‘‌১ জুন আমি যেতে পারব না’‌, ইন্ডিয়া জোটের বৈঠকে অনুপস্থিতির কারণ জানালেন মুখ্যমন্ত্রী

আগামী ১ জুন বিকেলে ইন্ডিয়া জোটের নেতাদের নিয়ে বৈঠক ডেকেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সেই বৈঠকে যেতে পারবেন না বলে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার সন্ধ্যায় একটি জনসভা থেকে এই মিটিংয়ের প্রসঙ্গ তোলেন মমতা। বলেন, ‘১ জুন ইন্ডিয়া জোটের বৈঠক ঠিক করা হয়েছে। কিন্তু আমি আগেই বলেছি ওইদিন আমি যেতে পারব না কারণ রাজ্যে নির্বাচন রয়েছে। পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং বিহারেও নির্বাচন রয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচন চলবে।’ পাশাপাশি, ঘূর্ণিঝড় রেমালের ফলে রাজ্যে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার প্রসঙ্গও তুলে ধরেন মমতা। বলেন, ‘সবকিছু ফেলে আমি কীভাবে যাব। আমার মন তো এখানকার মানুষের দিকেই পড়ে রয়েছে। এখানে মিটিং করলেও মাথায় ওই মানুষগুলোর চিন্তা ঘুরছে।’

error: Content is protected !!