উত্তরপ্রদেশ ৮০টি আসন ৷ তারপরেই মহারাষ্ট্রের ৪৮৷ জাতীয় রাজনীতি বিজেপির ‘৪০০ পাড়ের’ স্বপ্নপূরণে তাই মহারাষ্ট্রের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কিন্তু, লোকসভা নির্বাচনে বোধহয় উদ্ধব ঠাকরেদের ‘বিশ্বাসঘাতকতা’র বদলা নিল মহারাষ্ট্রবাসীরা৷ শুধুমাত্র ভাল ফলাফলই নয়, বিজেপির চেয়ে এগিয়ে গেল ইন্ডিয়া জোট৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, মহারাষ্ট্রের ৪৮ আসনের মধ্যে উদ্ধব ঠাকরের শিবসেনা-এনসিপির ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ৩১টি আসনে৷ শিণ্ডের শিবসেনা আর বিজেপির এনডিএ ১৬টিতে৷ অন্যান্য এগিয়ে ১টিতে৷ গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এগিয়ে রয়েছেন মুম্বই নর্থ আসন থেকে৷ এনসিপি প্রধান শরদ পওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে এগিয়ে রয়েছেন বারামতি কেন্দ্র থেকে৷ তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের স্ত্রী সুনেত্রা৷ বারামতী থেকে পিছেয়ে রয়েছেন তিনি৷ কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি এগিয়ে রয়েছেন নাগপুর কেন্দ্র থেকে৷ বিড লোকসভা কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন বিজেপির পঙ্কজা মুণ্ডে৷ উদ্ধবপন্থী সেনার একনিষ্ঠ কর্মী সঞ্জয় রাউত ট্রেন্ডের প্রেক্ষিতে বলেন, ‘‘মহা বিকাশ আগাড়ি জোটই (উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি) এবং শরদ পওযারের এনসিপি) জিতবে মহারাষ্ট্রে৷ দেশজুড়ে ইন্ডিয়া জোট জিতবে ২৯৫টি আসনে৷’। ২০১৪-র লোকসভা নির্বাচন হোক কী ২০১৯-এর মহারাষ্ট্র নিয়ে বিশেষ চিন্তায় ছিল না বিজেপি৷ কারণ, বালাসাহেব ঠাকরের উত্তরসূরী উদ্ধব ঠাকরের হাত ছিল তাদের সঙ্গে৷ কিন্তু, ২০১৯ এবং ২০২৪ এর মাঝখানে অনেক কিছু ঘটে গেছে মহারাষ্ট্রের রাজনীতিতে৷ ভেঙে দু’টুকরো হয়েছে উদ্ধবের শিবসেনা, হয়েছে শরদ পওয়ারের এনসিপি-ও৷ উদ্ধব ঠাকরে হারিয়েছে দলের নাম এবং চিহ্ন৷ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে তাঁকে উৎখাত করেছেন একনাথ শিণ্ডে৷ অন্যদিকে, কাকা-ভাইপোর মধ্যে উষ্মাকে ধুনো দিয়ে এনসিপিতে-ও ভাঙন ধরিয়েছে গেরুয়া শিবির৷ তা সত্ত্বেও, রাজনীতির কারবারিরা আন্দাজ করছিলেন, উনিশের মতো ৪৮টি আসনের মধ্যে ৪২টাই দখল করা ততটা সহজ হবে না নয় বিজেপি জোটের জন্য৷ বরং, মাটি কামড়ে, এক ইঞ্চি জমির জন্য জান লড়িয়ে দেবে উদ্ধব-পওয়াররা৷ বাস্তবে হয়েছেও তা-ই৷ তার উপরে নির্বাচিত সরকার ‘ষড়যন্ত্র’করে ফেলে দেওয়ার অভিযোগ তুলেছিল উদ্ধবের শিবসেনা, এনসিপি৷ তাদের সেই ‘বিশ্বাসঘাতকতা’ শিকার হওয়ার প্রচারও কাজে এসেছে বলে মনে করছেন রাজনীতির কারবারিদের একাংশ৷
Related Posts
ঝাড়খণ্ডে পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষায় দৌড়তে গিয়ে ১১ পরীক্ষার্থীর মৃত্যু
ঝাড়খণ্ডে পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষায় দৌড়তে গিয়ে পরপর পরীক্ষার্থীর মৃত্যু। রবিবার পর্যন্ত রাজ্যে ১১ জন পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ। ২২ আগস্ট থেকে কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা শুরু হয়েছে ঝাড়খণ্ডে। শনিবার রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা নেওয়া হয়েছিল ৭টি কেন্দ্রে। রাঁচি, গিরিডি, হাজারিবাগ, পালামু, পূর্ব সিংভূম, এবং […]
যোগী-কেশবের সংঘাত জল্পনার মাঝেই অবশেষে বিজেপির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদি!
লোকসভা ভোট ২০২৪ সালে বিজেপি উত্তর প্রদেশ সহ বহু রাজ্য়েই বড় ধাক্কা খেয়েছে। এদিকে, ভোট পরবর্তী সময়ে রাজনৈতিক অলিন্দে ঘোরাফেরা করছে একটি গুঞ্জন। উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্যর মধ্যে সংঘাত রয়েছে কি? এই প্রশ্ন তুলে বিস্তর জল্পনা উঠে আসছে। সেই জল্পনার মাঝেই দিল্লিতে, সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন […]
মধ্যপ্রদেশে রাতভর দরজা আটকে দলিত মহিলাকে মারধর করল রেল পুলিশ, ভাইরাল ভিডিও
মধ্যপ্রদেশের কাটনি থেকে এবার একটি ভিডিও সামনে এল। যেখানে জিআরপি আধিকারিক এক দলিত মহিলাকে মারধর করছেন বলে দেখা যায়। ওই মহিলার সঙ্গে তাঁর কিশোর নাতিকেও জিআরপি আধিকারিক মারধর করেন। ভিডিয়োতে (Video) যা উঠে আসতেই, তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য। কেন বা কী কারণে ওই দলিত মহিলা এবং তাঁর নাতিকে লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করা হল, তা নিয়ে তদন্তের […]