শুক্রবার মধ্য রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে ঘন ঘন বজ্রপাত। এদিন দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবারও কলকাতায় হতে পারে বৃষ্টিপাত। বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকার কারণে বেলা যত বাড়বে অস্বস্তি বাড়তে পারে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে টানা ঝড়-বৃষ্টিপাতের পূর্বাভাস আগে থেকেই ছিল। আবহবিদরা জানাচ্ছেন, রিমেলের প্রভাবে থেকে যাওয়া জলীয় বাষ্প এবং উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখার প্রভাবে বৃষ্টিপাত হবে। সঙ্গে বৃহস্পতিবারই দেশে প্রবেশ করেছে বর্ষা। বৃহস্পতিবার ৩০ মে নির্ধারিত সময়ে কেরালাতে প্রবেশ করেছে বর্ষা। এর প্রভাবেও শনিবার থেকে উত্তর এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, ‘শনি, রবি, সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’ শনিবার থেকে টানা দুই থেকে তিন দিন কলকাতাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে শনিবার ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে। তাপমাত্রার পারদও নেমেছে স্বাভাবিকের নীচে। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম এবং শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৪.১ ডিগ্রি সেলসিয়াস কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৭২ শতাংশ।
Related Posts
কনভয়ের মাঝে গাড়ির ধাক্কা, মাথায় চোট তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের
মধ্যমগ্রামের বাড়ি থেকে বারাসতের কার্যালয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লেন কাকলি ঘোষ দস্তিদার ৷ বারাসতের সাংসদ তথা ওই আসনের তৃণমূল প্রার্থীর মাথায় আঘাত লেগেছে ৷ আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে খবর ৷ জানা গিয়েছে, বুধবার দুপুরে মধ্যমগ্রাম জেলা তৃণমূল কার্যালয়ে বিরোধী দল থেকে যোগদান কর্মসূচি ছিল। সেখানেই আসার জন্য দুপুর আড়াইটের পর মধ্যমগ্রাম বাদুরোড […]
সাতসকালে কলকাতায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত একাধিক
সাতসকালে কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা। দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ। গুরুতর আহত অন্ততপক্ষে আটজন। আহতদের ইতিমধ্যেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ। দুর্ঘটনার তদন্ত চলছে। সাতসকালে দুর্ঘটনার কারণে ফ্লাইওভারে যানজটের সৃষ্টি হয়েছে। গাড়ি দুটি সরিয়ে দ্রুত যানজটের সমস্যা সমাধানের চেষ্টা করছে পুলিশ। সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে এজেসি বোস ফ্লাইওভারে। পুলিশ সূত্রে খবর, পিটিএস থেকে সেক্টর ফাইভ যাচ্ছিল […]
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের ২৬ মামলা, বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলায় কেস ডায়েরি চাইল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার শুভেন্দুর বিরুদ্ধে পুলিশকে ২৬টি মামলার কেস ডায়েরি পেশ করতে বলল হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত’র নির্দেশ, আগামী ৮ অগাস্ট ওই সব মামলায় কেস ডায়েরি আদালতে জমা দিতে হবে পুলিশকে। একই সঙ্গে শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ বহালই থাকছে। এর আগে ওই ২৬টি […]