ভূপতিনগরে এনআইএ-র উপরে হামলা নিয়ে প্রতিক্রিয়া জানালেন মমতা বন্দ্যোয়াধ্যায়। বিজেপিকে আক্রমণ করে মমতা বললেন, ক্ষমতা থাকলে গণতন্ত্রের লড়াই করে জেতো। তৃণমূলের নেতা কর্মীদের গ্রেফতার করবে না। দিল্লিতে অরবিন্দ কেজরীওয়ালকে গ্রেফতার করবে না। বিরোধী দলের নেতাদের গ্রেফতার করবে না। তিনি অভিযোগ করলেন, বিজেপিকে ভোটে জেতাতেই এনআইএ-র এই তৎপরতা। মমতা বলেন, ‘‘গ্রামবাংলায় মাঝরাতে অপরিচিত কাউকে দেখলে গ্রামবাসীরা যা করে থাকেন, তা-ই হয়েছে।’’ এর পরেই মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, ‘‘মাঝরাতে কেন অভিযান চালাতে হল এনআইএ-কে?’’ অভিযানের কথা পুলিশকে এনআইএ জানিয়েছিল কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যের পুলিশমন্ত্রী মমতা। তিনি এও বললেন, ‘‘ওখানে মহিলারা হামলা করেননি। হামলা করেছে এনআইএ। লোকের বাড়ি গিয়ে গিয়ে মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে অত্যাচার করে, তবে মহিলারা কি হাতে শাঁখা, বালা পরে বসে থাকবে? মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা নিজেদের ইজ্জত বাঁচাবে না। ’’ মমতা বললেন, ‘‘ভোটের আগে তৃণমূলের সমস্ত এজেন্টদের গ্রেফতার করতে হবে। নেতাদের গ্রেফতার করতে হবে? আমরা নিরপেক্ষ কমিশন চাই। এই বিজেপির কমিশন চাই না।’’ মমতা বললেন, লোডশেডিং করিয়ে ওরা বাক্স দখল করে, ভাল করে পাহারা দেবেন। মমতা বললেন, গদ্দারেরা জানে হারবে তাই কোথায় কবে মেদিনীপুরে চকোলেট বোমা ফেটেছিল। তাই বাড়ি বাড়ি এনআইএ ঢুকিয়ে দিয়েছে।
Related Posts
ভোটের সকাল থেকেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত সন্দেশখালির একাংশ, ফাটল মাথা
শেষ দফা লোকসভা ভোটের দিন বাংলার ৯ কেন্দ্রের মধ্যে বাড়তি নজর ছিল বসিরহাটের দিকে। এই কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি ঘিরে যাবতীয় কৌতূহল রাজনৈতিক মহল থেকে আমজনতার মধ্যে। শনিবার ভোটের সকালে দেখা গেল যথারীতি সন্দেশখালির কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ছে রাজনৈতিক অশান্তি। জানা গিয়েছে, এলাকায় ২ নং ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১৭৭ নং বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্য […]
বানভাসি ঘাটালে দেব, বোটে চেপে জলমগ্ন এলাকা পরিদর্শনে সাংসদ, নিজে হাতে পৌঁছে দেন ত্রাণ
বানভাসি ঘাটালে দেব। নিজের সংসদীয় এলাকার দুর্গতদের পাশে দাঁড়াতে ফের রবিবার ঘাটালে এলেন অভিনেতা সাংসদ দেব। তিনি বোটে চেপে জলমগ্ন এলাকা পরিদর্শন করেন। নিজে হাতে পৌঁছে দেন ত্রাণ। স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে প্রশ্ন ওঠে। তা নিয়ে সাংসদের দাবি, এই সময় কেন্দ্র-রাজ্য বিবাদ করে লাভ নেই। প্রক্রিয়া চলছে। পাঁচ বছর সময় লাগবে। নিম্নচাপ আর […]
রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, কেন চুপ প্রধানমন্ত্রী মোদি? প্রশ্ন মুখ্যমন্ত্রীর
রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বর্ধমান পূর্ব লোকসভা আসনে রায়নায় নির্বাচনী প্রচারে ধুয়ে দিলেন রাজ্যপালকে। সি ভি আনন্দ বোসকে নিশানা করে মুখ্যমন্ত্রী বললেন, “রাজভবনে একটা ছোট মেয়ের সঙ্গে কী করেছেন রাজ্যপাল। সেখানেই রাতে থেকে এলেন প্রধানমন্ত্রী। আমি মেয়েটির কান্নার ভিডিও দেখেছি।পরপর দুবার শ্লীলতাহানি হয়েছে।” শ্লীলতাহানির অভিযোগের আবহে রাজভবনে […]