দিল্লিকে উড়িয়ে আইপিএলে জয়ের হ্যাটট্রিক কলকাতা নাইট রাইডার্সের

কলকাতা নাইট রাইডার্সের ঝড়ে কার্যত উড়ে গেল দিল্লি। জয়ে হ্য়াটট্রিক করে ফেলল কলকাতা নাইট রাইডার্স। মাঠে বসে সেই জয়ের সাক্ষী থাকলেন স্বয়ং শাহরুখ খান। ম্যাচটা ছিল বিশাখাপত্তনমে।  প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৭২ রান করে নাইট রাইডার্স ৷ টস জিতে ভাইজাগে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ রান করা ভুলতে বসা সুনীল নারিন চলতি মরশুমে রানের মধ্যে ফিরেছেন ৷ এদিন তো দিল্লি বোলারদের বেদম প্রহার করে প্রায় সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছিলেন ৷ যদিও শেষ পর্যন্ত লক্ষ্যে অভীষ্ট থাকতে পারেননি ক্য়ারিবিয়ান ক্রিকেটার ৷ ৭টি চার ৭টি ছয়ে ৩৯ বলে ৮৫ রান করে আউট হন তিনি ৷ ২৭ বলে ৫৮ রান আসে তরুণ রঘুবংশীর ব্যাটে ৷ শেষদিকে রাসেল ও রিঙ্কু ঝড়ে টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক রানের নজির (২৭৭ রান) পেরিয়ে যাচ্ছিল পার্পল ব্রিগেড ৷ শেষ পর্যন্ত সেটা না-হলেও নিজেদের সর্বাধিক রানের নজির হাসিল করে ফেলে নাইটরা ৷ রাসেল করেন ১৯ বলে ৪১ ৷ মারেন ৪টি চার, ৩টি ছয় ৷ অন্যদিকে ৮ বলে ২৬ রানের ঝোড়ো ক্যামিয়ো খেলেন রিঙ্কু ৷ রিঙ্কু-রাসেল শেষ পর্যন্ত টিকে গেলে হয়তো সর্বাধিক রানের নজির গড়ে ফেলত কেকেআর ৷ প্রথম ম্যাচ নীতীশ রানাকে বসিয়ে অনুকূল রয়কে খেলিয়েছিল কেকেআর ৷ বুধবার সেই অনুকূল রয়কে বসিয়ে তরুণ অঙ্গকৃষ রঘুবংশীকে দলে ফেরায় ম্যানেজমেন্ট ৷ ৫টি চার ৩টি ছয়ে প্রথম ব্যাট হাতে নামা রঘুবংশীর ইনিংসে ছিল একরাশ প্রতিশ্রুতির ছাপ ৷ এই মুহূর্তে দলের ফর্ম ও ম্যাচ অ্যাডভান্টেজের দিক থেকে এগিয়ে থেকে শুরু করেছে কেকেআর ৷ প্রথম দু’টি ম্যাচই জিতেছেন শ্রেয়সরা ৷ অন্যদিকে দিল্লি ক্যাপিটালস তিনটির মধ্যে একটিতে জয় পেলেও অধিনায়ক ঋষভ পন্ত রানে ফেরা দারুণ খবর ফ্র্যাঞ্চাইজির জন্য ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!