তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে আয়কর তল্লাশির নিয়ে কোচবিহারের নির্বাচনী সভা থেকে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার, দলীয় প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে রাসমেলা ময়দানের সভা থেকে তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, বিজেপি নেতাদের কপ্টারে তল্লাশি চালানোর সাহস আছে? অভিষেকের পরে সোমবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কপ্টারেও আয়কর তল্লাশি করা হয়। লোকসভা ভোট শুরু মুখে আয়কর দফতরকে দিয়ে বিরোধীদের হেনস্থা নিয়ে গর্ডে উঠলেন তৃণমূল সভানেত্রী। এদিনের সভা থেকে তিনি বলেন, ” অভিষেকের একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল। হেলিপ্যাডে গিয়ে ইনকাম ট্যাক্স বাবুরা অভিষেকের কপ্টারে কাল তল্লাশি চালিয়েছে। কপ্টারে নাকি সোনা, টাকা আছে।” এরপরেই বিজেপির বিরুদ্ধে প্রবল আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”কী ভেবেছিল? কপ্টার থেকে সোনা পাবে? এসব আমরা করি না। বিমানে ওদের টাকাপয়সা আসে। ওখানে বিএসএফ, সিআইএসএফ আছে। কোনওদিন কোনও বিজেপি নেতার কপ্টারে তল্লাশি চালানোর সাহস হয়েছে তাদের?” কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে বিরোধীদের হেনস্থা করার ঘটা নিয়ে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠেন তিনি।
Related Posts
‘সেনাপতি পথ দেখাক’, আরজি কর কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাইছেন নেতারা!
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজ্যজুড়ে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। এখন এই নারকীয় ঘটনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস শহর থেকে জেলায় সর্বত্র অপরাধীর শাস্তির দাবিতে লাগাতার আন্দোলন করে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আর তা এখন দেখাও যাচ্ছে ব্লকে ব্লকে। কিন্তু তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা […]
এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করল নির্বাচন কমিশন
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করল নির্বাচন কমিশন। দুটো কারণে পৃথক ভাবে শোকজ করেছে নির্বাচন কমিশন।কেন এই পদক্ষেপ নিল নির্বাচন কমিশন? জানা গিয়েছে, ৫ মে বিজেপির তরফে যে বিজ্ঞাপনগুলি সংবাদমাধ্যমে দেওয়া হয়েছিল, তার জন্যই পদক্ষেপ করল নির্বাচন কমিশন। সেই বিজ্ঞাপনগুলি নিয়েই তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ জানানো হয় নির্বাচন কমিশনের কাছে। তার পরেই কমিশন এর […]
হাওড়ায় রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার চেষ্টা, যুবকের কীর্তিতে নাজেহাল পুলিশ
হাওড়া ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা এক যুবকের। যুবকটিকে উদ্ধার করেন পুলিশ কর্মীরা। যুবকটি মানসিকভাবে অসুস্থ বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যুবকটির নাম, পরিচয় এবং বাসস্থান জানার চেষ্টা করছে পুলিশ। হাওড়া ব্রিজে ব্যস্ত সময়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সকালে হাওড়া ব্রিজে ফুটপাথের রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ মারার চেষ্টা করে এক যুবক। কর্তব্যরত […]