ধর্ষণ করলেই ফাঁসির সাজা হবে৷ এই মর্মে আইন করতে বিধানসভায় বিল আনছে রাজ্য সরকার৷ আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন ডেকে দশ দিনের মধ্যে এই বিল পাস করা হবে বলে এ দিন মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘খুনি, অত্যাচারী, ধর্ষণকারীকে কেন ছাড়া হবে? আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিলাম। সতর্ক করলাম। ন্যায় সংহিতা একটা আইন করলেন। আমাদের হাতে আইনের ক্ষমতা নেই। থাকলে সাত দিনে ফাঁসি করতাম। এই একটা কাজ করলেই সব ঠান্ডা হয়ে যাবে।’ এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী সপ্তাহে বিধানসভা অধিবেশন ডাকা হচ্ছে। ফাঁসির সাজা চাই এই আইন করে, রাজ্যপালের কাছে পাঠাব। রাজা বাবু কিছু না করলে মেয়েরা বসে থাকবে রাজভবনে ঘন্টার পর ঘন্টা। রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে বসে থাকলে হবে না।’ আরজি কর কাণ্ডের তদন্তের আসল অভিমুখ বিজেপি ঘুরিয়ে দিতে চাইছে বলেও এ দিন অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী৷ মামলা হাতে নেওয়ার পর প্রায় ১৬ দিন কেটে গেলেও কেন সিবিআই কাউকে গ্রেফতার করতে পারল না, সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী৷ গতকালের নবান্ন অভিযানের নেপথ্যে আসলে কারা ছিলেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি৷ পাশাপাশি, মমতা হুঁশিয়ারি দিয়েছেন, বাংলার উপরে কোনও অত্যাচার হলে তিনি মেনে নেবেন না৷ মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন, গতকালের নবান্ন অভিযানে যাতে প্রাণহানির ঘটনা ঘটে, সেই ছক কষা হয়েছিল৷ কিন্তু পুলিশ সংযত থাকায় সেই পরিকল্পনা সফল হয়নি৷
Related Posts
শান্তিপূর্ণ মিছিলে অস্ত্র নিয়ে ঢুকে অশান্তির আশঙ্কা! সল্টলেক স্টেডিয়াম চত্বরে বিকেল ৪টে থেকে রাত ১২টা পর্যন্ত ১৬৩ ধারা জারি করল পুলিশ
সল্টলেক স্টেডিয়াম চত্বরে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা (ভারতীয় ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারার সমতুল) জারি করল বিধাননগর পুলিশ কমিশনারেট। রবিবার বিকেলে একটি সাংবাদিক বৈঠক করে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিধাননগর ডিসি অনীশ সরকার জানান, রবিবার বিকেল ৪টে থেকে রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছে। স্টেডিয়ামের বাইরে রবিবার বিকেল ৫টা থেকে আরজি […]
হাইকোর্টের অনুমতি নিয়ে রাজভবনের সামনে ধরনায় বঙ্গ বিজেপি
কলকাতা হাইকোর্ট ২ সপ্তাহ আগেই শর্তসাপেক্ষ অনুমতি দিয়েছিল। সেই অনুমতি পেতেই লোকসভা ভোট পরবর্তী হিংসার অভিযোগে রবিবার রাজভবনের সামনে ধর্নায় বসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে মঞ্চে রয়েছেন তাপস রায়, রুদ্রনীল ঘোষ, অসীম সরকার, কৌস্তভ বাগচীরা। রবিবার সকাল ১০টায় ধর্নামঞ্চে উপস্থিত হন শুভেন্দু। আজকের ধর্নায় উপস্থিত রয়েছেন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তরাও। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী […]
দিল্লিতে তৃণমূল সাংসদদের আটক করে টেনেহিঁচড়ে বাসে তুলল পুলিশ, প্রতিবাদে কলকাতায় রাজভবনে অভিষেক
দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে ধরনা থেকে তৃণমূল সাংসদদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যান তুলে নিয়েছে পুলিশ। কেন্দ্রীয় এজেন্সিগুলির অবপ্যবহারে অভিযোগ তুলে আজই কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক সাংসদ। কমিশনের সঙ্গে দেখা করার পর তারা কমিশনের সামনে ধরনায় বসে পড়েন। তার পরেই তাদের জোর করে তুলে দেওয়া হয়। মারধরের অভিযোগ করেন শান্তনু সেন। […]