তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবার একটু অন্যরকম। ধারে-ভারে, উপস্থাপনায় সবদিক থেকেই চেনা ছকের বাইরে। চলতি বছরের লোকসভা নির্বাচনে তৃণমূলের বড়সড় সাফল্যের পর দলের ছাত্রসমাজকে আরও বেশি করে সক্রিয় করে তোলা হচ্ছে। আজ, দলের প্রতিষ্ঠা দিবসে সেই সংক্রান্ত কী বার্তা দেন তৃণমূল সুপ্রিমো, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক – সেদিকে নজর ছিল সকলের। তবে বুধবার, মেয়ো রোডে অনুষ্ঠানের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন সম্পূ্র্ণ অন্য বার্তা। এবারের TMCP-র প্রতিষ্ঠা দিবস তিনি উৎসর্গ করলেন আর জি করে ধর্ষণের পর খুনের শিকার সেই তরুণী চিকিৎসককে। তাঁকে ‘বোন’ বলে সম্বোধন করে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি এক্সে (টুইট) লেখেন ‘আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটিকে আমি উৎসর্গ করছি আমাদের সেই বোনটিকে, যাঁকে আমরা কয়েক দিন আগে আর জি কর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়ে শোকাহত। আর জি করে আমাদের সেই যে বোনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল, তাঁর পরিবারের প্রতি আন্তরিকতম সমবেদনা জানিয়ে এবং দ্রুততম গতিতে সেই ঘটনার সুবিচার চেয়ে, সেইসঙ্গে সারা ভারতে সকল বয়সের যত নারী যেখানে যত অমানুষিক ঘটনার শিকার হয়েছেন, তাঁদের সকলের জন্য আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদের দুঃখ জ্ঞাপন করি। ছাত্র-ছাত্রী, যুবক-যুবতীদের একটা বড় সামাজিক ভূমিকা আছে। সমাজ ও সংস্কৃতিকে জাগ্রত রাখার মধ্যে দিয়ে নতুন দিনের স্বপ্ন উপহার দেওয়া এবং চারপাশের সকলকে নতুন দিনের উজ্জ্বল ব্রতে উদ্বুদ্ধ করাই ছাত্র সমাজের কাজ। আজকের দিনে তাঁদের সকলের প্রতি আমার আবেদন, এই প্রচেষ্টায় উদ্বুদ্ধ হন, ব্রতী থাকুন। আমার ছাত্র-ছাত্রী বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, উজ্জ্বল ভবিষ্যতের সংকল্পে নিয়োজিত থাকুন।’ গত ৯ তারিখ কলকাতার বুকে ঘটে গিয়েছে এক মর্মান্তিক ঘটনা। কর্তব্যরত অবস্থায় আরজিকর হাসপাতালের মিনার রুমে ধর্ষণের শিকার হয়ে খুন হতে হয়েছে তরুণী চিকিৎসককে। সেই ঘটনার তদন্তভার এখন সিবিআইয়ের হাতে। তবে তেমন কোনও অগ্রগতি হয়নি এখনও পর্যন্ত। তরুণী চিকিৎসকের এমন নারকীয় পরিণতিতে গর্জে উঠেছে সবমহল। জুনিয়র চিকিৎসকরা দীর্ঘদিন কর্মবিরতি পালন করেছেন সুবিচারের দাবিতে। প্রায় রোজই প্রতিবাদে পথে নামছেন কেউ না কেউ। এই মুহূর্তে রাজ্যের অনেক ঘটনাই আবর্তিত হচ্ছে আর জি কর নিয়ে। এই পরিস্থিতিতে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তাঁরই উদ্দেশে উৎসর্গ করে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।
Related Posts
‘ভিনেশ সোনা আনতে পারত’, এবার ভিনেশ ফোগটের পাশে দাঁড়িয়ে তোপ মমতার
রুপো জয়ের শেষ চেষ্টা হিসেবে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছেন ভিনেশ ফোগট ৷ দেশের পালোয়ানের গলায় মেডেল ঝোলাতে যথাসাধ্য চেষ্টা করছে সরকারও ৷ তারমধ্যেই এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে পেলেন ভিনেশ ফোগট ৷ ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের মঞ্চে থেকে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পিভি নরসিমা রাওয়ের সরকারে ক্রীড়ামন্ত্রকের দায়িত্ব সামলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ […]
তৃণমূল সুপ্রিমোর সংগ্রামের ইতিহাস তুলে ধরলেন সুব্রত, জগদীশ-ফিরহাদ একযোগে বিঁধলেন বিজেপিকে
আজ একুশে জুলাই। শহিদ সমাবেশে জনস্রোত ধর্মতলা চত্বরে। শহিদ স্মরণে ধর্মতলায় তৃণমূলের সভা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন তৃণমূল নেতা-কর্মীরা। এক এক করে বক্তব্য রেখেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া। এদিন সুব্রত বক্সি বলেন, […]
বাংলায় ৩০-র বেশি আসন পাবে তৃণমূল! ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
সপ্তম দফার ভোটের দিন সকালে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন কালীঘাটের বাড়ি থেকে সরাসরি মিত্র ইনস্টিটিউশনে আসেন অভিষেক ৷ সেখান থেকেই ভোট দেওয়ার পর তাঁর যাওয়ার কথা নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে ৷ ভোট দেওয়ার পর অভিষেক বলেন, “সাধারণ মানুষকে বঞ্চনা করার ফল […]