ঈদের সকালে রেড রোডে থেকে CAA-NRC নিয়ে বিজেপিকে তোপ  মুখ্যমন্ত্রীর, দিলেন সবাইকে একজোট হয়ে থাকার বার্তা

ইদের দিন সকালে কলকাতার রেড রোডে নমাজের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।। ভোটের আবহে রেড রোড থেকেই কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন বন্দ্যোপাধ্যায়। উপস্থিত জনতাকে ইদের শুভেচ্ছা জানিয়ে ফের সিএএ, এনআরসি ইস্যুতে বিরোধিতার সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, জানালেন রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) তিনি মানবেন না। মঞ্চ থেকে তাঁর ভোট-বার্তা, “বাংলায় আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি। একটা ভোটও অন্য কাউকে দেবেন না।” আপনাদের নিরাপত্তা দেওয়াই লক্ষ্য আমার। সিএএ মাছের মাথা হলে, এনআরসি ল্যাজা। এককাট্টা থাকলে কেউ আলাদা করতে পারবে না, মনে রাখবেন।” ভোটের সময় ইডি, সিবিআইয়ের পদক্ষেপ নিয়েও কেন্দ্রকে তীব্র কটাক্ষ করেন তিনি। তাঁর কথায়, “একটা চকোলেট বম্ব ফাটলেও এনআইএ পাঠিয়ে দিচ্ছে। এদের লক্ষ্য, সবাইকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দেওয়া। শুনে রাখুন, আমরা এজেন্সিকে ভয় পাই না। বাংলায় একটা ভোটও তৃণমূল ছাড়া অন্য দলকে দেবেন না।” মুখ্যমন্ত্রী এদিন তোপ দাগেন, “বেছে বেছে মুসলিম নেতাদের ফোন করছে। বলছে কী চাই? ভোটের সময় বেছে বেছে নেতাদের ফোন করা হচ্ছে। ডি-সিবিআইয়ের ভয় দেখাচ্ছে বিজেপি। সবাইকে ইডি-সিবিআই দিয়ে গ্রেফতার করছে। তার থেকে ভালো আলাদা একটা জেল তৈরি করুন। ওখানে সবাইকে ঢুকিয়ে দিন।”বৃহস্পতিবার রেড রোডে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রেড রোডে নামাজ পাঠে উপস্থিত থাকার পর মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্যোপাধ্য়ায় সোজা হাজির হন পার্ক সার্কাস লাল মসজিদে। সেখান থেকে প্রায় ১ কিলোমিটার পায়ে হেঁটে পৌঁছন সাদা মসজিদে। যাওয়ার পথে দু পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মমতা ও অভিষেক। চৈত্রের চড়া রোদ উপেক্ষা করেই সৌজন্য বিনিময় এবং জনসংযোগ সারেন মুখ্যমন্ত্রী।  পাশে থাকার বার্তা দেন। দুই মসজিদ থেকেই মুখ্যমন্ত্রীকে ফুলের তোড়া উপহার দেওয়া হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!