বিধানসভা ভোটের পর এবার লোকসভা ভোট। শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের কাঁথি কেন্দ্রে তৃণমূল প্রার্থী উত্তম বারিক জিতলেও তাঁকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ফের সবুজ ঝড় এবং দেশজুড়ে বিজেপির অপ্রতিরোধ্য বিজয়রথে ‘লাগাম’ পরাতে পেরেছে বিরোধী শিবির। এই পরিস্থিতিতে মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”কাঁথিতে বিজেপি অবজারভার সার্টিফিকেট দিচ্ছে না। কাঁথিতে বিজেপি অবজারভার সার্টিফিকেট দিচ্ছে না। বাংলার মানুষকে অভিনন্দন জানাব। জোর করে হারানো হয়েছে। অবজারভাররা যদি রাজনীতি করেন, দরকার হলে আবার পুনর্গণনা হবে। তমলুকে যা করেছে, vvpat-এ পুনর্গণনা হলে ওটাও প্রমাণ হয়ে যাবে। কাঁথিতে জিতে যাওয়ার পরও অবজারভার কিছু পলিটিক্স করছে।” বাংলায় তৃণমূল শুধু ২০-র বেশি নয়, এগিয়ে রয়েছে ২৯টি আসনে। অন্য দিকে বিজেপি এগিয়ে রয়েছে ১২টিতে। এদিকে, গোটা দেশের নিরিখেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে রয়েছে ২৯৪ আসনে, আর ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ২৩২ আসনে, অন্যান্যরা এগিয়ে ১৭ আসনে। অর্থাৎ বিভিন্ন বুথফেরত সমীক্ষায় করা বাংলার ফলাফলের ভবিষ্যদ্বাণী যে মিলছে না, সে ব্যাপারে আর তেমন সন্দেহ নেই। মঙ্গলবার সেই ইঙ্গিত স্পষ্ট হতেই কালীঘাটে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বসে বিশেষ বৈঠক। মমতা এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠক হয় বলে খবর। মমতার কথায়, ”অবজারভারকে কাজে লাগিয়ে যে কাজ করছে, তাঁর বদলা আমরা নেব রাজনীতিক ভাবে। আমি খুশি মোদিজি সিঙ্গল মেজরিটি পাইনি। ওঁর প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা উচিত। যারা ওদের সঙ্গে গেছে, ওদের অত্যাচার কত চলবে, আমি জানি না। ইচ্ছা মতো পার্লামেন্টে আইন পাশ হবে না। অখিলেশ আমাকে এখনও বলেছে কয়েকটা সিটে সার্টিফিকেট দিচ্ছে না।”
Related Posts
কপ্টারে তল্লাশির বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
বেহালা ফ্লাইং ক্লাবের হেলিকপ্টারে আয়কর দফতরের তল্লাশির নামে হুমকি এবং গা-জোয়ারির পরিপ্রেক্ষিতে কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। একইসঙ্গে, আইনত পদক্ষেপ করা হচ্ছে। স্পষ্ট জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন আগামী দু’এক দিনের মধ্যে হাইকোর্টে যাবো। সিসিটিভি ফুটেজ এয়ারপোর্টস অথোরিটির কাছে আছে। সেই ফুটেজ আমরা দেব। সোমবার তমলুকে দলীয় বৈঠকের শেষে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্পষ্ট ভাষায় […]
‘কেউ বঞ্চিত হবেন না’, মুখ্যমন্ত্রীর আশ্বাসে ভরসা পেলেন চা শ্রমিকরা, আপাতত আন্দোলনের পথ থেকে সরছেন শ্রমিকরা
ঘূর্ণিঝড়ের জেরে ওলটপালট জলপাইগুড়ি, কোচবিহার-সহ বিস্তীর্ণ এলাকা। পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের সুবিধে-অসুবিধের কথা শুনেছেন। বৃহস্পতিবার থেকে তাঁর রাজনৈতিক কর্মসূচি শুরু হচ্ছে। তাঁর আগে বুধবার চালসায় চা শ্রমিকদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। একেবারে ঘরের মেয়ের মতো পৌঁছে যান চা বাগানের ভিতরে। সেখানে গিয়ে শ্রমিকদের সুবিধা-অসুবিধার কথা শোনেন মমতা বন্দ্যোপাধ্যায়। চা বাগান যাওয়ার পথে স্কুলের […]
প্রয়াত চন্দননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং মেয়র অশোক সাউ
প্রয়াত হলেন চন্দননগরের প্রাক্তন বিধায়ক তথা চন্দননগর পুর নিগমের প্রাক্তন মেয়র অশোক সাউ। বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন এই রাজনীতিক। বুধবার ভোরে তিনি গুরুতর অসুস্থবোধ করেন। তড়িঘড়ি চন্দননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন অশোক সাউ। দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রথমে জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন […]