জুনিয়র ডাক্তারদের নিয়ে তাঁর বক্তব্যকে সংবাদমাধ্যমে বিকৃত করা হয়েছে । এই অভিযোগে সোশাল মিডিয়ায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি তাঁর এক্স হ্যান্ডেলে দীর্ঘ একটি পোস্ট করে দাবি করেছেন যে, তাঁর কথাকে বিকৃত করে তাঁর বিরুদ্ধে চিকিৎসক ছাত্রদের হুমকি দেওয়ার যে অভিযোগ সংবাদমাধ্যমগুলিতে আনা হয়েছে, তা সর্বৈব মিথ্যা ৷ প্রসঙ্গত, গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়ো রোডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানেই তাঁর বলা বক্তব্যকে বিকৃত করা হয়েছে বলে এদিন সোশাল মিডিয়ায় দাবি করেছেন মুখ্যমন্ত্রী । সামাজিক মাধ্যমে এদিন তিনি লিখেছেন, “আমি কিছু প্রিন্ট, ইলেকট্রনিক এবং ডিজিটাল মিডিয়াতে একটি বিকৃত, বিভ্রান্তিমূলক প্রচার দেখতে পেলাম, যা গতকাল আমাদের ছাত্রদের অনুষ্ঠানে আমি যে বক্তৃতা দিয়েছিলাম তার রেফারেন্স দিয়ে প্রকাশ করা হয়েছে ।” তিনি আরও লেখেন, “আমি জোরালোভাবে এটা স্পষ্ট করতে চাই যে, আমি (মেডিক্যাল ইত্যাদি) ছাত্রদের বা তাঁদের আন্দোলনের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করিনি । আমি তাঁদের আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করি । তাঁদের আন্দোলন অকৃত্রিম । আমি কখনওই তাঁদের হুমকি দিইনি, কিছু লোক আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে । এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ।” মুখ্যমন্ত্রী এই দিন অভিযোগ করেছেন, “আমি বিজেপির বিরুদ্ধে কথা বলেছি । কারণ, তারা ভারত সরকারের সমর্থনে আমাদের রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে হুমকি দিচ্ছে এবং নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে । কেন্দ্রের সমর্থন নিয়ে তারা অনাচার তৈরি করার চেষ্টা করছে এবং আমি তাদের বিরুদ্ধে আমার আওয়াজ তুলেছি ।” মুখ্যমন্ত্রী এখানে আরও বলেন, “আমি আরও স্পষ্ট করছি যে, আমি গতকাল আমার বক্তৃতায় যে বাক্যাংশটি ব্যবহার করেছি তা শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের একটি উদ্ধৃতি । কিংবদন্তি সাধক বলেছিলেন, মাঝে মাঝে ফোঁস করতে হয় । অপরাধ ও ফৌজদারি অপরাধ হলে প্রতিবাদের আওয়াজ তুলতে হবেই । সেই বিষয়ে আমার বক্তৃতা ছিল রামকৃষ্ণের উক্তির সরাসরি উদ্ধৃতি ।”
Related Posts
‘নিরামিষ আন্দোলনে মমতা ভয় পাবে না!’, ফের বিস্ফোরক মন্তব্যে শুভেন্দু অধিকারীর
আন্দোলকারী জুনিয়র ডাক্তারদের ফের আলোচানায় বসার আহ্বান জানানো হয়েছে নবান্নর তরফে। স্বাস্থ্যভবনে বসে থাকা জুনিয়র ডাক্তারদের চিঠি দিয়ে আজ সন্ধে ৬টায় আলোচনায় বসার প্রস্তাব দিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। ফলে জট খোলার একটা সুযোগ তৈরি হয়েছে। এরকম এক অবস্থায় বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার থেকে স্বাস্থ্যভবনে ধরনা দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। লালবাজার অভিযান থেকে […]
ডাক্তারদের নিরাপত্তায় ‘প্যানিক বাটন’ সহ একগুচ্ছ নির্দেশিকা নবান্নের, নিরাপত্তার নিয়ে অডিটের বিশেষ দায়িত্বে প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ
এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলনের সাফল্য। ডাক্তারদের নিরাপত্তায় রাজ্যের হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলির পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ নির্দেশিকা দিলেন মুখ্যসচিব। দশ দফা নির্দেশিকা দিয়ে স্বাস্থ্যসচিবকে এই সংক্রান্ত নোটিস পাঠানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সমস্ত হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ‘প্যানিক বাটন’ সিস্টেম চালু করা। বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থকে। তিনি সমস্ত […]
মধ্যরাতে কাঁকুড়গাছি লোহাপট্টিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার কাঁকুড়গাছিতে। বুধবার মধ্যরাতে লোহাপট্টি এলাকায় পরপর পাঁচটি কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাটি ঘটেছে বুধবার রাত দেড়টা নাগাদ। স্থানীয় সূত্রে খবর, প্রথমে একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। কারখানার কর্মীদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে […]