একদিকে নরেন্দ্র মোদি, অমিত শাহরা দাবি করছেন, এনডিএ চারশো আসন পার করবে৷ রেকর্ড সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় ফিরবে৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জোরের সঙ্গে প্রায় প্রতিটি জনসভাতেই দাবি করছেন, লোকসভা নির্বাচনে গোটা দেশে দুশো-র গণ্ডি পেরোবে না বিজেপি৷ এ দিন পূর্ব বর্ধমানের আউশগ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী দাবি করলেন, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো রাজ্যেই প্রত্যাশিত আসন সংখ্যায় পৌঁছতে পারবে না বিজেপি৷ তৃণমূলনেত্রী এ দিন বলেন, ‘আপনারা কি মনে করেন বিজেপি কি ক্ষমতায় আসবে?এবার উত্তর প্রদেশে ভাল লড়াই করছে অখিলেশ।বিহারে এত সিট পাবেন? চেন্নাইতে সিট পাবেন? শূন্য পাবেন। কর্ণাটকে আগের বার সব সিট পেয়েছিলেন। এবার পাবেন না।’ এ দিনের সভা থেকে ফের একবার ২৬ হাজার শিক্ষকের চাকরি হারানো নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে যে ক্যাগ রিপোর্ট রয়েছে, সেগুলি কেন প্রকাশ করা হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন মমতা৷ পূর্ব বর্ধমান জেলার মধ্যে পড়লেও আউশগ্রাম বোলপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে৷ ফলে এ দিনও আউশগ্রামের জনসভা থেকে জেলবন্দি অনুব্রত মণ্ডলের প্রশংসা শোনা যায় মমতার মুখে৷ তৃণমূলনেত্রী বলেন, ‘কেস্টর কেস এ কী আছে আমি জানি না। ওটা আইন আইনের পথে চলবে। তবে গরিব কেউ গেলে খালি হাতে ফিরে আসত না। ও জেলাটাকে হাতের তালুর মতো চিনত।’
Related Posts
সোশ্যাল মিডিয়ার বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী
সোশ্যাল মিডিয়ার বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে গণধর্ষণের শিকার এক কিশোরী। বৃহস্পতিবার শিলিগুড়ির কাছে কাওয়াখালির ঘটনা। ধর্ষিতার বাবার অভিযোগের বিরুদ্ধে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন আবার নাবালক। জানা গিয়েছে, নির্যাতিতার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কয়েকজন যুবকের পরিচয় হয়। বৃহস্পতিবার বিকেলে তেমনই ২ যুবকের সঙ্গে ঘুরতে বেরোয় সে। কাওয়াখালি এলাকায় একটি নির্জন জায়গায় ওই কিশোরীকে […]
৯ দিন পর পূর্ব বর্ধমানে আদিবাসী ছাত্রী খুনের কিনারা, ভিন জেলা থেকে গ্রেফতার যুবক
আরজি কর কাণ্ডের প্রতিবাদে গত ১৪ অগস্ট মেয়েদের রাত দখলের কর্মসূচি ছিল। সেই কর্মসূচীর রাতেই পূর্ব বর্ধমানের এক আদিবাসী ছাত্রীকে গলা কোটে খুন করার অভিযোগ উঠেছিল। প্রথম থেকেই এই ঘটনায় ভিন রাজ্যের এক যুবকের ওপর সন্দেহ ছিল পুলিশের। অবশেষে সেই ঘটনায় ৯ দিন পর খুনের কিনারা করল পুলিশ। এই অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। […]
রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, কেন চুপ প্রধানমন্ত্রী মোদি? প্রশ্ন মুখ্যমন্ত্রীর
রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বর্ধমান পূর্ব লোকসভা আসনে রায়নায় নির্বাচনী প্রচারে ধুয়ে দিলেন রাজ্যপালকে। সি ভি আনন্দ বোসকে নিশানা করে মুখ্যমন্ত্রী বললেন, “রাজভবনে একটা ছোট মেয়ের সঙ্গে কী করেছেন রাজ্যপাল। সেখানেই রাতে থেকে এলেন প্রধানমন্ত্রী। আমি মেয়েটির কান্নার ভিডিও দেখেছি।পরপর দুবার শ্লীলতাহানি হয়েছে।” শ্লীলতাহানির অভিযোগের আবহে রাজভবনে […]