বোলারদের ঝড়ে আইপিএল জেতার কাছে চলে গেল কলকাতা নাইট রাইডার্স। দীর্ঘ ১০ বছর আইপিএল খেতাব জিততে হলে নাইট রাইডার্সের চাই ১১৪ রান। কলকাতা জুড়ে ঝড় নিয়ে আতঙ্কের মাঝে আইপিএল নিয়ে উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে। আইপিএলের ফাইনালের ইতিহাসে সর্বনিম্ন স্কোর করল সানরাইজার্স হায়দরাবাদ। অবিশ্বাস্য বোলিং করলেন বেগুনি জার্সির বোলাররা। কামিন্সদের বিরুদ্ধে আরও একবার জ্বলে উঠলেন মিচেল স্টার্ক। নাইটদের যত জন বল করলেন সবাই উইকেট পেলেন। আন্দ্রে রাসেল নিলেন ১৯ রান দিয়ে নেন ৩টি উইকেট, স্টার্ক ও হর্ষিত রানা ২টি করে। রবিবার সন্ধ্যায় আইপিএলের ফাইনালে কেকেআর-এর বোলাররা অবিশ্বাস্য বোলিং করলেন। মিচেল স্টার্ক, হর্ষিত রানা, আন্দ্রে রাসেল-দের ঝড়ে চলতি আইপিএলের সবচেয়ে বিপজ্জনক ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মত ভেঙে পড়ল। প্রথম বল থেকেই মিচেল স্টার্ক দাপট দেখাতে শুরু করেন। ঠিক যেমন হয়েছিল কোয়ালিফায়ার ওয়ানে আমেদাবাদে। স্টার্ক প্রথম ওভারেই আউট করেন সান রাইজার্সের ওপেনার অভিষেক শর্মা (০)-কে। এরপরের ওভারেই সানদের সবচেয়ে বড় ধাক্কা দেন বৈভব আরোরা।
Related Posts
গুজরাত টাইটানসকে ৩৩ রানে হারালো লখনউ সুপার জায়ান্টস
লখনউ সুপার জায়ান্টস: ১৬৩/৫ (স্টয়নিস-৫৮, রাহুল-৩৩)গুজরাট টাইটান্স: ১৩০/১০ (সুদর্শন-৩১)৩৩ জয়ী লখনউ সুপার জায়ান্টস অবশেষে রবিবাসরীয় সন্ধ্যায় লক্ষ্যপূরণ। মধুর প্রতিশোধের হাত ধরেই এল হল জয়ের হ্যাটট্রিক। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। লখনউ সুপার জায়ান্টসের শুরুটা ছিল খুব খারাপ ছিল। পাওয়ারপ্লেতেই দুটি উইকেট হারায় দলটি। কুইন্টন ডি কক চার […]
ছাত্রীদের থেকে চাইতেন নগ্ন ছবি, জোর করে দেখাতেন অশ্লীল ভিডিও, গ্রেফতার KCA-র ক্রিকেট কোচ
কেরালায় ক্রিকেট কোচের দ্বারা মহিলা খেলোয়াড়দের যৌন নিপীড়নের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে যে যৌন নির্যাতনে লিপ্ত কোচের বিরুদ্ধে ২০১৮ সাল থেকে কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) কাছে ক্রমাগত অভিযোগ আসছিল। এরপরও তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়া হয়নি এবং তাঁকে কাজ করতে দেওয়া হয়েছিল। জানা গেছে, ২০১৮ সালে কেরালার তিরুবনন্তপুরমে মহিলা ক্রিকেট কোচ […]
মোহনবাগানকে ৩-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি
মোহনবাগান: ১ (কামিন্স)মুম্বই সিটি এফসি: ৩ (দিয়াজ, বিপিন, জ্যাকুব) আইএসএল ফাইনালে ৩-১ গোলে জিতল মুম্বই সিটি এফসি। শনিবার রাতে আইএসএল ফাইনালে মুম্বই সিটি এফসির কাছে হারল সবুজ মেরুন। এক গোলে এগিয়েও তিন গোল হজম। ১-৩ গোলে অপ্রত্যাশিত হার। ১৫ এপ্রিল এই মুম্বইকে হারিয়েই লিগ শিল্ড জিতেছিল হাবাসের দল। বাগানের ডেরায় প্রতিশোধ নিল পিটার ক্র্যাটকির দল। […]