ভারতীয় সেনার প্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

ভারতের পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। মঙ্গলবার নয়া সেনাপ্রধানের নাম ঘোষণা করে কেন্দ্র। ৩০ জুন থেকে ভারতের সেনাপ্রধান পদে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। ওইদিনই জেনারেল মনোজ পান্ডের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। লোকসভা নির্বাচনের কারণে বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডের কার্যকালের মেয়াদ এক মাস বাড়িয়ে দেওয়া হয়েছিল। ভোট মিটতেই পরবর্তী সেনাপ্রধানের নাম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। চলতি বছরে ১৫ ফেব্রুয়ারি লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভাইস চিফ অফ আর্মি স্টাফ অর্থাৎ সহকারী সেনা প্রধানের পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

error: Content is protected !!