শহরের একটা অংশে ১৪৪ ধারা জারি করল কলকাতা পুলিশ। আগামী ২৮ মে থেকে দু’মাসের জন্য মধ্য কলকাতায় ধর্মতলার মোড়ের কাছের একটি অংশে জারি করা হয়েছে ১৪৪ ধারা! নির্ভরযোগ্য সূত্রে পুলিশ জানতে পেরেছে শহরের ওই অংশে ‘হিংসাত্মক কর্মসূচি’ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জেরে শান্তি বিঘ্নিত হতে পারে বৌবাজার, হেয়ার স্ট্রিট থানা এবং ট্র্যাফিক গার্ড (হেড কোয়ার্টার)-এর আওতায় থাকা কেসি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের দিকে যাওয়ার রাস্তায়। ওই অংশেই এসে মিশেছে বেন্টিঙ্ক স্ট্রিট। তবে ওই রাস্তাকে ১৪৪ ধারার আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। ঘটনাচক্রে, ওই নোটিস অনুযায়ী যে দিন থেকে কলকাতায় ১৪৪ ধারা জারি হচ্ছে, ওই একই দিনে অর্থাৎ, ২৮ মে কলকাতা উত্তরে রোড-শো করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার পরের দিন অর্থাৎ ২৯ মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পদযাত্রা করবেন ওই কেন্দ্রে। যদিও পুলিশ কমিশনার যে এলাকায় ১৪৪ ধারা জারি করার নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী- দু’জনেরই রোড-শো বা পদযাত্রা ওই অংশ দিয়ে যাওয়ার কথা নয়। তাঁদের ‘রুট’ অন্য। অন্য একটি সূত্রে জানা গেছে, ওই অংশে ১৪৪ ধারা জারির নির্দেশ নতুন নয়। প্রতি দু’মাস অন্তর ওই সীমিত এলাকার মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়। দু’মাস অন্তর সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়। এর আগে চলতি বছরের ২৯ জানুয়ারি এবং তারও আগে গত বছরের ৩০ নভেম্বর, দু’মাসের জন্য কলকাতার ওই অংশে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। জারি করা হয়েছিল তার আগেও। অর্থাৎ, কলকাতার ওই নির্দিষ্ট অংশে ১৪৪ ধারা জারি করা ‘রুটিন’ বলেই জানিয়েছে পুলিশ।
Related Posts
চিকিৎসক বদলি বিতর্ক থামাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ! নির্দেশিকা প্রত্যাহার রাজ্যে স্বাস্থ্য দফতরের
চিকিৎসকদের বদলির নির্দেশিকা প্রত্যাহার করল স্বাস্থ্য দফতর। যে ৪২ জন চিকিৎসককে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে বদলির নির্দেশ দেওয়া হয়েছিল তা আপাতত প্রত্যাহার করছে স্বাস্থ্য দফতর। রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মরত মোট ৪২ জন চিকিৎসককে বদলির নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজগুলির ১৩ জন চিকিৎসকও ছিলেন। এই বদলির নির্দেশিকা আপাতত প্রত্যাহার করে নিল স্বাস্থ্য […]
‘স্ট্রং রুমে কড়া পাহারা দিতে হবে, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কাউন্টিং স্টেশন ছেড়ে কেউ যাবেন না’, দলের কর্মীদের বার্তা অভিষেকের
মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠমহলে সাফ জানিয়ে দিয়েছেন, ‘এক্সিট পোল সম্পূর্ণ মিথ্যা। বিরোধীদের মনোবল ভাঙতেই সাজানো হয়েছে এই অঙ্ক। এটা বিজেপির ভাঁওতা ছাড়া আর কিচ্ছু নয়। সবটাই ওদের কথামতো করেছে একশ্রেণির সংবাদমাধ্যম ও সমীক্ষক সংস্থা। এই এক্সিট পোল কেউ বিশ্বাস করবে না।’ কংগ্রেস পর্যন্ত এই বুথফেরত সমীক্ষাকে ‘সরকারি’ বলে কটাক্ষ করেছে। মমতা আরও বলেছেন, ‘এই চিত্রনাট্য […]
‘মুখ্যমন্ত্রীর মন্তব্য মানহানিকর বলেনি আদালত’, বিবৃতি মুখ্যমন্ত্রীর আইনজীবীর
রাজ্যপালের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করা যাবে না। সি ভি আনন্দ বোসের করা একটি মামলায় মুখ্যমন্ত্রী-সহ তৃণমূলের প্রাক্তন সাংসদ ও বিধায়কদের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। রাজ্যপালের আবেদন মঞ্জুর করে বিচারপতি কৃষ্ণা রাও তাঁর অন্তবর্তী নির্দেশে জানিয়েছেন, রাজ্যপাল সাংবিধানিক পদে রয়েছেন। এই অবস্তায় কোনো অন্তবর্তী নির্দেশ না দিলে যাঁদের বিরুদ্ধে মানহানির অভিযোগ, তাঁদেরকে আরও আপত্তিজনক মন্তব্য […]