মধ্যপ্রদেশে রাতভর দরজা আটকে দলিত মহিলাকে মারধর করল রেল পুলিশ, ভাইরাল ভিডিও

মধ্যপ্রদেশের কাটনি থেকে এবার একটি ভিডিও সামনে এল। যেখানে জিআরপি আধিকারিক এক দলিত মহিলাকে মারধর করছেন বলে দেখা যায়। ওই মহিলার সঙ্গে তাঁর কিশোর নাতিকেও জিআরপি আধিকারিক মারধর করেন। ভিডিয়োতে (Video)  যা উঠে আসতেই, তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য। কেন বা কী কারণে ওই দলিত মহিলা এবং তাঁর নাতিকে লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করা হল, তা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, মধ্যপ্রদেশের কাটনি থেকে যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে, তা ১০ মাস আগের। তবে সেই সময় তা নজর এড়িয়ে যায়। কী কারণে ওই মহিলাকে মারধর করা হল, সে বিষয়ে শুরু হয়েছে তদন্ত। কাটনির ঘটনার পর ওই দলিত মহিলা জানান, তাঁকে এবং নাতিকে ধরে নিয়ে যাওয়া হয় কোনও এক আধিকারিকের নির্দেশে। এরপর তাঁকে মারধর করা হয় প্রায় সারা রাত জুড়ে। তাঁর ছেলের কথা জানতে চান জিআপরি আধিকারিকরা। ছেলে কোথায়, তা জানেন না বলতেই ফের মারধর শুরু হয়। তাঁর নাতিকেও ছাড়া হয়নি। রাতভর তাঁকে আটকে রেখে মারধর করলে, তিনি জল পিপাসায় ছটফট করেন। জল চাইলে, তাঁকে ফের মারধর করা হয় বলে অভিযোগ করেন ওই মহিলা। মারধর জেরে দলিত মহিলা ৫দিন হাসপাতালে ভর্তি ছিলেন।

error: Content is protected !!