পার্ক স্ট্রিট- এসপ্ল্যানেড স্টেশনের মধ্যবর্তী ট্র্যাকে জল, আংশিক বন্ধ মেট্রো পরিষেবা

 রিমেলের জেরে সোমবার সপ্তাহের প্রথম দিন ব্যাহত মেট্রো পরিষেবা। এর জেরে বিপাকে পড়েছেন বহু অফিসযাত্রী এবং কলেজ পড়ুয়ারা। মেট্রো সূত্রে খবর, পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড স্টেশনের মধ্যে ট্র্যাকগুলিতে জমে রয়েছে জল। এর ফলে সকাল ৭টা ৫১ মিনিট থেকে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত চালানো হচ্ছে মেট্রো। শুধুমাত্র সকালে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছে। মেট্রোর তরফে জানানো হয়েছে, পার্ক স্ট্রিট-এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মাঝে জল জমে গিয়েছে। তার ফলে বন্ধ পরিষেবা। পরিষেবা স্বাভাবিক করার জন্য ট্র্যাকগুলি থেকে জল সরানোর চেষ্টা করা হচ্ছে। স্বাভাবিকভাবেই সপ্তাহের প্রথম কাজের দিনে মেট্রো পরিষেবা বিঘ্নিত হওয়ায় বিপাকে বহু নিত্য যাত্রী।

error: Content is protected !!