কলকাতায় গত মঙ্গলবার রাতে এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনা ঘটেছিল ৷ বুধবার রাতে লালবাজারের গোয়েন্দা বিভাগের তৎপরতায় উদ্ধার করা হয়েছে ওই ব্যবসায়ীকে ৷ সঙ্গে গ্রেফতার হয়েছে দুই অভিযুক্ত অপহরণকারী ৷ উদ্ধার হওয়া ব্যবসায়ী শেখ মহম্মদ আহিয়া পেশায় বিদেশি মুদ্রা বিনিময় বা বদল করেন ৷ লালবাজার সূত্রে খবর, ডলারের বিনিময়ে টাকা আদায় করতে ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল ৷ ব্যবসায়ীর বাড়িতে ২ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করেছিল অপহরণকারীরা ৷ অভিযোগ পেয়ে, তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ৷ তদন্ত শুরু করে গোয়েন্দারা উত্তর ২৪ পরগনার বাগদায় অভিযান চালায় ৷ সেখান থেকেই ওই ব্যবসায়ীকে উদ্ধার করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ ৷ ব্যবসায়ী শেখ মহম্মদ আহিয়া দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর বাসিন্দা ৷ অভিযোগ সুব্রত বালা ওরফে পার্থ এবং অভিজিৎ বিশ্বাস নামে দুই যুবক ওই ব্যবসায়ীর সঙ্গে দেখা করেছিলেন ৷ জানা যায়, অভিযুক্তরা ওই ব্যবসায়ীকে বলে ডলারের বিনিময় তাদের ৩ লক্ষ টাকা দিতে ৷ ওই ব্যবসায়ী তাদের তিন লক্ষ টাকার ব্যবস্থা করেও দেন ৷ তবে, ওই দুই যুবকের অভিযোগ তিন লক্ষের পরিবর্তে ওই ব্যবসায়ী তাঁদের দেড় লক্ষ টাকা দিয়েছিল ৷ বাকি টাকা দাবি করলে শেখ মহম্মদ আহিয়া, পার্থ এবং অভিজিতের বিরুদ্ধে পুলিশে যাওয়ার হুমকি দেন ৷ অভিযোগ এরপরেই পার্থ এবং অভিজিৎ তাঁদের গাড়িতে ওই ব্যবসায়ীকে বসিয়ে উত্তর ২৪ পরগনার বাগদাযর একটি গোপন ডেরায় নিয়ে যায় ৷ সেখানে তাঁকে প্রথমে মারধর করা হয় ৷ পরে তাঁকে প্রাণে মারার হুমকি দেয় অভিযুক্তরা ৷ শেখ মহম্মদ আহিয়াকে দিয়েই তাঁর বাড়িতে ফোন করিয়ে ২ লক্ষ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করা হয় ৷ অপহরণ ও মুক্তিপণের দাবি শুনে পরিবারে তরফে বাঁশদ্রোণী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ পরে থানার তরফে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখায় যোগাযোগ করা হয় ৷ বৃহস্পতিবার রাতে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা এবং বাঁশদ্রোণী থানার পুলিশ ওই দুই অভিযুক্তের মোবাইল লোকেশন ট্র্যাক করে উত্তর ২৪ পরগনার বাগদাযর গোপন ঠিকানায় পৌঁছায় ৷ উদ্ধার করা হয় শেখ মহম্মদ আহিয়াকে ৷ পাশাপাশি এই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
Related Posts
‘সোহম ঠান্ডা মাথার ছেলে মীমাংসা করে নেবেন’, রেস্তরাঁ মালিকের সঙ্গে বচসার ঘটনায় ফিরহাদ হাকিমের মন্তব্য
অভিনেতা ও বিধায়ক সোহম চক্রবর্তীর শুটিং চলাকালীন একটি রেস্তরাঁর মালিক ও কর্মীদের সঙ্গে বচসা এবং মারধরের যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে । সিপিএম, বিজেপি, কংগ্রেস এই নিয়ে তৃণমূলের সমালোচনা করেছে৷ অন্যদিকে তৃণমূল নেতা তথা কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, ‘‘সোহম ঠান্ডা মাথার ছেলে ৷ […]
আন্দোলনের অভিমুখ বদল, অবস্থান বিক্ষোভে ইতি টেনে স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতর পর্যন্ত মিছিল জুনিয়র চিকিৎসকদের
আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় স্বাস্থ্য অধিকর্তাদের পদত্যাগের দাবিতে স্বাস্থ্যভবন অভিযান করেছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তখন তাঁদের নিশানায় ছিল রাজ্য সরকার। আর ১১ দিন পর, আজ যখন নিজেদের দাবিপূরণের পর কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন তাঁদের আক্রমণের তির ঘুরে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিকে। শুক্রবার স্বাস্থ্যভবনের সামনে থেকে […]
সপ্তম দফার ভোটে অশান্তি নিয়ে মুখ্যমন্ত্রীর থেকে রিপোর্ট তলব রাজ্যপালের
সন্দেশখালিতে ঘটে যাওয়া হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে রিপোর্ট দিতে বললেন রাজ্যপাল। সংবিধান এর ১৬৬(৩) ধারা প্রয়োগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে রিপোর্ট চাইলেন রাজ্যপাল। ” শুধু সন্দেশখালি নয়, সপ্তম দফার ভোটে সামগ্রিক হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীকে দিতে হবে রিপোর্ট।মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তা নিন্দনীয়”, বিবৃতি রাজভবন-এর। রাজ্য রাজনীতির শিরোনামে প্রথম থেকেই সন্দেশখালি। ভোটের দিনও […]