প্রতিনিয়ত বিপদে রয়েছেন বলিউড অভিনেতা সলমান খান। তাকে আবারো হামলার ষড়যন্ত্র করা হচ্ছে। তবে মুম্বাই পুলিশ এই চেষ্টা নস্যাৎ করে দিয়েছে। নবি মুম্বই পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত চার অভিযুক্ত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। নভি মুম্বই পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা পানভেলে সালমান খানের গাড়িতে হামলার পরিকল্পনা করেছিল।গাড়িটিকে ছদ্মবেশ দেওয়ার জন্য পাকিস্তান থেকে সরবরাহকারীর কাছ থেকে অস্ত্র সংগ্রহের ষড়যন্ত্রও করা হয়েছিল।মামলায়, পুলিশ এখনও পর্যন্ত লরেন্স বিষ্ণোই, আনমোল বিষ্ণোই, গোল্ডি ব্রার, সম্পত নেহরা সহ 17 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। আমরা আপনাকে বলি, গ্রেফতারকৃত অভিযুক্তরা হলেন ধনঞ্জয় ওরফে অজয় কাশ্যপ, গৌরব ভাটিয়া ওরফে নাহভি, ওয়াসপি খান ওরফে ওয়াসিম চিকনা এবং রিজওয়ান খান ওরফে জাভেদ খান। কোনো কোনো গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, আসামিরা ফার্ম হাউসসহ আরও অনেক জায়গায় রেকিং করেছে। এই ব্যক্তিরা সালমান খানকে AK-47 এবং অন্যান্য অস্ত্র দিয়ে গুলি করার নির্দেশ পেয়েছিলেন, পুলিশ অভিযুক্তদের মোবাইল ফোন থেকে বেশ কিছু ভিডিও উদ্ধার করেছে।প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা প্রকাশ করেছে যে অজয় কাশ্যপ এম-16, AK-47 এবং AK-92 সংগ্রহের জন্য পাকিস্তানে ডোগা নামে এক ব্যক্তির সাথে যোগাযোগ করেছিল।এর আগে, ১৪ এপ্রিল ভোর ৫টায় বান্দ্রায় সলমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলি চালানো হয়। দুটি বাইকে আসা হামলাকারীরা পাঁচ রাউন্ড গুলি চালায়। গুলি চালানোর সময় সালমান নিজ বাড়িতে ছিলেন। ঘটনার পর সালমানের বাড়ির বাইরে নিরাপত্তা বাড়ানো হয়।দুই দিন পর গুলি চালানোর অভিযুক্ত দুজনই ধরা পড়ে। খান লরেন্স বিষ্ণোই-গোল্ডি ব্রার গ্যাং থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন।
Related Posts
প্রয়াত চলচ্চিত্রকার উৎপলেন্দু চক্রবর্তী
প্রয়াত হলেন রাষ্ট্রপতি পুরস্কার ও বঙ্গবিভূষণ পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্রকার উৎপলেন্দু চক্রবর্তী। আজ, মঙ্গলবার সন্ধে ৫:৫০ মিনিটে পরলোকগমণ করেছেন। রেখে গেলেন তাঁর দুই কন্যা– চিত্রাঙ্গদা এবং ঋতাভরী চক্রবর্তীকে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। তবে গত ৩-৪ দিন ধরে তাঁর স্বাস্থ্যের অনেকটাই অবনতি ঘটে। এদিন তাঁর রিজেন্ট পার্কের বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন উৎপলেন্দু। […]
প্রয়াত হলিউডের বর্ষীয়ান অভিনেতা বার্নাড হিল
প্রয়াত হলিউডের বিখ্যাত বর্ষীয়ান অভিনেতা বার্নাড হিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। জানা যাচ্ছে, বাধ্যর্কজনিত অসুস্থতার কারণেই রবিবার বিকেল তাঁর মৃত্যু হয়। অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগত। এদিন মৃত্যুর খবর হিলের এজেন্ট লু কুলসন প্রকাশ্যে আনেন। তাঁর কেরিয়ারের অন্যতম বিখ্যাত চরিত্র ‘টাইচানিক’ ছবির ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ এবং ‘লর্ড অফ দ্য রিং’ ট্রিওলজি কিং থিওডেন।
পাকিস্তানি নায়িকা মাহিরার কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ সিং!
পাক নায়িকা মাহিরা খানের কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ। দুবাইয়ের কনসার্ট থেকে দাবানল গতিতে ভাইরাল ভিডিও। মাহিরা পাক নায়িকা হলেও গোটা বিশ্বে তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। শাহরুখ খানের সঙ্গে রাইস ছবিতে অভিনয় করে ভারতেও বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন। সম্প্রতি দুবাইতে কনসার্ট করতে গিয়েছিলেন অরিজিৎ। সেখানে উপস্থিত ছিলেন মাহিরাও। দর্শকাসনে বসেই অরিজিতের গান উপভোগ করছিলেন। […]