কুয়েতের মঙ্গাফে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ৪৫ জন ভারতীয়র দেহ নিয়ে ভারতীয় বিমান বাহিনীর সি-১৩০জে বিশেষ বিমানটি শুক্রবার সকালে কোচির উদ্দেশ্যে যাত্রা করেছিল। সেটি দেশে এসে পৌঁছেছে। এর আগে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং শুক্রবার সকালে কুয়েত পৌঁছে যান। সেখানে কুয়েতি কর্তৃপক্ষের সাথে সমন্বয়ে এই মৃতদেহগুলি দেশে ফেরানোর বন্দোবস্ত করেন তিনি। তিনিও ভারতীয় বায়ুসেনার সেই বিশেষ বিমানে করে দেশে ফেরেন বলে জানিয়েছে কুয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস। এর আগে কুয়েতের হাসপাতালে ভরতি আহত ভারতীয়দের সঙ্গেও দেখা করেন মন্ত্রী। তাঁর সঙ্গে তখন ছিলেন দূতাবাসের আধিকারিকরা। এদিকে কোচি বিমানবন্দরে আগে থেকেই অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করা হয়েছিল। মৃতদেহগুলি বিমান থেকে নামানোর পর তাতে করে নিয়ে যাওয়া হয়। এদিকে পুলিশ আগে থেকেই মৃতদের পরিবারের সঙ্গে কথা বলে পুরো বিষয়টির বন্দোবস্ত করে রেখেছিল। কুয়েতের অগ্নিকাণ্ডে পশ্চিমবঙ্গের এক বাসিন্দারও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কুয়েত সরকারের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাঁদের মধ্যে ২৩ জনই হলেন কেরলের বাসিন্দা। এছাড়া মৃতদের মধ্যে ৭ জন তামিলনাড়ুর বাসিন্দা। উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশের তিনজন করে বাসিন্দারা মারা গিয়েছেন। ওড়িশা থেকে কুয়েতে গিয়ে কর্মরত দু’জনের মৃত্যু হয়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গ, বিহার, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র এবং পঞ্জাবের একজন করে ব্যক্তির মৃত্যু হয়েছে।
Related Posts
বন্দে ভারতেও দুর্নীতি! আর্থিক বেনিয়মের স্পষ্ট উল্লেখ ক্যাগ রিপোর্টে, অপচয় ৫৪ কোটি
দ্বারকা এক্সপ্রেসওয়ে তৈরি নিয়ে ক্যাগ তুলোধোনা করেছিল কেন্দ্রকে। আর্থিক বেনিয়মের উল্লেখ করে স্পষ্ট জানানো হয়, অনুমোদিত অর্থ বরাদ্দের তুলনায় প্রায় ১৪ গুণ বেশি টাকা খরচ করেছে মোদি সরকার। রিপোর্ট বলছে, ভারতমালা প্রকল্পে ওই এক্সপ্রেসওয়েতে এক কিলোমিটার রাস্তা তৈরিতে ১৮.২ কোটি টাকা অনুমোদন করেছিল মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি। কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষ হঠাৎ প্ল্যান বদল করায় […]
দেশবাসীকে নবরাত্রির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
দেশবাসীকে নবরাত্রি ও নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘দেশের আমার পরিবারের সকল সদস্যকে নবরাত্রির অনেক শুভেচ্ছা। শক্তির আরাধনার এই মহা উৎসব সবার জন্য সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য ও স্বাস্থ্য বয়ে আনুক এই কামনা করি। জয় মা দেবী!’ তিনি আরেকটি টুইটে লিখেছেন, ‘আজ নবরাত্রির প্রথম দিনে, আমি মা শৈলপুত্রীর চরণে আমার শ্রদ্ধা ও […]
হরিয়ানা নির্বাচনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, যোগ দিয়েই টিকিট পেলেন ভিনেশ ফোগাট
সম্প্রতি কংগ্রেসে যোগ দিয়েছেন প্যারিস অলিম্পিকের কুস্তিগির ভিনেশ ফোগাট। তার মধ্যেই পেয়ে গেলেন আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনের টিকিট। জুলানা বিধানসভা থেকে লড়বেন তিনি। আরেক কুস্তিগির বজরং পুনিয়াও নাম লিখিয়েছেন হাত শিবিরে। তিনি অবশ্য প্রার্থী হননি। কিন্তু দলে যোগ দিয়েই সর্বভারতীয় কিষাণ কংগ্রেসে কার্যকরী চেয়ারম্যানের পদও পেয়ে গিয়েছেন তিনি। ৫ অক্টোবর হরিয়ানায় নির্বাচন। ভিনেশ যে সেখানে […]