বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই মূল পাণ্ডাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিনহাটায় ভোটপ্রচারে গিয়ে এই ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আজ আসার আগে শুনলাম, ওদের একটা ছেলে আছে,বলেছে ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, বাংলায় লুকিয়ে ছিল। ২ ঘণ্টার মধ্যে ধরে ফেলেছি। বলে নাকি বাংলা সেফ নয়,বলছি তোর দিল্লি সেফ।’ এদিন নাম না করেই ফের একবার বাংলার বিজেপি নেতাদের আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গালুরু ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডে বিরাট সাফল্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র। ঘটনায় মাস্টারমাইন্ড মুসাভির হুসেন শাহিব ও সহযোগী আবদুল মথিন তাহাকে গ্রেফতার করেছে এনআইএ। গত ১ মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত এই দু’জন বলে দাবি এনআইএ-র।
Related Posts
বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধে আলিপুরদুয়ার থেকে গ্রেপ্তার ৪২
বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধে আলিপুরদুয়ার থেকে গ্রেপ্তার ৪২। অশান্তির অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।বীরভূমের মল্লারপুরের ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ বিজেপি কর্মীদের। আর এরপরেই মল্লারপুর থানার পুলিশের তরফ থেকে সেই অবরোধ তুলতে লাঠিচার্জ করা হয় বিজেপি কর্মীদের উপর। ঘটনার পর বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে।
রাজ্য পুলিশের এসটিএফ এবং বহরমপুর থানার যৌথ অভিযানে গ্রেপ্তার আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের দুই কিং পিন
ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে অস্ত্র পাচার করতে গিয়ে রাজ্য পুলিশের এসটিএফ এবং বহরমপুর থানার যৌথ অভিযানে গ্রেপ্তার হল আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের দুই কিং পিন। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিদের নাম- আহাদ আলী মল্লিক এবং ইয়াকুব শেখ। ধৃত দুই ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙা থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে […]
জলপাইগুড়িতে মানসিক ভারসাম্যহীন মূক-বধিরকে ধর্ষণের অভিযোগ, গর্ভবতী যুবতী
যুবতী মানসিক ভারসাম্যহীন, মূক ও বধির। পরিবারের অভিযোগ, যুবতীকে ধর্ষনের। জানা গিয়েছে তিনি গর্ভবতী। ঘটনাস্থল জলপাইগুড়ির বানারহাট চা বাগান। জানা গিয়েছে, যুবতীর শারীরিক অবস্থার পরিবর্তন দেখে তাঁর পরিবারের সদস্যরা বানারহাট হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা বেশকিছু পরীক্ষার পর নিশ্চিত করেন, ২১ সপ্তাহের গর্ভবতী। এর পরই রবিবার সকালে মেয়েটির দাদা ও বানারহাট চা বাগানের বেশ কিছু […]