আরও ২ প্রার্থীর নাম ঘোষণা বামেদের, ৩১ মার্চের মধ্যে বাকি তালিকা প্রকাশ

আগে তিন দফায় ২১টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল রাজ্য বামফ্রন্ট। লোকসভা নির্বাচনে আরও দুই প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট। শুক্রবার ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন আরামবাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিএমের বিপ্লবকুমার মৈত্র এবং ঝাড়গ্রাম থেকে সোনামনি টুডু। এই দুই প্রার্থীই নতুন বলে তিনি জানান। একইসঙ্গে তিনি বলেন, আগামী ৩১ মার্চের মধ্যেই বাকি সমস্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। প্রশ্ন উঠেছে সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করতে এত সময় লাগছে কেন? এর উত্তরে ফ্রন্টের তরফে জানানো হয়েছে বৃহত্তর মঞ্চ তৈরির চেষ্টা চলছে। বাকি আসনগুলি নিয়ে আলাপ আলোচনা চলছে। রাজ্যে লোকসভা নির্বাচনের সঙ্গে কয়েকটি আসনে উপনির্বাচন হতে চলেছে। বিজেপি এবং তৃণমূলের তরফে প্রার্থী ঘোষণা হলেও বামেরা এখনও প্রার্থী ঘোষণা করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!