আসানসোলের কুলটিতে জনসভায় যোগ দিতে যাওয়ার সময় হেলিকপ্টারের ভিতরে পড়ে গিয়ে চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন হেলিকপ্টারের ভিতরেই হোঁচট খেয়ে পড়ে যান মুখ্যমন্ত্রী৷ হেলিকপ্টারের সিঁড়ি বেয়ে ওঠার পর আসনে বসতে গিয়ে কোনওভাবে হোঁচট খেয়ে পড়ে যান মুখ্যমন্ত্রী৷ এ দিন দুর্গাপুর থেকে কুলটি যাওয়ার কথা ছিল মমতার৷ দুর্গাপুরে হেলিকপ্টারের সিঁড়ি বেয়ে উঠে ভিতরে প্রবেশের পরই দেখা যায়, আসনে বসার সময় কোনওভাবে হেলিকপ্টারের নীচে পড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই ঘটনায় সম্ভবত মুখ্যমন্ত্রীর পায়ে কিছুটা চোট লাগে৷ যদিও সেই ধাক্কা সামলে কিছুক্ষণের মধ্যেই কুলটির উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী৷ কুলটির সভাতেও সামান্য খুুঁড়িয়ে হাঁটতে দেখা যায় তাঁকে৷ গত বছরও জুন মাসে উত্তরবঙ্গে পঞ্চায়েত ভোটের প্রচার চলাকালীন দুর্যোগের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার৷ সেই সময় হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের পর তড়িঘড়ি হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পায়ে গুরুতর চোট পান মুখ্যমন্ত্রী৷ এ দিন অবশ্য চোট সামলেই কুলটির উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী৷ সেখানে বক্তব্যও রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে তাঁর এ দিনের চোট আদৌ গুরুতর কি না, তা এখনও স্পষ্ট নয়৷
Related Posts
আরজিকর প্রতিবাদে আলাপ, ঘনিষ্ঠতা, সেই ‘সংগ্রামী সঙ্গী’র হাতেই গণধর্ষিতা তরুণী, ধর্ষণের ভিডিও দেখিয়ে নির্যাতিতাকে ব্ল্যাকমেল! গ্রেপ্তার ২
‘জাস্টিস ফর আরজিকর’ স্লোগান তুলে সুবিচারের দাবিতে গলা মিলিয়েছিলেন তাঁরা। সেই প্রতিবাদ কর্মসূচিতেই আলাপ, পরিচয়। এর পর ফেসবুকে বন্ধুত্ব। বাড়ছিল ঘনিষ্ঠতা। আর তার পর সেই ‘সংগ্রামী সঙ্গী’র ফাঁদে পড়লেন বছর উনিশের তরুণী। মদ্যপ অবস্থায় ওই তরুণীকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়াল খড়দহ এলাকায়। তরুণীর অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের নাম […]
গয়েশপুরে বাঁশ-রড দিয়ে মার বিজেপি নেতাদের, রিপোর্ট চাইল কমিশন
পঞ্চম দফার ভোটে সকাল থেকেই উত্তপ্ত উত্তর ২৪ পরগনার একাধিক এলাকা ৷ ব্যারাকপুরের পর এবার বনগাঁ লোকসভা কেন্দ্রের গয়েশপুর থেকেও উত্তেজনার খবর সামনে এসেছে ৷ গয়েশপুরের বেদীভবনের কাছে রাস্তার উপর বিজেপির গয়েশপুর শহর মণ্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাসকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। একই সঙ্গে, আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী জয়ন্ত জয়ধরও ৷ এদিন সেই […]
খড়দহ স্টেশনে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা
বিশাল দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল খড়দহ স্টেশন পারাপার করা দু’টি প্রাইভেট গাড়ি। রবিবার প্রায় ৮:৪০ নাগাদ ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস খড়দহের কাছে আসছিল। চার নম্বর রেললাইন দিয়ে যাচ্ছিল হাজারিদুয়ার এক্সপ্রেস। গেট পড়ার পরে সিগন্যাল পেয়ে এগিয়ে যেতে শুরু করে। গেটম্যান সময়মতো লেভেল ক্রসিং গেট বন্ধ করে দিচ্ছিল। সেই সময় আরপিএফ দু’টি গাড়িকে গেটের […]