আজ দ্বিতীয় দফায় ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে ভোট গ্রহণ চলছে

১৮ তম লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে ভোটগ্রহণ চলছে। শেষ হবে সন্ধ্যা ৬টায়। ত্রিপুরায় সবচেয়ে বেশি ভোট পড়েছে ৩৬.৪২% এবং মহারাষ্ট্রে সর্বনিম্ন ১৮.৮৩%। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী বাংলার দুটি লোকসভা আসনে বালুরঘাট এবং রায়গঞ্জে মহিলাদের ভোট দিতে বাধা দিচ্ছে। বালুরঘাটে বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষও হয়। দ্বিতীয় দফায় লোকসভার স্পিকার ওম বিড়লা, ৫ জন কেন্দ্রীয় মন্ত্রী, ২ জন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ৩ জন ফিল্ম তারকা রয়েছেন। এছাড়া রাহুল গান্ধী, শশী থারুর ও হেমা মালিনীর আসনেও ভোট হচ্ছে। আউটার মণিপুরের কিছু অংশে আজ পুনঃভোট হচ্ছে। এ আসনে দুই দফায় নির্বাচনের ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের মতে, দ্বিতীয় ধাপে ১,১৯৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১ হাজার ৯৭ জন পুরুষ ও ১শ মহিলা প্রার্থী রয়েছেন। একজন প্রার্থী তৃতীয় লিঙ্গের। এর আগে ১৯ এপ্রিল প্রথম দফায় ১০২টি আসনে ভোট হয়।

error: Content is protected !!