আরজি কর কাণ্ডে কলকাতা পুলিশের বাজেয়াপ্ত করা ৫৩টি সামগ্রী সিবিআই তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। রিপোর্ট অনুযায়ী, ওই ৫৩টি সামগ্রীর মধ্যে ন’টির সঙ্গে প্রত্যক্ষভাবে যোগ আছে ধৃত সঞ্জয় রায়ের। যেগুলি প্রমাণ হিসেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ব্যবহার করছে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, অপরাধের সময় যে জামা, অন্তর্বাস, জুতো পরেছিল সিভিক ভলান্টিয়ার সঞ্জয়, সেগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে সঞ্জয়ের বাইক এবং হেলমেট। তাছাড়া সিবিআই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ডিজিটাল তথ্যপ্রমাণও। সঞ্জয়ের ফোনের টাওয়ার লোকেশন খতিয়ে দেখা গিয়েছে যে অপরাধের সময় ঘটনাস্থলেই ছিল। সেইসঙ্গে ফরেন্সিক রিপোর্টেরও জোর দিচ্ছে সিবিআই। যা আগামী কয়েকদিনে ধাপে-ধাপে তদন্তকারীদের হাতে চলে আসবে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে জানানো হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের (স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের ছাত্রী) ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তের ক্ষেত্রে যে ৫৩টি সামগ্রীর দিশা দেখাচ্ছে সিবিআইকে, সেগুলির মধ্যে ৪০টি ঘটনাস্থল থেকে রাজ্যের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির আধিকারিকরা সংগ্রহ করেছিলেন বলে সিবিআই সূত্রে খবর। সূত্র অনুযায়ী, ৯ অগস্ট (যেদিন আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল) রাত ৮ টা ৩০ মিনিট থেকে রাত ১০ টা ৪৫ মিনিটের মধ্যে সেই প্রক্রিয়া চলেছিল। পুরো প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করা হয়েছিল। তখন চিকিৎসক, প্রত্যক্ষদর্শীরাও হাজির ছিলেন বলে সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। তারইমধ্যে রবিবার প্রেসিডেন্সি সংশোধনাগারে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট চলেছে। সিবিআই সূত্রে খবর, সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের জন্য দিল্লির কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে বিশেষজ্ঞের দল কলকাতায় উড়ে এসেছে। যদিও পলিগ্রাফি টেস্ট থেকে যে তথ্য পাওয়া যাবে, তা আদালতে প্রমাণ হিসেবে গৃহীত হবে না। বিশেষজ্ঞদের বক্তব্য, আদালতে প্রমাণ হিসেবে গৃহীত না হলেও পলিগ্রাফি টেস্ট থেকে যে তথ্য পাওয়া যাবে, তা আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সেই তথ্যের ভিত্তিতে সিবিআই প্রমাণ জোগাড় করে আদালতে পেশ করার সুযোগ পাবে।
Related Posts
আপাতত স্থিতিশীল মুকুল রায়
মস্তিষ্কে অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাঁকে ৷ এবার ভেন্টিলেশনে থেকে বের করে নিউরো আইসিইউতে রাখা হয়েছে প্রবীণ রাজনীতিক মুকুল রায়কে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও আশঙ্কাজনক। আপাতত সম্পূর্ণ অক্সিজেন সাপোর্টেই রয়েছেন তিনি। বৃহস্পতিবার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে মুকুল রায়ের। তার পরে পর্যবেক্ষণে থাকাকালীন নতুন করে কোনও সমস্যা দেখা যায়নি বলেও জানাচ্ছেন […]
দেশ থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত: অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতা হাই কোর্টের বিচারপতিদের সঙ্গে বিজেপির যোগসাজশ রয়েছে। তাই দেশ থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত। এসএসসি দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের রায় নিয়ে এমনই দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ক্রিকেটে যেমন ম্যাচ ফিক্সিং হয়, তেমনি বিজেপি কোর্ট ফিক্সিং করছে। তাদের পরিকল্পনা অনুসারে হাই কোর্টের বিচারপতিরা একের পর এক রায় দিচ্ছেন। এটা দুর্ভাগ্যজনক। এদিন অভিষেক […]
শীঘ্রই শিয়ালদার ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে, জানাল রেল
শুক্রবার থেকেই শিয়ালদার ১ থাকে ৫ নম্বর প্ল্যাটফম বন্ধ। যার জেরে এক প্রকার আংশিক বন্ধ আছে রেল পরিষেবা। শিয়ালদা উত্তর এবং মেন শাখায় এখনও স্বাভাবিক হয়নি ট্রেন পরিষেবা। রবিবার এমনিতেই কম সংখ্যক ট্রেন চলাচল করে। তার মধ্যেও আজ বাতিল কিছু ট্রেন। কয়েকটি রুটে ট্রেন এক ঘণ্টা দেরিতে চলছে। এর জেরেই সকাল থেকে বিক্ষোভ দেখান যাত্রীরা। […]