লোকসভা নির্বাচনের পর টলিপাড়ায় একাধিক ছবির মুক্তির কথা শোনা যাচ্ছে। এর মধ্যে বেশ কিছু ছবির মুক্তির দিন আগেই ঘোষণা করা হয়েছিল। যেমন, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘আমার বস’। ঘোষণা করা হয়েছিল, ছবিটি আগামী ২১ জুন মুক্তি পাবে। কিন্তু এখন টলিপাড়ার অন্দরে গুঞ্জন, ছবিটির মুক্তি নাকি পিছিয়ে যাচ্ছে। ২১ বছর পর আবার এই ছবির মাধ্যমে বাংলা ছবিতে প্রত্যাবর্তন করছেন রাখি গুলজার। তাই ছবিটি নিয়ে শুরু থেকেই দর্শকের কৌতূহল ছিল। ঘোষণার পরেও নির্মাতারা ছবি মুক্তি পিছিয়ে দেওয়ার কথা কেন ভাবছেন? খোঁজ নিতে গিয়ে বিভিন্ন তথ্য উঠে আসছে। যেমন, এই মুহূর্তে নন্দিতা-শিবপ্রসাদ প্রয়োজিত ‘দাবাড়ু’ ছবিটি প্রেক্ষাগৃহে চলছে। ছবিটি দর্শকের মন জয় করছে। এমতাবস্থায় নতুন ছবি নিয়ে আসতে চাইছেন না নির্মাতারা। রাখির প্রত্যাবর্তন বাংলা ছবির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই নির্মাতারা যে এই ছবি সঠিক সময়ে এবং যথাযথ প্রচারের পরেই রিলিজ় করবেন, তা অনুমান করা যায়। তাই অল্প সময়ে তাঁরা ঝুঁকি নিতে চাইছেন না বলেই খবর। শিবপ্রসাদ বললেন, ‘‘আমার অ্যাক্সিডেন্টের জন্য অনেক কিছুই পিছিয়ে গিয়েছে। ‘বহুরূপী’র শুটিং নির্ধারিত সময়ের প্রায় দেড় মাস পরে আমরা শেষ করেছি। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। খুব তাড়াতাড়ি আমরা কিছু ঘোষণা করব।’’ চলতি বছর পুজোয় নন্দিতা-শিবপ্রসাদ জুটি নিয়ে আসবেন ‘বহুরূপী’। তাই ‘আমার বস’ কবে মুক্তি পাবে, তা জানার অপেক্ষা।
Related Posts
সোনাক্ষীর বিয়ের একদিনের মাথাতেই অসুস্থ শত্রুঘ্ন সিনহা
মেয়ে সোনাক্ষীর বিয়ে মিটতে না মিটতেই অসুস্থ শত্রুঘ্ন সিনহা, মুম্বইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান বলি-অভিনেতা। সোনাক্ষীর কাকা পেহলাজ নিহালানি শত্রুঘ্ন সিনহার হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, ” শত্রুজি হাসপাতালে ভর্তি। তবে বর্তমানে ভাল আছেন। আশা করা যাচ্ছে আগামিকাল সন্ধের মধ্যেই তিনি বাড়ি ফিরে আসবেন।” সূত্র মারফত জানা যাচ্ছে, রুটিন চেক-আপের জন্যই নাকি […]
‘সরফিরা’-র স্পেশ্যাল স্ক্রিনিংয়ে খোশমেজাজে পাওয়া গেল অক্ষয় কুমারকে
হাতে আর মাত্র দু-দিন। আগামী শুক্রবার বক্স অফিসে মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার অভিনীত ‘সরফিরা’, তার আগে মুম্বইয়ে ছবির স্পেশ্যাল স্ক্রিনিংয়ে খোশমেজাজে পাওয়া গেল খিলাড়ি কুমারকে। মঙ্গলবার রাতে ছবির এই বিশেষ প্রদর্শনীতে আক্কি ছাড়াও উপস্থিত ছিলেন সূর্য, জ্যোতিকা এবং রাধিকা মদন। সেখানে পোজ দিল ‘সরফিরা’ টিম। অনুষ্ঠানে অক্ষয়ের পরনে ছিল কালো স্লিভলেস ভেস্ট, ছাই রঙা […]
‘কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না’, সাফ জানিয়ে দিলেন সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্তের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছিলই। সেই জল্পনা উড়িয়ে দিয়েছে অভিনেতা নিজেই। এক্স হ্যান্ডেল পোস্টের মাধ্যমে জল্পনার অবসান ঘটালেন অভিনেতা নিজেই। সঞ্জয় দত্ত নিশ্চিত করেছেন যে তাঁর কোনও রাজনৈতিক দলে যোগদান বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা নেই। তিনি জোর দিয়ে বলেন, রাজনীতিতে নামলে তিনি নিজেই ঘোষণা দেবেন। অভিনেতা পোস্টে লেখেন, ‘আমার রাজনীতির ময়দানে […]