‘আজ তো ট্রায়ালে এসেছি, ফাইনাল তো আভি বাকি হ্যায়!’ অসমে সরকার গঠনের ডাক মমতার

বাংলা ছেড়ে লোকসভা ভোটের প্রচারে এবার অসমের শিলচরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই নরেন্দ্র মোদিকে আক্রমণ শানালেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”কখনও কখনও ভয় দেখিয়ে টাকার বান্ডিল দিয়ে দেবে। রোজ রোজ ভয় কেন? কাকে ভয় পাবেন? এবার যদি মোদি কোনও ভাবে জিতে যায়, দেশে কোনও গণতন্ত্র থাকবে না। দেশকে বেঁচে দেবে। আপনার চমকানি, ধমকানিতে আমি ভয় পাই না। আমাকে চমকাবেন, ধমকাবেন না।” অসমের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ”আপনারা কিছু না দিতেই সুস্মিতা দেবকে এমপি করে দিয়েছি। আমাকে ভোট দিয়ে দেখুন। শিলচরে আসতে আসতে দেখলাম কিছুই নেই। আসতে আসতে আমাকে পার্টির স্লোগান দিচ্ছিল। আমার গায়ে তাতে ফোস্কা পড়বে না। এবার গো হারা হারবে। বলে গেলাম। আগে ২০০ পার করুন, তারপর সাঁতার কাটতে বেরোবেন।” তৃণমূল সুপ্রিমোর এও বলেন, ”আপনাদের এখানে কোনও অত্যাচার হলে বাংলা আছে আপনাদের সঙ্গে। বাংলা আপনাদের শেল্টার দেবে। আপনাদের এখানে লক্ষ্মীর ভাণ্ডার দেয়? আমাদের বাংলায় সব মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার পায়।”এদিন শিলচরে লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে অসমে সরকার গঠনের পরিকল্পনার কথা জানিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ দিন শিলচরের সভায় তিনি বলেন, তাঁর আজকের সফর ট্রায়াল মাত্র ৷ ফাইনাল এখনও বাকি ৷ লোকসভায় যে চারজন তৃণমূল কংগ্রেস প্রার্থী অসমে লড়ছেন, তাঁরা জয়ী হলে আগামী বিধানসভা নির্বাচনে অসমে সবক’টি আসনে লড়বে ঘাস-ফুল৷ লোকসভা নির্বাচনে শিলচর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছেন রাধেশ্যাম বিশ্বাস ৷ আজ তাঁরই সমর্থনে প্রচারে অসমে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়৷ এ দিন শিলচরের সভা থেকে তিনি বলেন, “এটা আমার জাস্ট ট্রায়াল ৷ আজ ট্রায়াল দিতে এসেছি ৷ ফাইনাল তো আভি বাকি হ্যায় ৷ ফাইনাল খেলতে আসব আবার ৷ লোকসভায় খেলা হবে ৷”এ বার অসমে মোট চারটি আসনে লোকসভা নির্বাচনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ তাঁদের জেতানোর আহ্বান জানিয়ে মমতা এ দিন অসমবাসীর উদ্দেশে বলেন, “চারটি আসনে তৃণমূল প্রার্থী দিয়েছে ৷ আপনারা কিছু না দিতেই আমি সুস্মিতা দেবকে সাংসদ করেছি ৷ এ বার দিয়ে দেখুন ৷ শিলচরে তো কিছুই হয়নি গত কয়েক বছরে ৷ আপনারা তৃণমূলের প্রার্থীদের জেতান ৷ আমরা জিতলে ক্যা তুলে দেব, এনআরসি তুলে দেব, ইউনিফর্ম সিভিল কোড তুলে দেব ৷ বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, অসমের সবাইকে এক হয়ে লড়াইয়ের জন্য তৈরি হতে হবে ৷ আমি কথা দিচ্ছি, আগামী অসম বিধানসভা নির্বাচনে তৃণমূল সব আসনে প্রার্থী দেবে ৷”এ প্রসঙ্গে সিএএ-এর বিরোধিতা করে বিজেপিকে তুলোধোনা করেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, “সিএএ-র বিরুদ্ধে আপনাদের জন্য আমার রাজ্যে আন্দোলন করেছি ৷ সে জন্য আমার বিরুদ্ধে অসমের মুখ্যমন্ত্রী এখানে এফআইআর করলেন ৷ আমায় কী করবে ! গলা কাটবে ? জেলে ভরবে ? কতজনকে ডিটেনশন ক্যাম্পে রাখবে ? ভারতকে তো জেলখানা বানিয়ে দিয়েছো ৷ আমাদের সরকার হলে এখানে এ সব কিছু হতে দেব না ৷”মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “এই নির্বাচন ভয়ংকর ৷ এত কলুষিত নির্বাচন আগে কখনও আপনারা দেখেননি ৷ এটা এজেন্সির দ্বারা নির্বাচন ৷” নরেন্দ্র মোদির সরকারকে দাঙ্গাবাজ, লুঠেরা ও জুমলাবাজের সরকার বলে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ, “একবার জোট বাঁধুন ৷ আর জোট মানে তৃণমূল ৷ আমরা বাংলায় একা লড়ছি ৷ সিপিএম নেই, কংগ্রেসও নেই ৷ তবে অল ইন্ডিয়ায় ‘ইন্ডিয়া’ জোটকে আগামী দিনে আমরাই নেতৃত্ব দেব ৷ তাই ভয় না-পেয়ে রুখে দাঁড়ান ৷” অসমবাসীকে সাবধানবাণী শোনানোর পাশাপাশি সবসময় উত্তর-পূর্বের এই রাজ্যের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন মমতা ৷ তিনি বলেন, “এ বার যদি মোদি কোনওভাবে জিতে যায়, তাহলে দেশে আর গণতন্ত্র থাকবে না, আর নির্বাচনও হবে না ৷ একাই দেশটাকে বেচে দেবেন ৷ এখনই দেশটাকে বেচে দিয়েছেন ৷ আমরা যদি বাংলায় একা লড়তে পারি, তাহলে আপনাদের সেই সাহস নেই কেন ? অসমে বরোদের সমস্যা হয়েছিল, আমরা আলিপুরদুয়ারে তাঁদের আশ্রয় দিয়েছিলাম ৷ বাংলা সবসময় আপনাদের পাশে রয়েছে ৷”

error: Content is protected !!