১৮ তম লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে ভোটগ্রহণ চলছে। শেষ হবে সন্ধ্যা ৬টায়। ত্রিপুরায় সবচেয়ে বেশি ভোট পড়েছে ৩৬.৪২% এবং মহারাষ্ট্রে সর্বনিম্ন ১৮.৮৩%। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী বাংলার দুটি লোকসভা আসনে বালুরঘাট এবং রায়গঞ্জে মহিলাদের ভোট দিতে বাধা দিচ্ছে। বালুরঘাটে বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষও হয়। দ্বিতীয় দফায় লোকসভার স্পিকার ওম বিড়লা, ৫ জন কেন্দ্রীয় মন্ত্রী, ২ জন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ৩ জন ফিল্ম তারকা রয়েছেন। এছাড়া রাহুল গান্ধী, শশী থারুর ও হেমা মালিনীর আসনেও ভোট হচ্ছে। আউটার মণিপুরের কিছু অংশে আজ পুনঃভোট হচ্ছে। এ আসনে দুই দফায় নির্বাচনের ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের মতে, দ্বিতীয় ধাপে ১,১৯৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১ হাজার ৯৭ জন পুরুষ ও ১শ মহিলা প্রার্থী রয়েছেন। একজন প্রার্থী তৃতীয় লিঙ্গের। এর আগে ১৯ এপ্রিল প্রথম দফায় ১০২টি আসনে ভোট হয়।
Related Posts
এটা এক্সিট পোল নয়, মোদির মিডিয়া পোল: রাহুল
টিভি চ্যানেলে দেখানো সংখ্যা নয়, মানুষের সমর্থনের আশাতেই এখনও আত্মবিশ্বাসী মহাজোট ‘ইন্ডিয়া’। তাদের বিশ্বাস, বিরোধী দলের কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্যই এই এক্সিট পোল ‘সাজিয়েছে’ বিজেপি। আর এই বিশ্বাস কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল-প্রত্যেকের। রীতিমতো ব্যঙ্গের সুরে সেই প্রত্যয়েই সিলমোহর দিয়েছেন রাহুল গান্ধী। রবিবার এই ইস্যুতে তাঁর বক্তব্য, ‘এটা এক্সিট পোল নয়। মোদি মিডিয়া পোল। কল্পিত […]
উত্তরপ্রদেশের লখনউয়ে জুনিয়র ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে ধর্ষণ, পলাতক অভিযুক্ত সিনিয়র ছাত্র
জুনিয়র ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে হাত, পা-বেঁধে ধর্ষণ করে বিশ্ববিদ্যালয়ের ওই সিনিয়র ছাত্র ৷ ডক্টর ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ওই ছাত্রীকে তারপর অর্ধনগ্ন অবস্থায় গাড়ি থেকে রাস্তায় ফেলে দেয় অভিযুক্ত ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের লখনউয়ের ৷ শনিবার সিকান্দ্রা এলাকার রাস্তায় ওই ছাত্রীকে জোর করে তোলা হয় ৷ এরপর তাঁকে হাত ধরে টেনে জোর করে গাড়িতে […]
‘চিটিং করে অলিম্পিক্সে গিয়েছিলেন, বেশ হয়েছে, ভগবান শাস্তি দিয়েছে’, কংগ্রেসের টিকিট পেতেই ভিনেশকে আক্রমণ বিজেপি নেতা ব্রিজভূষণের
ভিনেশ ফোগতের কংগ্রেসে যোগদান এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনে তাঁর টিকিট পাওয়া নিয়ে কটাক্ষ করে অভিযোগ তুললেন ব্রিজভূষণ শরণ সিং। কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণের মন্তব্য, ‘চিটিং করে খেলতে চেয়েছিল। বেশ হয়েছে! ভগবান ওকে শাস্তি দিয়েছে।’ কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধেই যৌন হেনস্থার অভিযোগ তুলে পথে নেমেছিলেন ভিনেশ ফোগত, বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। […]