ভূপতিনগর হামলা মহিলারা করেননি, হামলা করেছে এনআইএ, বিজেপিকে ভোটে জেতাতেই এনআইএ ঢোকাচ্ছে: মুখ্যমন্ত্রী

ভূপতিনগরে এনআইএ-র উপরে হামলা নিয়ে প্রতিক্রিয়া জানালেন মমতা বন্দ্যোয়াধ্যায়। বিজেপিকে আক্রমণ করে  মমতা বললেন, ক্ষমতা থাকলে গণতন্ত্রের লড়াই করে জেতো। তৃণমূলের নেতা কর্মীদের গ্রেফতার করবে না। দিল্লিতে অরবিন্দ কেজরীওয়ালকে গ্রেফতার করবে না। বিরোধী দলের নেতাদের গ্রেফতার করবে না।  তিনি অভিযোগ করলেন, বিজেপিকে ভোটে জেতাতেই এনআইএ-র এই তৎপরতা। মমতা বলেন, ‘‘গ্রামবাংলায় মাঝরাতে অপরিচিত কাউকে দেখলে গ্রামবাসীরা যা করে থাকেন, তা-ই হয়েছে।’’ এর পরেই মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, ‘‘মাঝরাতে কেন অভিযান চালাতে হল এনআইএ-কে?’’ অভিযানের কথা পুলিশকে এনআইএ জানিয়েছিল কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যের পুলিশমন্ত্রী মমতা। তিনি এও বললেন, ‘‘ওখানে মহিলারা হামলা করেননি। হামলা করেছে এনআইএ।  লোকের বাড়ি গিয়ে গিয়ে মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে অত্যাচার করে, তবে মহিলারা কি হাতে শাঁখা, বালা পরে বসে থাকবে? মাথায় ওড়না দিয়ে  বসে থাকবে? তারা নিজেদের ইজ্জত বাঁচাবে না। ’’ মমতা বললেন, ‘‘ভোটের আগে তৃণমূলের সমস্ত এজেন্টদের গ্রেফতার করতে হবে। নেতাদের গ্রেফতার করতে হবে? আমরা নিরপেক্ষ কমিশন চাই।  এই বিজেপির কমিশন চাই না।’’ মমতা বললেন,  লোডশেডিং করিয়ে ওরা বাক্স দখল করে, ভাল করে পাহারা দেবেন। মমতা বললেন, গদ্দারেরা জানে হারবে তাই কোথায় কবে মেদিনীপুরে চকোলেট বোমা ফেটেছিল। তাই বাড়ি বাড়ি এনআইএ ঢুকিয়ে দিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!