পর পর ফাটতে শুরু করল সাধারণ মানুষের কাছে থাকা একের পর এক পেজার হ্যান্ডসেটে৷ যার জেরে আহত হলেন ২৭৫০-র বেশি মানুষ৷ মৃত্যু হল অন্তত ৮ জনের৷ মঙ্গলবার এমনই রহস্যময় পেজার বিস্ফোরণের সাক্ষী থাকল গোটা লেবানন এবং সিরিয়ার একাংশ৷ এই বিস্ফোরণে মৃতদের মধ্যে রয়েছেন হিজবুল্লা জঙ্গি গোষ্ঠীর শীর্ষ নেতার এক ছেলে৷ এক হিজবুল্লা সদস্যের ১০ বছর বয়সি শিশুকন্যারও মৃত্যু হয়েছে এই বিস্ফোরণে৷ আহত হয়েছেন হিজবুল্লার আরও বহু সদস্য৷ ইরানের একটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, লেবাননে ইরানের রাষ্ট্রদূতও এই বিস্ফোরণে আহত হয়েছেন৷ প্রাথমিক ভাবে লেবাননের সংবাদমাধ্যমগুলি দাবি করছে, এই পেজার হ্যান্ডসেটগুলি সম্ভবত ইজরায়েলি গুপ্তচর সংস্থার পক্ষ থেকে হ্যাক করা হয়েছিল৷ যার ফলে পেজারগুলির ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে গিয়েই পর পর বিস্ফোরণ ঘটেছে৷ রহস্যজনক এই পেজার বিস্ফোরণের বিভিন্ন ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ সেখানে দেখা যাচ্ছে, রক্তাক্ত অবস্থায় মেঝেতে, রাস্তায় পড়ে কাতরাচ্ছেন মানুষ৷ একটি ভিডিওতে দেখা যাচ্ছে, আচমকাই একটি শপিং মলের মধ্যে কেনাকাটার সময় এক ব্যক্তির হাতে থাকা পেজারে বিস্ফোরণ ঘটছে৷ সঙ্গে সঙ্গে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন মানুষ৷
Related Posts
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা প্রত্যাহার করল মার্কিন যুক্তরাষ্ট্র
শেখ হাসিনার ভিসা প্রত্যাহার করল মার্কিন যুক্তরাষ্ট্র। এমনটাই খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে। ফলে আমেরিকায় আশ্রয় চাওয়ার কোনও সুযোগ আপাতত আর রইল না বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রীর কাছে। উল্লেখ্য, আমেরিকাতেই বর্তমানে বসবাস করেন শেখ হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ জয়। তিনি ভার্জিনিয়াতে থাকেন। তবে এখনই ছেলের কাছে যাওয়ার কোনও ভাবনাচিন্তা রয়েছে কি না, তা অবশ্য জানা যায়নি। এ […]
আজ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে না ভারত থেকে
সোমবার ৮ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বছরের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী থাকবেন অনেকে। এবার জেনে নিন, ঠিক কত ক্ষণ চলবে এই গ্রহণ। মেক্সিকো, হাওয়াই-সহ পলিনেশিয়া, উত্তর আমেরিকার অধিকাংশ জায়গা (আলাস্কা বাদ দিয়ে), মধ্য আমেরিকা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ডের মতো জায়গা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বিশ্ব। এদিন দুপুর বেলাতেই […]
মেক্সিকোর ভোটপ্রচারে মঞ্চ ভেঙে মৃত ১০, আহত ৫০
টপ্রচারে মঞ্চ ভেঙে বিপত্তি। মৃত্যু হল ১০ জনের। তারমধ্যে একজন শিশুও আছে। আহত ৫০-এর বেশি। মেক্সিকোয় ঘটেছে এই দুর্ঘটনা। মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে জর্জ আলভারেজ মেনেজের প্রচারসভা ছিল বুধবার। উত্তর মেক্সিকোর নুয়েভো লিয়নের সান পেদ্রো গার্জা গার্সিয়া নামক শহরে এই প্রচার করছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী মেনেজ। সিটিজেন্স মুভমেন্ট পার্টির এই প্রার্থী যখন প্রচার করছিলেন, তখন আচমকাই দমকা […]