রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগের তদন্তে রাজভবনকে চিঠি পাঠাল কলকাতা পুলিস। রাজভবনের সিসিটিভি ফুটেজ চেয়ে এই চিঠি পাঠানো হয়েছে। রাজভবনের ওসির মাধ্যমে পাঠানো হয়েছে এই চিঠি। চিঠিতে EPBX অফিসের এন্ট্রি ও রাজ্যপালের চেম্বারের সামনের করিডরের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে। কোন সময়ের সিসিটিভি ফুটেজ, তাও উল্লেখ করে দেওয়া হয়েছে চিঠিতে। বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, রাজ্য়পালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের তদন্তে ইতিমধ্যেই ৮ সদস্যের বিশেষ অনুসন্ধান দল গঠন করা হয়েছে। ডিসি সেন্ট্রালের নেতৃত্বে এই ৮ সদস্যের বিশেষ অনুসন্ধান দল গঠন করা হয়েছে। লালবাজার সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যেই সম্ভাব্য কয়েকজন সাক্ষীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ইতিমধ্যে তালিকা তৈরি হয়েছে। লালবাজারের তরফে বলা হয়েছে, যা যা করণীয় সব কিছু করা হবে। গতকালই লালবাজারের অফিসাররা রাজভবনে গিয়ে প্রয়োজনীয় অনুসন্ধানের কাজ করেছেন। অভিযোগকারিণী মহিলার সঙ্গেও কথা বলেছেন। লালবাজারের এক কর্তা জানান, “আমরা আমাদের লিগাল টিমের সঙ্গে কথা বলে, পরামর্শ নিয়ে যা করণীয় তা করছি।”
Related Posts
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের
আগামী ১০ জুলাই রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ লোকসভা নির্বাচনে বিপুল সাফল্য পেলেও ওই চার কেন্দ্রেই কঠিন পরীক্ষা অপেক্ষা করছে শাসক দল তৃণমূলের জন্য৷ কারণ ২০২৪-এর লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ীও, ওই চারটির মধ্যে তিনটি কেন্দ্রেই তৃণমূলের থেকে অনেকটা এগিয়ে রয়েছে বিজেপি৷ এই পরিস্থিতিতে চার কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী তালিকায় বড় চমক দিল তৃণমূল। […]
‘নবান্ন অভিযানের কোন অনুমতিই চাওয়া হয়নি, সম্পূর্ণ বেআইনি এই কর্মসূচি, কোন প্ররোচনায় পা দেবেন না’, বার্তা রাজ্য পুলিশের
আর জি কর কাণ্ডের সুবিচার, মুখ্যমন্ত্রী-স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘অরাজনৈতিক’ সংগঠন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। সেই প্রতিবাদ কর্মসূচি ঘিরে যে ব্যাপক অশান্তি ছড়াতে পারে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, আসলে এটি অশান্তির ষড়যন্ত্র – এমন অভিযোগ বারবার শোনা গিয়েছে শাসকদলের নেতাদের গলায়। এবার রাজ্য পুলিশের এই প্রতিবাদ মিছিলকে ‘বেআইনি’ বলে ঘোষণা করে […]
‘লালবাজারের সামনে থেকে অবস্থান তুললেও আন্দোলন চলবে’, সিপির সঙ্গে সাক্ষাতের পর জানালেন চিকিৎসকরা
টানা ২০ ঘণ্টার অবস্থান বিক্ষোভের শেষে লালবাজারে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করলেন জুনিয়র চিকিৎসকরা। প্রায় দেড় ঘণ্টার আলোচনার শেষে লালবাজার থেকে বেরিয়ে আসেন জুনিয়র চিকিৎসকদের ২২ জনের প্রতিনিধি দলের সদস্যরা। সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে তাঁকেই ডেপুটেশন জমা দেওয়া হয়। লালবাজার থেকে বেরিয়ে অনিকেত মাহাতো নামে এক আন্দোলনকারী চিকিৎসক জানান, ‘আমরা প্রায় দেড় ঘণ্টা […]