লোকসভা ভোটের আবহে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ থেকে উদ্ধার করা হল গয়না, মাদক, নগদ মিলিয়ে কয়েক কোটি টাকা। আদর্শ আচরণ বিধি চালু হওয়ার পর বিভিন্ন রাজ্যে নজরদারি বাড়ানো হয়েছে। সেই নজরদারির সময় তল্লাশি চালিয়ে মধ্যপ্রদেশ থেকে উদ্ধার হয়েছে সব মিলিয়ে প্রায় ৬৩ কোটি টাকা। সব কিছুই বাজেয়াপ্ত করেছে পুলিশ বলে জানা গেছে।সূত্রের খবর, এই ঘটনায় রায়পুরের বাসিন্দা হেমন্ত কেসারাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ছত্তিশগড় গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (সিজিএসটি) এবং কেন্দ্রীয় আবগারি দফতরের আধিকারিকরা তাকে গ্রেপ্তার করেন।তল্লাশি চলাকালীন জানা যায়, ওই ব্যক্তি ১৩ টি জাল সংস্থার নেটওয়ার্ক পরিচালনা করতেন। সমস্ত জাল সংস্থার জিএসটি রিটার্ন একই আইপি ঠিকানা থেকে পাওয়া গেছে। বেআইনি পাচারের সঙ্গেও জড়িত ছিলেন। তল্লাশির সময় ওই ব্যক্তির কাছ থেকে গয়না, মাদক, নগদ মিলিয়ে প্রায় ৬৩ কোটি টাকার জিনিস উদ্ধার হয়েছে।নগদ উদ্ধার হয়েছে ৬ কোটি ৫৮ লক্ষ ৫৩ হাজার টাকা। এ ছাড়াও সোনা বাজেয়াপ্ত করা হয়েছে ১৪ কোটি ৩৪ লক্ষ ৩৫ হাজার টাকার। প্রায় ৩০০ কেজি মাদক বাজেয়াপ্ত করা হয়েছে তল্লাশি অভিযানে। যার বর্তমান বাজারদর প্রায় ৪ কোটি টাকার মতো। এ ছাড়াও উদ্ধার হয়েছে ২০০ কেজির মতো মূল্যবান ধাতু। বাজেয়াপ্ত করা হয়েছে ২১ কোটি টাকার রেডিমেড পোশাক।এছাড়াও তল্লাশির সময় প্রচুর পরিমাণে আধার এবং প্যান কার্ড, ছবি, স্বাক্ষরিত চেক বই এবং মোবাইল ফোন এবং অপরাধমূলক নথি উদ্ধার করা হয়েছে। হেমন্ত কেসারার বিরুদ্ধে সিজিএসটি আইন, ২০১৭ –এর অধীনে মামলা রজু করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।প্রসঙ্গত, আগামী ১৯ এপ্রিল থেকে ভোট শুরু হচ্ছে মধ্যপ্রদেশে।
Related Posts
গুজরাতের রাজকোটে বিধ্বংসী অগ্নিকাণ্ড, গেমিং জোনে জীবন্ত দগ্ধ হয়ে মৃত ২৫
বিধ্বংসী অগ্নিকাণ্ড গুজরাতের রাজকোট শহরে। শনিবার সন্ধেবেলা জনপ্রিয় টিআরপি গেমিং জোনে দাউদাউ করে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ভিতরে বেশ কয়েক জনের আটকে থাকার সম্ভাবনা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সি প্যাটেলের। রাজকোটের পুলিশ কমিশনার […]
আগামী ১৫ এপ্রিল কেজরিওয়ালের মামলার শুনানি সুপ্রিমকোর্টে
আবগারি মামলায় ধৃত অরবিন্দ কেজরিওয়ালের আবেদন আগামী সোমবার শুনতে পারে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চেই দিল্লির মুখ্যমন্ত্রীর মামলার শুনানি হতে পারে। উল্লেখ্য, ইডির গ্রেফতারি বেআইনি, এমন দাবি করে দিল্লি হাই কোর্টে মামলা করেছিলেন কেজরী। কিন্তু হাই কোর্ট জানিয়ে দিয়েছিল, ইডির গ্রেফতারি বেআইনি নয়। উচ্চ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম […]
টানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, একাধিক এলাকায় ধস, যোগাযোগ বিচ্ছিন্ন, মৃত ৬, আটকে বহু পর্যটক
একনাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমের জনজীবন। লাগাতার বৃষ্টির জেরে একের পর এক ধস নামছে। মংগন এলাকায় হড়পা বানে পাঁচ জনের ভেসে যাওয়ার খবর মিলেছিল। ধসের জেরে একের পর এক বাড়ি ঘসে যাওয়ার মাটি চাপা পড়ে ছয়জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন কমপক্ষে ২৫ জন। ধস নেমে, সেতু ভেঙে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছে যে লাচুং, লাচেন-সহ সিকিমের বহু […]