লখনউ সুপার জায়ান্টস: ১৬১/৭ (রাহুল ৩৯, পুরান ৪৫, মিচেল স্টার্ক ২৮/৩)
কলকাতা নাইট রাইডার্স : ১৬২/২ (সল্ট* ৮৯, শ্রেয়স* ৩৮, মহসিন খান ২৯/২)
৮ উইকেটে জয়ী কলকাতা নাইট রাইডার্স।
জয় দিয়েই বর্ষবরণ নাইটদের। কিং খানের সামনেই রাজকীয় পারফরম্যান্সে ম্যাচ জিতে নিল কলকাতা। নিয়ন্ত্রিত বোলিং আর ব্যাটে ফিল্ট সল্টের কালবৈশাখী ঝড়ে কেএল রাহুলের দলকে তারা হারাল ৮ উইকেটে। এদিন টস হেরে প্রথমে ব্য়াট করে কেএল রাহুলের লখনউ তুলেছিল সাত উইকেটে ১৬১ রান। এদিন প্রথম থেকেই লখনউয়ের ব্য়াটারদের সেভাবে মুখ তুলতে দেয়নি নাইট বোলাররা। ১১ ওভারে ৭৮ রানের মধ্য়ে ডাগআউটে ফিরে যায় দলের টপ অর্ডার (কুইন্টন ডি কক ১০, রাহুল ৩৯ ও দীপক হুডা ৮)। এপর আয়ূষ বাদোনি (২৯) ও মার্কাস স্টোইনিস (১০) ওই কোনও রকমে ঠেকনা দেন। ছয়ে নেমে নিকোলাস পুরান (৩২ বলে ৪৫) যদি ঝোড়ো ইনিংস না খেলতেন, তাহলে রাহুলের টিমের স্কোর নিয়ে খুব একটা কিছু বলার থাকত না। চলতি লিগে এই ক্য়ারিবিয়ান ব্য়াটার দারুণ ছন্দে রয়েছেন। এদিনও তার প্রমাণই দিলেন। স্টার্কের তিন উইকেটের দুরন্ত পারফরম্য়ান্সের কথা আগেই বলা হয়েছে। এদিন উইকেট পেলেন বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন ও আন্দ্রে রাসেল। কলকাতার দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারিন রান তাড়া করতে নেমেছিলেন। তবে শুরুতেই কেকেআরকে ধাক্কা দেন মহশিন খান। নারিনকে তিনি মাত্র ছ’টি রান করতেই দিয়েছিলেন। চোটের জন্য় ময়াঙ্ক যাদব খেলছেন না এই ম্য়াচ। মহশিনও ফিরেছেন চোট সারিয়ে। তারউপর বাড়তি দায়িত্ব থাকবে, তা আগেই বলেছিলেন লখনউয়ের কোচ জাস্টিন ল্য়াঙ্গার। যিনি এদিন ইডেন বেল বাজিয়ে খেলার শুভ সূচনা করেছেন। এহেন মহশিন ফের ধাক্কা দেন। নারিনের পর তিনে নামা অঙ্গকৃষ রঘুবংশীকেও সাত রানে ফিরিয়ে দেন সাজঘরে। চার ওভারের মধ্য়ে ৪২ রানে জোড়া উইকেট হারায় কেকেআর। যদিও অন্য় প্রান্ত ধরে রেখেছিলেন সল্ট। তাঁকে সঙ্গ দিতে চারে নেমেছিলেন নাইট অধিপতি শ্রেয়স আইয়ার। তাঁদের ফিফটি প্লাস যুগলবন্দির সৌজন্য়ে কেকেআর ১০ ওভারের মধ্য়েই তুলে ফেলে ১০১ রান। দেখতে গেলে প্রথম ১০ ওভারেই কলকাতা জয়ের প্ল্য়াটফর্ম তৈরি করে ফেলে। বাকি ছিল আর ৬০ বলে ৬১। বাকি রানও তাঁরাই তুলে দেন। সল্ট অপরাজিত থাকলেন ৪৭ বলে ৮৯ রানে (১৪টি চার ও তিনটি ছয়)। সল্ট ঝড়ে উড়ে গেল লখনউ সুপার জায়ান্টস। শ্রেয়সের যোগ্য় সঙ্গত ৩৮ বলে ৩৮ রানের। এদিন শাহরুখ ছাড়াও ভিভিআইপি গ্য়ালারিতে ছিলেন শাহরুখ ও তাঁর পুত্র-কন্য়া আব্রাম-সুহানা, বলি অভিনেত্রী অনন্যা পাণ্ডে এবং অবশ্য়ই কিং খানের সর্বক্ষণের সঙ্গী ও তাঁর ম্য়ানেজার পুজা দদলানি। গতকালই কলকাতায় শাহরুখ দলবল নিয়ে চলে এসেছিলেন। এদিন শুরু থেকে শেষ পর্যন্ত গলা ফাটালেন তাঁর টিমের জন্য়। দেখতে গেলে কেকেআর এখন হোম লেগ খেলছে। আরও পরপর চার ম্য়াচ তারা এই ইডেনেই খেলবে। এরপর নাইটদের প্রতিপক্ষ-রাজস্থান (১৭ এপ্রিল), বেঙ্গালুরু (২১ এপ্রিল), পঞ্জাব (২৬ এপ্রিল, কলকাতা) ও দিল্লির (২৯ এপ্রিল) বিরুদ্ধে ম্য়াচ নাইটদের।