আগামী ১ জুন বিকেলে ইন্ডিয়া জোটের নেতাদের নিয়ে বৈঠক ডেকেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সেই বৈঠকে যেতে পারবেন না বলে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার সন্ধ্যায় একটি জনসভা থেকে এই মিটিংয়ের প্রসঙ্গ তোলেন মমতা। বলেন, ‘১ জুন ইন্ডিয়া জোটের বৈঠক ঠিক করা হয়েছে। কিন্তু আমি আগেই বলেছি ওইদিন আমি যেতে পারব না কারণ রাজ্যে নির্বাচন রয়েছে। পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং বিহারেও নির্বাচন রয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচন চলবে।’ পাশাপাশি, ঘূর্ণিঝড় রেমালের ফলে রাজ্যে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার প্রসঙ্গও তুলে ধরেন মমতা। বলেন, ‘সবকিছু ফেলে আমি কীভাবে যাব। আমার মন তো এখানকার মানুষের দিকেই পড়ে রয়েছে। এখানে মিটিং করলেও মাথায় ওই মানুষগুলোর চিন্তা ঘুরছে।’
Related Posts
মিঠুন চক্রবর্তীর ভোট দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, উঠল চোর চোর স্লোগান
শেষ দফার ভোটে বেলগাছিয়ার বুথে ভোট দিলেন মিঠুন চক্রবর্তী। আর সেখানেই চড়ল উত্তেজনার পারদ। অভিযোগ, বিজেপি নেতা মিঠুনকে ঘিরে চোর স্লোগান দিতে থাকে। বিক্ষোভও শুরু হয়। মিঠুন লাইনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ তোলে তৃণমূল। যদিও মহাগুরু সেই অভিযোগ অস্বীকার করেন। কলকাতা উত্তর কেন্দ্রের বেলগাছিয়ার দত্তবাগান ২২ নম্বর এলাকার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
চেতলায় ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা
চেতলায় ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা। উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। টাকা গোনার কাজ এখনও চলছে বলে জানা গিয়েছে। আয়কর দপ্তর সূত্রে খবর, ওই ব্যবসায়ীর ছাতুর ব্যবসা রয়েছে। ব্যবসায়ীর আয়ের সঙ্গে ওই টাকার সঙ্গতি পাওয়া যায়নি বলেই আয়কর আধিকারিকদের দাবি। জানা গেছে ওই ব্যবসায়ীকে জেরা করে আরও এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে আয়কর বিভাগ। আয়কর দপ্তর সূত্রে […]
বিচারব্যবস্থা যেন রাজনৈতিক পক্ষপাতহীন হয়, দেশের প্রধান বিচারপতির সামনে অনুরোধ মুখ্যমন্ত্রীর
বিচারব্যবস্থায় যেন কোনও রাজনৈতিক পক্ষপাতদুষ্টতা না থাকে। দেশের প্রধান বিচারপতির সামনে দাঁড়িয়ে অন্যান্য বিচারপতিদের এই অনুরোধ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে শুরু হয়েছে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির ২ দিনের সম্মেলন। সেখানে শনিবার সকালে এক মঞ্চে হাজির ছিলেন ভারতবর্ষের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর […]