ইদের দিন সকালে কলকাতার রেড রোডে নমাজের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।। ভোটের আবহে রেড রোড থেকেই কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন বন্দ্যোপাধ্যায়। উপস্থিত জনতাকে ইদের শুভেচ্ছা জানিয়ে ফের সিএএ, এনআরসি ইস্যুতে বিরোধিতার সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, জানালেন রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) তিনি মানবেন না। মঞ্চ থেকে তাঁর ভোট-বার্তা, “বাংলায় আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি। একটা ভোটও অন্য কাউকে দেবেন না।” আপনাদের নিরাপত্তা দেওয়াই লক্ষ্য আমার। সিএএ মাছের মাথা হলে, এনআরসি ল্যাজা। এককাট্টা থাকলে কেউ আলাদা করতে পারবে না, মনে রাখবেন।” ভোটের সময় ইডি, সিবিআইয়ের পদক্ষেপ নিয়েও কেন্দ্রকে তীব্র কটাক্ষ করেন তিনি। তাঁর কথায়, “একটা চকোলেট বম্ব ফাটলেও এনআইএ পাঠিয়ে দিচ্ছে। এদের লক্ষ্য, সবাইকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দেওয়া। শুনে রাখুন, আমরা এজেন্সিকে ভয় পাই না। বাংলায় একটা ভোটও তৃণমূল ছাড়া অন্য দলকে দেবেন না।” মুখ্যমন্ত্রী এদিন তোপ দাগেন, “বেছে বেছে মুসলিম নেতাদের ফোন করছে। বলছে কী চাই? ভোটের সময় বেছে বেছে নেতাদের ফোন করা হচ্ছে। ডি-সিবিআইয়ের ভয় দেখাচ্ছে বিজেপি। সবাইকে ইডি-সিবিআই দিয়ে গ্রেফতার করছে। তার থেকে ভালো আলাদা একটা জেল তৈরি করুন। ওখানে সবাইকে ঢুকিয়ে দিন।”বৃহস্পতিবার রেড রোডে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রেড রোডে নামাজ পাঠে উপস্থিত থাকার পর মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্যোপাধ্য়ায় সোজা হাজির হন পার্ক সার্কাস লাল মসজিদে। সেখান থেকে প্রায় ১ কিলোমিটার পায়ে হেঁটে পৌঁছন সাদা মসজিদে। যাওয়ার পথে দু পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মমতা ও অভিষেক। চৈত্রের চড়া রোদ উপেক্ষা করেই সৌজন্য বিনিময় এবং জনসংযোগ সারেন মুখ্যমন্ত্রী। পাশে থাকার বার্তা দেন। দুই মসজিদ থেকেই মুখ্যমন্ত্রীকে ফুলের তোড়া উপহার দেওয়া হয়।
Related Posts
‘সাড়ে ৫টা পর্যন্ত অপেক্ষা করুন, বাংলায় ঝড় তুলে দিল্লিতেও পাশা পাল্টে দেবেন’, বড় ইঙ্গিত তৃণমূল সুপ্রিমোর
লোকসভা ভোটের ফল অনেকটাই স্পষ্ট। বাংলায় তৃণমূল শুধু ২০-র বেশি নয়, এগিয়ে রয়েছে ২৯টি আসনে। অন্য দিকে বিজেপি এগিয়ে রয়েছে ১২টিতে। এদিকে, গোটা দেশের নিরিখেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে রয়েছে ২৯৪ আসনে, আর ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ২৩২ আসনে, অন্যান্যরা এগিয়ে ১৭ আসনে। মঙ্গলবার সেই ইঙ্গিত স্পষ্ট হতেই কালীঘাটে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা […]
শুক্রবার ১২ ঘণ্টা বাংলা বনধ ডাকলো SUCI, জনজীবন স্বাভাবিক রাখতে তৎপর নবান্ন
এসইউসিআই নেতৃত্ব জানিয়েছে, আগামীকাল ১৬ অগস্ট সকাল ৬টা থেকে ১২ ঘণ্টা জনসাধারণের কাছে অনুরোধ করছি রাজ্য়ের সমস্ত জনসাধারণ ১২ ঘণ্টা সাধারণ ধর্মঘট পালন করুন। সমস্ত ক্লাব সহ যত রকমের সংগঠন রয়েছে সমস্ত মানুষের কাছে অনুরোধ করছি প্রতিবাদ জানিয়ে সাধারণ ধর্মঘটের আয়োজন করা হয়েছে। আরজিকরে মাঝরাতে যেভাবে তাণ্ডব চালানো হয়েছিল তারই প্রতিবাদে এই ১২ ঘণ্টার বনধের […]
‘সোহম ঠান্ডা মাথার ছেলে মীমাংসা করে নেবেন’, রেস্তরাঁ মালিকের সঙ্গে বচসার ঘটনায় ফিরহাদ হাকিমের মন্তব্য
অভিনেতা ও বিধায়ক সোহম চক্রবর্তীর শুটিং চলাকালীন একটি রেস্তরাঁর মালিক ও কর্মীদের সঙ্গে বচসা এবং মারধরের যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে । সিপিএম, বিজেপি, কংগ্রেস এই নিয়ে তৃণমূলের সমালোচনা করেছে৷ অন্যদিকে তৃণমূল নেতা তথা কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, ‘‘সোহম ঠান্ডা মাথার ছেলে ৷ […]