২২ এপ্রিল রায়গঞ্জে দু’দুটি সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন রায়গঞ্জের সভায় ‘চাকরি বাতিল’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘‘আরও ১০ লক্ষ চাকরি তৈরি আছে।’’ সোমবার রায়গঞ্জের সভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আসলে এটা ২৬ হাজার শিক্ষকের চাকরি খাওয়া। আমিও লড়ে যাব। আমরা সবাই আপনাদের পাশে আছি। এটা ওই বিজেপির হাতে দাঁড়ানো জজের কীর্তি।’’ এসএসসি মামলায় আজই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের রায় অনুযায়ী, ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় চাকরি পাওয়া সব প্রার্থীর নিয়োগ বাতিল। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে কোনও চাকরির বৈধতা নেই। ফলে চাকরি গেল প্রায় ২৬ হাজার ব্যক্তির। সোমবার সভায় আদালতের এই রায়কে একরকম ‘চ্যালেঞ্জ’ জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘আমি বিচারক নিয়ে বলছি না। আমি রায় নিয়ে বলছি। এই অর্ডার বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। যখন বিপদে পড়বেন, তখন আর কেউ বা থাকলে আমি থাকবো। পাশে আছি বিজেপি জনস্বার্থ করলে জেল। আমি কারোর পাশ থেকে সরে দাঁড়াবো না।’’ প্রসঙ্গত প্রথম দফার লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ ইতিমধ্যেই সম্পন্ন।
Related Posts
প্রয়াত চন্দননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং মেয়র অশোক সাউ
প্রয়াত হলেন চন্দননগরের প্রাক্তন বিধায়ক তথা চন্দননগর পুর নিগমের প্রাক্তন মেয়র অশোক সাউ। বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন এই রাজনীতিক। বুধবার ভোরে তিনি গুরুতর অসুস্থবোধ করেন। তড়িঘড়ি চন্দননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন অশোক সাউ। দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রথমে জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন […]
দাম্পত্য কলহের জের! স্বামীকে তালাবন্ধ করে বাড়িতে আগুন ধরিয়ে দিল স্ত্রী
দাম্পত্য কলহের জের! স্বামীকে বাড়িতে তালাবন্ধ করে রেখে বাড়িতে আগুন ধরিয়ে দিল স্ত্রী। আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার কুরুমগ্রাম গ্রাম পঞ্চায়েতের হাজারপুর গ্রামের। জানা গিয়েছে, আজ রবিবার ওই গ্রামের বাসিন্দা মান্নার শায়ের সঙ্গে তাঁর স্ত্রী রেজিনা বিবির প্রচন্ড ঝগড়া হয়। এ অবস্থায় মান্নার শা ঘরে ঢুকলে তার স্ত্রী দরজা তালাবন্ধ করে দিয়ে বাড়িতে আগুন […]
অবশেষে ৩দিন পর পুলিশের জালে ধরা পড়ল জামাল সর্দার
অবশেষে ৩দিন পর পুলিশের জালে ধরা পড়ল সোনারপুরের জামালউদ্দিন সর্দার। পুলিশের জালে পড়তেই সোনারপুরের ‘ত্রাস’ জামাল সর্দার এখন আর বেরতে পারল না। টানা তিনদিনের প্রচণ্ড চেষ্টায় আজ, শুক্রবার রাতে কলকাতা লেদার কমপ্লেক্স এবং নরেন্দ্রপুর থানার সীমান্ত এলাকা থেকে জামাল সর্দারকে গ্রেফতার করল পুলিশ। আর আগামীকাল শনিবার তাঁকে বারুইপুর মহকুমা আদালতে হাজির করা হবে। তৃণমূল কংগ্রেস […]