটফিল্ডও খতিয়ে দেখেন। ধারাভাষ্যকাররা বলছিলেন, এই ম্যাচ এমন কিছু গুরুত্বপূর্ণও নয়। কেকেআর প্লে অফের টিকিট আগেই জোগাড় করে ফেলেছে। সামনেই বিশ্বকাপ। ম্যাচ হলে ভিজে মাঠে চোট আঘাত হওয়ার সম্ভাবনা থাকছে। ফলে ম্যাচ অফিসিয়ালদের বিবেচনার উপরই সব ছেড়ে দেওয়া উচিত। ম্যাচ আম্পায়াররাও মাঠের পরিস্থিতি দেখে জানিয়ে দেন কলকাতা-গুজরাট ম্যাচ শুরু করা যাচ্ছে না।
Related Posts
শেষ বলে হার কলকাতা নাইট রাইডার্সের, ২ উইকেটে জিতে শীর্ষে রাজস্থান রয়্যালস
সুনীল নারাইনের শতরান। ইডেনে ২২৩ রান করেও জিততে পারল না কেকেআর। জস বাটলার শেষ পর্যন্ত টিকে থেকে রাজস্থান রয়্যালসকে জিতিয়ে মাঠ ছাড়লেন। ব্যাটারেরা দাপট দেখালেও কেকেআরের বোলারেরা হতাশ করলেন। এই হারের ফলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানেই থেকে থাকল কেকেআর। এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। এই ম্যাচে রান পাননি আগের […]
পদক পাচ্ছেন না ভিনেশ ফোগাট! আবেদন খারিজ আন্তজার্তিক ক্রীড়া আদালতে
অলিম্পিক্সে পদক পাচ্ছেন না ভিনেশ ফোগাট! সরকারিভাবে রায় ঘোষণা হয়নি। তবে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের তারকা কুস্তিগীরের আবেদন খারিজ হয়ে গিয়েছে। সূ্ত্রে খবর তেমনই। অলিম্পিক্স স্বপ্নভঙ্গ। সোনা না হোক, কু্স্তিতে ৫০ কেজি বিভাগে রুপো তো পেতেনই ভিনেশ ফোগাট। কিন্তু ফাইনালের দিন সকালে যখন ওজন মাপা হয়, তখন দেখা যায় ভিনেশের ওজন ১০০ গ্রাম বেশি! সেই কারণে […]
রাজস্থানকে এক রানে হারিয়ে দিল হায়দরাবাদ
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল হায়দরাবাদ। লিগ টেবিলের শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শুরুটা ভালো হয়নি প্যাট কামিন্সদের। ৩৫ রানে দুই উইকেট হারায় তারা। খেলা ততক্ষণে গড়িয়ে গিয়েছে ষষ্ঠ ওভারে। কিন্তু হেডের সঙ্গে জুটি গড়ে নীতীশ খেলা ঘুরিয়ে দেন। করেন অপরাজিত ৭৬। অন্যদিকে ট্রাভিস হেড করেন ৫৮। পরে চমৎকার খেলে দেন হেইনরিখ […]