দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। রাজ্যে রাজ্যে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। প্রত্যেক জায়গাতেই বর্তমানে কড়া নিরাপত্তা। তার মধ্যেই ইমেলে হুমকি পেল কলকাতায় দুই দর্শনীয় স্থান। মঙ্গলবার দুপুরে হঠাৎই হুমকির ইমেল আসে কলকাতার জাদুঘর এবং রাজভবনের কাছে। ইমেলে বলা হয়, রাজভবন, জাদুঘর উড়িয়ে দেওয়া হবে। নাশকতার ছক রয়েছে। রাতারাতি খবর পৌঁছয় লালবাজারে। টেরোরাইজার ১১১ নামক একটি সংগঠনের তরফে পাঠানো ওই হুমকি ইমেলে লেখা ছিল রাজভবন, জাদুঘরের ভেতরে বিস্ফোরক রয়েছে। একসঙ্গে প্রচুর মানুষকে মেরে ফেলাই এই হামলার লক্ষ্য। ইমেল আসার পরেই রাজভবন এবং জাদুঘরে চলে চিরুনি তল্লাশি।
Related Posts
কলকাতায় এসে নিউটাউনে ফ্ল্যাটে ‘খুন’ বাংলাদেশের সাংসদ
বাংলাদেশের সাংসদ খুন হলেন কলকাতা নিউটাউনে! চিকিৎসা করাতে কলকাতায় এসে ৫ দিন ধরে নিখোঁজ বাংলাদেশের তিনবারের জয়ী সাংসদ আনোয়ার উল আজিম। জানা যাচ্ছে চলতি মাসের ১২ তারিখ কলকাতায় এসে বরানগর এলাকার সিঁথির বাসিন্দা গোপাল বিশ্বাসের নিউটাউনের ফ্ল্যাটে ওঠেন তিনি। ১৩ মে ওই বাড়ি থেকে বেরিয়ে ভাড়া করা গাড়িতে উঠেছিলেন আজিম। দুপুর ১ টা ৪১ মিনিটে […]
বাণিজ্যিক গ্যাসের মূল্য বৃদ্ধি, সিলিন্ডার প্রতি বাড়ল ৮.৫0 টাকা
অগস্টের শুরুতেই কলকাতায় এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল। দেশের চারটি মেট্রো শহরের মধ্যে সবথেকে বেশি দাম বেড়েছে কলকাতায়। ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৮.৫ টাকা। তার ফলে জুলাইয়ে কলকাতায় যেখানে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে ১,৭৫৬ টাকা খরচ হত, অগস্টে সেটার দাম পড়বে ১,৭৬৪.৫ টাকা। দেশের […]
রবিবার পর্যন্ত পুলিশকে সময়, কিনারা না হলে আর জি কর কাণ্ডের তদন্তভার দেওয়া হবে সিবিআইকে: মুখ্যমন্ত্রী
নিহত ডাক্তারের বাড়িতে সোমবার সকালে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের সঙ্গে দেখা করে জানালেন সমবেদনা। দ্রুত বিচারের আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। এদিন নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রবিবারের মধ্যে পুলিশ এই ঘটনার তদন্ত করতে না পারলে সিবিআইকে স্থানান্তরিত করা হবে। আর জি কর কাণ্ডের কিনারা করার জন্য কলকাতা পুলিশকে আগামী রবিবার পর্যন্ত সময় বেঁধে […]