ইন্ডিয়া জোটের বৈঠক হোক ৪ জুন ৷ এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে কথা বলে এমনই প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব, অন্যদিকে শেষ দফার নির্বাচন ৷ আর এই দুই কারণে আগামী ১ জুন ইন্ডিয়া জোটের বৈঠকে থাকতে পারবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই কারণে বৈঠকের দিন বদলের প্রস্তাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী, এমনটাই সূত্রের খবর ৷ আগামী ১ জুন কংগ্রেসের তরফে দুপুর ৩টেয় ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হয়। আমন্ত্রণ পাঠানো হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও । কিন্তু নির্বাচন ও ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি তদারকির কথা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন । মঙ্গলবার এই বিষয়ে এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে কথা বলেন তিনি ৷ সেই কথোপকথনে বৈঠকের জন্য ৪ তারিখের প্রস্তাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ইতিমধ্যে ছয় দফা নির্বাচন শেষ হয়ে গিয়েছে ৷ আগামী ১ জুন শেষ দফার নির্বাচন ৷ এই দফায় কলকাতার দুই কেন্দ্র, যাদবপুর, বারাসত, বসিরহাট, ডায়মন্ড হারবার, দমদম, জয়নগর এবং মথুরাপুরে হবে নির্বাচন ৷ সম্প্রতি বসিরাহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালির ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের রাজনৈতিক আবহাওয়া ৷ সেইসঙ্গে হাইভোল্টেজ ডায়মন্ড হারবার কিংবা যাদবপুর কেন্দ্রে নির্বাচন রয়েছে শেষ দফায় ৷ পাশাপাশি রবিবার রাজ্যের একাধিক জেলায় রীতিমতো তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল ৷ ঝড় পরবর্তী পরিস্থিতিতে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজও রয়েছে ৷ এই আবহে ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত থাকা কার্যত অসম্ভব ৷ সেকারণে মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দেন 1 জুন জোটের বৈঠকে থাকতে পারবেন না ৷ তবে তাঁর বদলে প্রতিনিধি পাঠাবে তৃণমূল কংগ্রেস, তাও জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
Related Posts
এসএসসি মামলায় ২০১৬-র সব চাকরি বাতিল, সুদ সমেত ফেরাতে হবে ৮ বছরের বেতন, বেনজির রায় হাইকোর্টের
এসএসসি নিয়ে বিরাট রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ! ২০১৬ নিযোগ প্রক্রিয়ার গোটা প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। প্রায় সাড়ে তিনমাস শুনানির পরে অবশেষে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার রায় জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম ও একাদশ-দ্বাদশের নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। আদালতের […]
মধ্যরাতে কাঁকুড়গাছি লোহাপট্টিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার কাঁকুড়গাছিতে। বুধবার মধ্যরাতে লোহাপট্টি এলাকায় পরপর পাঁচটি কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাটি ঘটেছে বুধবার রাত দেড়টা নাগাদ। স্থানীয় সূত্রে খবর, প্রথমে একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। কারখানার কর্মীদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে […]
৩২ জনের প্রতিনিধিত্ব মানল রাজ্য, তবে লাইভ না! লাইভ স্ট্রিমিংয়ের বিষয়ে অনড় জুনিয়র চিকিৎসকরা, নবান্নে দেড় ঘণ্টা অপেক্ষায় মুখ্যমন্ত্রী
নবান্নে এসে পৌঁছল ৩২ জন জুনিয়র ডাক্তার। আন্দোলনকারীদের শর্ত মেনে ৩০ জনকে নবান্নের সভাঘরে প্রবেশের অনুমতি দিয়েছে রাজ্য সরকার। তবে লাইভ স্ট্রিমিং হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে লাইভ সম্প্রচারের ব্যাপারে চিকিৎসকরা কেন সম্প্রচার করতে চাইছেন সেটা বিস্তারিতভাবে জানার চেষ্টা হবে। তারপরই সিদ্ধান্ত হবে বলে নবান্ন সূত্রে খবর। সূত্রের খবর, লাইভ টেলিকাস্টে রাজি […]