কলকাতা নাইট রাইডার্স আবার আইপিএল চ্যাম্পিয়ন। ১০ বছর পর আবার। ফাইনালে সহজ জয় ছিনিয়ে নিল শ্রেয়স বাহিনী। ৮ উইকেটে তারা হারাল সানরাইজার্স হায়দরাবাদ। মাত্র ১০.৩ ওভারে ১১৪ রান তুলে নেন গুরবাজ-ভেঙ্কটেশরা। এই নিয়ে তৃতীয় বার আইপিএল চ্যাম্পিয়ন শাহরুখ খানের টিম। প্রথমে ব্যাট করে সানরাইজার্স করল মাত্র ১১৩ রান। আইপিএল ফাইনালের নিরিখে যে স্কোর নিমিত্তমাত্র। সেই স্কোর আত্মবিশ্বাসে টগবগে কেকেআরকে চাপে রাখতে পারবে না, তা আর বলার অপেক্ষা রাখে না। রমমনুল্লাহ গুরবাজ করলেন ৩৯। ভেঙ্কটেশ আইয়ার ২৬ বলে ৫২ রান করে অপরাজিত। কেকেআর আবার ১০ বছর পর আইপিএল চ্যাম্পিয়ন। তবে কেকেআর যে এবারের আইপিএল খেতাব জয়ের সেরা দাবিদার তা অনেকেই মেনে নিয়েছিলেন। গ্রুপ পর্বে কেকেআর শেষ করেছিল পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে। শেষ পর্যন্ত সেই কেকেআর চ্যাম্পিয়ন। বিশ্বকাপের নায়ক ট্রাভিস হেডের সামনে কেকেআর এলেই হল! হিরো জুজু দেখেন যেন! যেমন কোয়ালিফায়ার একে, তেমন ফাইনালে। মিচেল স্টার্কের ঝুলিতে এদিন ২ উইকেট। যাঁরা টুর্নামেন্টের শুরুেতে তাঁর প্রাপ্য ২৫ কোটি নিয়ে খোটা দিয়েছিলেন, তাঁদের এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশ্বকাচ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ করতে নেই, এটাই যেন সদর্পে বুঝিয়ে দিলেন কেকেআরের অজি তারকা।
Related Posts
মানু ভাকেরের পর এবার ফাইনালে রমিতা জিন্দাল
গত চারটি অলিম্পিকে ভারতের একজন মহিলা শ্য়ুটারও ফাইনালে উঠতে পারেননি। সেখানে প্যারিস অলিম্পিকের প্রথম দু’দিনেই দু’জন ভারতীয় মহিলা শ্যুটার ফাইনালে উঠলেন। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে মানু ভাকেরের পর এবার ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠলেন রমিতা জিন্দাল । কোয়ালিফিকেশন রাউন্ডে পঞ্চম স্থানে থেকে ফাইনালে উঠলেন ২০ বছরের রমিলা। ২০০৪ এথেন্স অলিম্পিকে মহিলাদের ১০ মিটার এয়ার […]
গুজরাত টাইটান্সকে ৯ উইকেট হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
গুজরাতকে হারিয়ে প্লে অফের আশা অবশেষে বাঁচিয়ে রাখল আরসিবি। টানা ৬ ম্যাচে হারের পর আগের ম্যাচে জয়ী হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেও তারা সেই জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া ছিল। অবশেষে ২৪ বল বাকি থাকতেই ৯ উইকেটে জয় পেল আরসিবি। শেষ পর্যন্ত, উইল জ্যাকস ৪১ বলে অপরাজিত সেঞ্চুরি করেন। বিরাট কোহলি […]
৬৭ রানে জয়ী সানরাইজার্স হায়দ্রাবাদ
সানরাইজার্স হায়দ্রাবাদ: ২৬৬/৭ (ট্রেভিস হেড ৮৯, অভিষেক শর্মা ৪৬, শাহবাজ আহমেদ ৫৯ (অপরাজিত)দিল্লি ক্যাপিটালস : ১৯৯/৮ (জ্যাক ফ্রেজার ৬৫, অভিষেক পোড়েল ৪২, ঋষভ পন্থ ৪৪) ৬৭ রানে জয়ী সানরাইজার্স হায়দ্রাবাদ। আজ প্রথম ছয় ওভারে আগুনে ব্যাটিংয়ের দৌলতে স্কোরবোর্ডে বিনা উইকেটে ১২৫ রান তুলে ফেলে নিজামের শহরের টিম। আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ঘরের মাঠে প্রথম […]