প্রথম দফার ভোটগ্রহণে বিকেল গোটা দেশে ভোট পড়ল ৬০ শতাংশেরও কম৷ জাতীয় নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী, প্রথম দফায় ৯৭টি আসনে সন্ধে ৭টা পর্যন্ত ভোট পড়েছে ৬০.০৩ শতাংশ৷ এর মধ্যে পশ্চিমবঙ্গের তিনটি আসনে ভোট পড়েছে ৭৭.৫৭ শতাংশ৷ আবার বিহারে ভোট পড়েছে ৪৬.৩২ শতাংশ৷ এ দিন সকাল থেকেই ভোটদানের হার গোটা দেশেই বেশ কম ছিল৷ এর একটি কারণ অবশ্যই প্রবল গরম৷ কিন্তু এই কম ভোটদানের হার কোন শিবিরের চিন্তার কারণ হয়ে দাঁড়াবে, তা অবশ্য জানা যাবে আগামী ৪ জুন৷ ত্রিপুরার একটি আসনেই দেশের মধ্যে সর্বাধিক ভোট পড়েছে ৭৯ শতাংশের কিছু বেশি৷নির্বাচন কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ ছাড়াও ৭০ শতাংশের উপরে ভোট পড়েছে অসম, ত্রিপুরা, পুদুচেরির মতো রাজ্যে৷ বিহারের চারটি লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ৪৬.৩২ শতাংশ৷ উত্তর প্রদেশের ৮টি লোকসভা কেন্দ্রেও ভোটদানের হার ৫৭ শতাংশের কিছু বেশি৷ মধ্যপ্রদেশেও আজ ৬টি আসনে ভোটগ্রহণ হয় আজকে৷ বিজেপি শাসিত এই রাজ্যে ভোট পড়েছে ৬৩.২৫ শতাংশ৷ এ দিন তামিলনাড়ুর ৩৯টি লোকসভা কেন্দ্রেই ভোটগ্রহণ হয়৷ দক্ষিণের রাজ্যটিতে ভোটদানের হার ছিল ৬২.০৮ শতাংশ৷
Related Posts
মণিপুরে মুখ্যমন্ত্রীর বাংলোর কাছে বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড
মণিপুরে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের বাংলোর কাছেই এক বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার রাজধানী ইম্ফলে রাজ্যের সরকারি সচিবালয়ের কয়েক শো মিটার দূরত্বে থাকা এক বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আগুন লাগার খবর খেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। সরকারি সচিবালয় চত্বরে কীভাবে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ […]
দিল্লিতে বিমান ওড়ার ৫ মিনিট আগেই বাতিল ঘোষণা, বিক্ষোভ যাত্রীদের
বিমান ওড়ার ঠিক পাঁচ মিনিট আগে গোটা বিমানযাত্রাই বাতিল ঘোষণা করল বিমান সংস্থা। আর এই নিয়েই যাত্রীদের সঙ্গে তীব্র বাদানুবাদ শুরু হয় ওই বিমানসংস্থার কর্মীদের মধ্যে। শনিবার, নয়াদিল্লিতে স্পাইসজেটের একটি বিমানের উড়ান বাতিল ঘোষণাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়াল বিমানবন্দর চত্বরে। বাতিল বিমান, স্পাইসজেট এসজি ৪৯৫ দিল্লি থেকে বিহারের দ্বারভাঙা যাওয়ার কথা ছিল। কিন্তু, বিমান […]
‘মানুষ টিএমসির দুর্নীতিতে ক্লান্ত’, জলপাইগুড়ি সভার আগে বাংলায় টুইটবার্তা প্রধানমন্ত্রী মোদির
জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সম্প্রতি ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ বৃহস্পতিবার কোচবিহারের জনসভা থেকে এই প্রসঙ্গে কোনও কথা বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যা নিয়ে তাঁর সমালোচনা করতে ছাড়েনি রাজ্যের শাসকদল তৃণমূলও ৷ এসবের মধ্যেই আজ জলপাইগুড়িতে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী ৷ তার আগে বাংলায় টুইট করে জলপাইগুড়ির বাসিন্দাদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী ৷ শুধু প্রচারই নয়, শেষ […]