মুম্বই ইন্ডিয়ানসকে ১৮ রানে হারালো কলকাতা নাইট রাইডার্স

ইডেনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ১৮ রানে জয় পেল কলকাতা নাইট রাইডার্স। এই জয়ের ফলে ১২ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে প্লে-অফের যোগ্যতা অর্জন করল কেকেআর। এদিন বৃষ্টির জন্য ১ ঘণ্টা ৪৫ মিনিট দেরিতে শুরু হয় ম্যাচ। ২ দলের ইনিংসে ওভার সংখ্যা কমিয়ে করা হয় ১৬। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৫৭ রান করে কেকেআর। জবাবে ৮ উইকেটে ১৩৯ রান করেই থেমে গেল মুম্বই ইন্ডিয়ানস। আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল হার্দিক পান্ডিয়ার দল। এদিন হারের ফলে ১৩ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে থাকল মুম্বই। এদিন টস হারে কলকাতা নাইট রাইডার্স। টস জিতে শ্রেয়স আইয়ারের কেকেআর’কে ব্যাট করতে পাঠিয়েছিলেন মুম্বই ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া । প্রথমে ব্য়াট করে ১০ রানের মধ্য়ে দুই ওপেনার (সুনীল নারিন ও ফিল সল্ট) ফিরে যাওয়ায় কেকেআর শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল। তবে এরপর ভেঙ্কটেশ আইয়ার (২১ বলে ৪২), নীতীশ রানা (২৩ বলে ৩৩), আন্দ্রে রাসেল (১৪ বলে ২৪), রিঙ্কু সিং (১২ বলে ২০) ও রমনদীপ সিংদের (৮ বলে অপরাজিত ১৭) মিলিত প্রয়াসে কেকেআর শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৫৭ রান তুলতে সমর্থ হয়। জবাবে মুম্বই ইনিংস শেষ হয় ১৩৯ রানে, ৮ উইকেটের বিনিময়ে। মুম্বাই ইন্ডিয়ান্স’কে ১৮ রানে হারিয়ে এবারের আইপিএলের প্রথম দল হিসেবে ‘প্লে অফে’ (playoffs) জায়গা করে নিল কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠেই তারা এটা অর্জন করল। ১২ ম্যাচে কেকেআরের পয়েন্ট  ১৮। লিগ তালিকায় তারাই আপাতত শীর্ষে।

error: Content is protected !!