সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্স। এদিন ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স। সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায় সানরাইজার্সের। বড় ম্যাচে জ্বলে ওঠেন মিচেল স্টার্ক। আগুনে স্পেল করেন তিনি। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ট্রেভিড হেড, অভিষেক শর্মা, শাহবাজ আহমেদদের উইকেট নিয়ে হায়দরাবাদের কোমড় ভেঙে দেন অজি স্পিড স্টার। সর্বোচ্চ ৩ উইকেট নেন তিনি। মাঝে হেনরিক ক্লাসেন ও রাহুল ত্রিপাঠী ব্যাটে কিছুটা ম্যাচে ফেরে সানরাইজার্স। দুই তারকা ব্যাটার মিলে বেশ কিছু অনবদ্য শট খেলেন। অর্ধশতরানের পার্টনারশিপ করেন তারা। অর্ধশতরান করেন তিনি। কিন্তু ত্রিপাঠী ৫৫ রানের ইনিংস খেলে রানআউট ওহেনরিক ক্লাসেন ৩২ রানে আউট হতেই ফের ধস নামে। শেষের দিকে হায়দরাবাদকে কিছুটা টানেন অধিনায়ক প্যাট কামিন্স। ৩০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের স্কোর ১৫০ পার করেন। শেষ পর্যন্ত ১৫৯ রান করে এসআরএইচ। রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করেন কেকেআরের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও সুনীল নারিন। ফিল সল্টের জায়গা মরশুমে প্রথম ওপেনিং করতে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করেন গুরবাজ। ৩ ওভারেই ৪৪ রানের পার্টনারশিপ গড়ে ২৩ রান করে আউট হন আফগান তারকা। সুনীল নারিন আউট হন ২১ রান করে। কিন্তু তাদের ঝড়ো ব্যাটিং দলের জয়ের ভিত তৈরি করে দেয়। এরপর ভেঙ্কটেশ আইয়ার ও শ্রেয়স আইয়ার মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ঠান্ডা মাথায় আক্রমণাত্মক শট খেলতে থাকেন দুই তারকা। অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে দলের জয় নিশ্চিত করে দেন। ২৮ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন ভেঙ্কটেশ আইয়ার। ২৩বলে নিজের অর্ধশতরান পূরণ করেন কেকেআর অধিনায়ক। মাত্র ১৩.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় কলকাতা নাইট রাইডার্স। ২৪ বলে ৫৮ করে শ্রেয়স ও ২৮ বলে ৫১ রান করে ভেঙ্কটেশ আইয়ার অপরাজিত থাকেন।
Related Posts
আফগানিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিল ভারত
গ্রুপ লিগের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেয় ভারত। দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়া পরাজিত করে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। প্রত্যাশিতভাবেই তৃতীয় ম্যাচে আমেরিকাকেও হারিয়ে দেন রোহিত শর্মারা। তবে কানাডার বিরুদ্ধে ভারতের শেষ গ্রুপ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ভারত এবং এ-গ্রুপের এক নম্বর দল হিসেবে সুপার এইট রাউন্ডে […]
গৌতম গম্ভীরেই আস্থা, নয়া কোচের নাম ঘোষণা করলেন বিসিসিআই সচিব জয় শাহ
সমস্ত জল্পনার অবসান ৷ টিম ইন্ডিয়ার নতুন কোচ হচ্ছেন গৌতম গম্ভীর-ই। মঙ্গলবার সন্ধেয় ঘোষণা করলেন বিসিসিআই সচিব জয় শাহ। সদ্য টি-20 বিশ্বকাপ জয়ের সঙ্গে সঙ্গে ভারতীয় দলের কোচের পদে মেয়াদ শেষ হয়েছে রাহুল দ্রাবিড়ের ৷ এদিন ‘দ্য ওয়াল’-এর স্থলাভিষিক্ত হলেন ভারতের জোড়া বিশ্বজয়ের নায়ক গম্ভীরকে ৷ গৌতম গম্ভীর যে রাহুল দ্রাবিড়ের জুতোয় পা গলাতে চলেছেন, বেশ […]
একাধিক জায়গায় অগ্নিসংযোগ, পরিকল্পিত হামলা! অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আগে স্তদ্ধ প্যারিসের হাইস্পিড রেল নেটওয়ার্ক
অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের বাকি আর কয়েকঘণ্টা ৷ তার আগে স্তব্ধ হয়ে গেল প্যারিসের রেল ব্যবস্থা ৷ সমস্যায় পড়েছেন প্রায় 8 লক্ষ মানুষ ৷ সেদেশের ট্রেন অপারেটর সংস্থা এসএনসিএফ বলেছে, ‘‘দেশের হাই স্পিড রেল নেটওয়ার্ক স্তব্ধ করে দিয়েছে কিছু অসৎ ব্যক্তি ৷ একাধিক জায়গায় অগ্নিসংযোগ, হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেল যোগাযোগ ব্যবস্থা ৷ ফ্রান্সের সুরক্ষা ব্যবস্থার সঙ্গে […]