মধ্যপ্রদেশের কাটনি থেকে এবার একটি ভিডিও সামনে এল। যেখানে জিআরপি আধিকারিক এক দলিত মহিলাকে মারধর করছেন বলে দেখা যায়। ওই মহিলার সঙ্গে তাঁর কিশোর নাতিকেও জিআরপি আধিকারিক মারধর করেন। ভিডিয়োতে (Video) যা উঠে আসতেই, তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য। কেন বা কী কারণে ওই দলিত মহিলা এবং তাঁর নাতিকে লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করা হল, তা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, মধ্যপ্রদেশের কাটনি থেকে যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে, তা ১০ মাস আগের। তবে সেই সময় তা নজর এড়িয়ে যায়। কী কারণে ওই মহিলাকে মারধর করা হল, সে বিষয়ে শুরু হয়েছে তদন্ত। কাটনির ঘটনার পর ওই দলিত মহিলা জানান, তাঁকে এবং নাতিকে ধরে নিয়ে যাওয়া হয় কোনও এক আধিকারিকের নির্দেশে। এরপর তাঁকে মারধর করা হয় প্রায় সারা রাত জুড়ে। তাঁর ছেলের কথা জানতে চান জিআপরি আধিকারিকরা। ছেলে কোথায়, তা জানেন না বলতেই ফের মারধর শুরু হয়। তাঁর নাতিকেও ছাড়া হয়নি। রাতভর তাঁকে আটকে রেখে মারধর করলে, তিনি জল পিপাসায় ছটফট করেন। জল চাইলে, তাঁকে ফের মারধর করা হয় বলে অভিযোগ করেন ওই মহিলা। মারধর জেরে দলিত মহিলা ৫দিন হাসপাতালে ভর্তি ছিলেন।
Related Posts
দিল্লি মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি
পূর্ব দিল্লির লক্ষ্মী নগর মেট্রো স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন 55 বছর বয়সী দিনেশ সিং। বলা হচ্ছে যে দীনেশ সিং ক্যান্সারে আক্রান্ত এবং কয়েক মাস ধরে বিষণ্নতায় ভুগছিলেন। দীনেশ সিং লক্ষ্মী নগরের বাসিন্দা এবং বেড়াতে যাওয়ার অজুহাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর তিনি লক্ষ্মী নগর মেট্রো স্টেশনে পৌঁছান, যেখানে তিনি মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে […]
রায়বরেলিতে রেকর্ড, ৪ লক্ষ ভোটে জয়ী রাহুল গান্ধী
রায়বরেলিতে রেকর্ড ৪ লাখ ভোটে জয়ী রাহুল গান্ধী। টপকে গেলেন ২০১৯-এ রায়বরেলিতে মা সোনিয়া গান্ধীর জয়ের মার্জিনও। বিজেপির দীনেশ প্রতাপ সিংকে হারিয়ে জয়ী হলেন রাহুল। উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার সদস্য দীনেশ প্রতাপ সিং। রায়বরেলির পাশাপাশি কেরলের ওয়ানাড় আসনটিও জিতে নিয়েছেন রাহুল। ফলে একদা ‘পাপ্পু’ বলে কটাক্ষের শিকার হওয়া রাহুলের মুকুটে এখন জয়ীর জোড়া পালক। […]
ট্রেনে বসার জায়গা নিয়ে বচসা, রেলপুলিশের মারে পেট ফেটে বেরিয়ে গেল যুবকের নাড়িভুঁড়ি! ভাইরাল ভিডিও
নৃশংস ঘটনার সাক্ষী বিহারের জনকপুর রোড রেল স্টেশনে। ট্রেনে বসার জায়গা নিয়ে বচসার জেরে রেল পুলিশ যুবকের পেটে একের পর এক লাঠির বাড়ি পড়তেই পেট ফেটে বেরিয়ে এল নাড়িভুঁড়ি। চারিদিক ভেসে যায় রক্তে। এমন ঘটনায় স্তম্ভিত যাত্রীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মুম্বইগামী কর্মভূমি এক্সপ্রেস ধরতে গিয়েছিলেন মহম্মদ ফুকরান নামের এক যুবক। সেখানেই এমন ভয়ংকর কান্ড। বিহারের […]