তেলেঙ্গানায় স্কুলের হস্টেলে খাবারের মধ্যে টিকটিকি, অসুস্থ ৩৫

হস্টেলের ব্রেকফাস্টে টিকটিকি! সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে অন্তত ৩৫ জন পড়ুয়া। এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়াল তেলেঙ্গানায়। ইতিমধ্যেই রাঁধুনি ও তাঁর সহকারীকে বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে হস্টেলের কেয়ারটেকার ও স্পেশাল অফিসারকে শো কজ করা হয়েছে। জানা গিয়েছে, রাজ্যের মেদক জেলার টি জি মডেল স্কুলের হস্টেলে এই ঘটনা ঘটেছে। পড়ুয়ারা সকালের খাবার খাওয়ার পরই আচমকা অসুস্থ হয়ে পড়ে। বমি ও ডায়রিয়ায় ভুগতে থাকে অনেকেই। দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রান্নার সময়ই খাবারের মধ্যে নাকি একটি টিকটিকি পড়ে যায়। পড়ুয়াদের এহেন অভিযোগ পাওয়ার পর হস্টেল কর্তৃপক্ষ খাবারের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছে। রিপোর্ট পেলেই জানা যাবে, খাবারটি বিষাক্ত ছিল কিনা। তদন্তকারী আধিকারিক তাঁর রিপোর্টেও সন্দেহ প্রকাশ করেছেন, সম্ভবত উপমা তৈরির সময়ই তাতে টিকটিকি পড়ে গিয়েছিল। একজন পড়ুয়া এই অভিযোগ প্রথম জানায়। স্বাভাবিক ভাবেই এমন এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অভিভাবকদের মধ্যেও। 

error: Content is protected !!