ভারতের পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। মঙ্গলবার নয়া সেনাপ্রধানের নাম ঘোষণা করে কেন্দ্র। ৩০ জুন থেকে ভারতের সেনাপ্রধান পদে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। ওইদিনই জেনারেল মনোজ পান্ডের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। লোকসভা নির্বাচনের কারণে বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডের কার্যকালের মেয়াদ এক মাস বাড়িয়ে দেওয়া হয়েছিল। ভোট মিটতেই পরবর্তী সেনাপ্রধানের নাম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। চলতি বছরে ১৫ ফেব্রুয়ারি লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভাইস চিফ অফ আর্মি স্টাফ অর্থাৎ সহকারী সেনা প্রধানের পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
Related Posts
আচমকা গণছুটিতে কর্মীরা, দেশজুড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের প্রায় একশো বিমান বাতিল
গণছুটিতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানকর্মীরা৷ যার জেরে গোটা দেশ জুড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বিমান সংস্থার পরিষেবা৷ গতকাল রাত থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে৷ যার জেরে এ দিন সকাল থেকে এখনও পর্যন্ত গোটা দেশে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের অন্তত ৮৬টি বিমান বাতিল করতে হয়েছে৷ ফলে প্রবল হয়রানির মুখে পড়েছেন হাজার হাজার যাত্রী৷ জানা গিয়েছে, সংস্থার নতুন চাকরির […]
দিল্লি এইমসে ভর্তি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
দিল্লি এইমস হাসপাতালে ভর্তি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পিঠে অসহ্য ব্যথার কারণেই তাঁকে দিল্লি এইমসে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার সকালে। তবে ৭৩ বছরের রাজনাথ আপাতত স্থিতিশীল বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। উদ্বেগের কোনও কারণ নেই বলে হাসপাতাল সূত্রের দাবি। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই পিঠের ব্যথায় কাবু ছিলেন রাজনাথ। লোকসভা নির্বাচনের সময় ভোটপ্রচারে অন্ধ্রপ্রদেশে থাকার সময়ও পিঠে যন্ত্রণা শুরু […]
দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী মারলেনা, ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের
দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী মারলেনা ৷ পরিষদীয় বৈঠকের পর নতুন মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর নাম ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। তাতে সম্মতি দিয়েছে আম আদমি পার্টির সদস্যরা ৷ মঙ্গলবার বিকেলে দিল্লির উপ-রাজ্যপাল ভিকে সাক্সেনার কাছে ইস্তফাপত্র দেবেন অরবিন্দ কেজরিওয়াল ৷ দিল্লি সরকারের শিক্ষা, জলের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব রয়েছে অতিশীর হাতে ৷ ১৩ সেপ্টেম্বর দিল্লি আবগারি […]