ইন্ডিয়া জোটের সরকারই যে ক্ষমতায় আসছে, আগেই সেই দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো৷ এবার মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন, ইন্ডিয়া জোট সরকার ক্ষমতায় এলেই ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে অত্যাচার বন্ধ করে দেবেন তিনি৷ এ দিন আরামবাগের কামারপুকুরের সভা থেকে এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ চতুর্থ দফার ভোটের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জনসভায় জোরের সঙ্গে দাবি করছেন, ইন্ডিয়া জোটের সরকারই দিল্লিতে ক্ষমতায় আসছে৷ তৃণমূলও যে ইন্ডিয়া জোট সরকারকে সমর্থন করবে, সেকথাও জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে যথারীতি এ রাজ্যের কংগ্রেস এবং সিপিআইএম নেতৃত্বকে গুরুত্বই দিতে চাননি তৃণমূল সুপ্রিমো ৷ এ দিন কামারপুকুরের সভা থেকেও মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় কোনও জোট নেই।কংগ্রেস-সিপিআইএমের মহাঘোঁট আছে। ইন্ডিয়াটা আমার দেওয়া নাম। যার জন্য মোদিবাবু ইন্ডিয়া নামটা সংবিধান থেকে তুলে দিলেন। আমি বলে দিচ্ছি, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে। ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে ইডি- সিবিআইয়ের অত্যাচার তুলে দেব। যদি দিল্লিতে আমাদের সরকার ক্ষমতায় আসে।’
Related Posts
মমতাবালার উপর ‘হামলা’! তালা ভেঙে বড়মার ঘর দখল করার অভিযোগ বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু বিরুদ্ধে
রবিবার সন্ধ্যায় ফের উত্তপ্ত হল ঠাকুরবাড়ি। মতুয়া ঠাকুরবাড়িতে তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতাবালা ঠাকুরের উপর হামলার অভিযোগ উঠল লোকসভা ভোটে বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাপ ছড়াল উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। রয়েছেন শান্তনুর নিরাপত্তারক্ষীরাও। একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে একটি কোল্যাপসিবল গেটের তালা ভাঙতে দেখা গিয়েছে শান্তনুকে। […]
প্রথম দফায় সব বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী
আগামী ১৯ এপ্রিল ভোট রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এই তিন আসনে শান্তিপূর্ণ ভোট করানটাই বড় চ্যালেঞ্জ কমিশনের কাছে। তবে রাজ্যে প্রথম দফায় সব বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। বিশেষ পর্যবেক্ষকের বৈঠকে সিদ্ধান্ত। এখনও পর্যন্ত ১৭৭ কোম্পানি রয়েছে রাজ্যে। আরও ১০০ কোম্পানি বাহিনী সম্ভবত পরের সপ্তাহেই চলে আসবে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের ভোট হবে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতেই। সমস্ত বুথের […]
মন্তেশ্বরে দিলীপ ঘোষের গাড়ি আটকে তুমুল বিক্ষোভ, নিরাপত্তারক্ষীর মারে কপাল ফাটে তৃণমূল কর্মীর
পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে ধুন্ধুমার । বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে তুমুল বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। প্রার্থীর নিরাপত্তারক্ষীর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। দিলীপ ঘোষকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূলকর্মীরা। দিলীপের গাড়ির সামনে শুয়ে পড়তে দেখা যায় এক তৃণমূলকর্মীকে। নিমেষে এলাকা রণক্ষেত্রের আকার নেয়। বেলা বাড়তেই ক্রমশ উত্তপ্ত হয় বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের […]