খুনের ১৪ বছর পর ন্যায় পেলেন অভিনেত্রী লায়লা খান

খুনের ১৪ বছর পর ন্যায় পেলেন অভিনেত্রী লায়লা খান। মায়ের তৃতীয় স্বামীর হাতে খুন হয়েছিলেন বলিউড অভিনেত্রী লায়লা খান। শুধু তিনি একাই নন, তাঁর পরিবারের আরও পাঁচ সদস্য একই সঙ্গে খুন হন। ১৪ বছর পর অভিযুক্ত পারভেজ তাককে মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে আচমকাই পরিবারের পাঁচ সদস্য সহ নিখোঁজ হন অভিনেত্রী। প্রায় এক বছর পর ২০১২ সালের জুলাই মাসে ইগতপুরীতে লায়লার ফার্ম হাউসের মাটি খুঁড়ে পুলিশ উদ্ধার করেছিল পচাগলা দেহগুলো। খুনের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন অভিনেত্রীর মা শেলিনার তৃতীয় স্বামী, কাশ্মীর নিবাসী পারভেজ তাক। ১৪ বছর পর গত ৯ মে মুম্বইয়ের একটি দায়রা আদালত অভিযুক্ত পারভেজকে লায়লা এবং তাঁর পরিবারের পাঁচ সদস্যকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করেছিল। শুক্রবার, ২৪ মে লায়লা হত্যাকাণ্ড মামলার চূড়ান্ত রায় দেয় আদালত। দোষী পারভেজ তাককে মুম্বইয়ের ওই দায়রা আদালত মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে।

error: Content is protected !!