‘আপনিই আমাদের ভরসা’। স্রেফ সংবর্ধনা দেওয়া নয়, কলকাতায় স্বামীজীর বাড়ির সৌন্দর্যায়ন ও মিউজিয়ামের জন্য় মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সাহায্যও চাইলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা। তৃণমূলনেত্রী বললেন, ‘আপনাদের পাশে আছি’। ভোটের প্রচারে এই রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধেই ‘রাজনৈতিক পক্ষপাতিত্বে’র অভিযোগ করেছিলেন মমতা। ১৮ মে আরামবাগের গোঘাটের নির্বাচনী জনসভায় তিনি বলেন, ‘আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন রয়েছে। আমি রামকৃষ্ণ মিশনকে কী হেল্প করিনি! সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে… তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। মা-বোনেরা আসত। তারা তরকারি কেটে দিত। সিপিএম কিন্তু আপনাদের কাজ করতে দিত না’। সমালোচনা করেছিলেন ভারত সেবাশ্রম সংঘের সাধু কার্তিক মহারাজ ও ইস্কনের ভূমিকারও। সেই মন্তব্যে বিতর্ক কিছু কম হয়নি। তৃণমূলনেত্রীকে নিশানা করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। এরপর আজ, বুধবারই প্রথম রামকষ্ণ মিশনের কোনও প্রতিষ্ঠানে গেলেন মমতা। শ্য়ামবাজার পাঁচ মাথার মোড় থেকে রোড-শো করলেন সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত। স্বামীজীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তৃণমূলনেত্রী। স্বামীজির বাড়িতে মমতাকে সংবর্ধনা দেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা। বলেন, ‘আপনিই আমাদের ভরসা। সংঘের অবস্থা ভালো নয়। স্বামীজির বাড়ির চারপাশে সৌন্দর্যায়ন ও মিউজিয়ামের জন্য যদি আর্থিক সাহায্য দেন, তাহলে ভালো হয়’। পাশে থাকার আশ্বাস দেন তৃণমূলনেত্রীও। এর আগে, গতকাল মঙ্গলবার শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত রোড-শো করেছিলেন মোদী। শ্যামবাজারে তখন নেতাজি মূর্তি মালা দিচ্ছেন। মমতা বলেন, ‘ভোটের সময় লোক দেখাতে নেতাজির মূর্তি মালা দিতে আসতে পারেন প্রধানমন্ত্রী, কিন্তু তাঁর জন্মদিনকে স্বীকৃতি দিতে পারেন না! জাতীয় ছুটির দিন ঘোষণা করেনি। নেতাজির অন্তর্ধান আজও খুঁজে পাওয়া গেল না! আমরা সব ফাইল খুলে দিলাম। কেন্দ্রীয় সরকার কিছু করেনি’।
Related Posts
ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ হিসাবে সন্দীপ ঘোষের নিয়োগ বাতিল করল রাজ্য সরকার
আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগের নির্দেশিকা প্রত্যাহার করল রাজ্য সরকার। বুধবার সন্ধ্যায় একথা জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। গত ১২ অগাস্ট সরকারি চাকরি থেকে ইস্তফা দেন আরজি কর মেডিক্যালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। যদিও ইস্তফা গ্রহণ না করে কয়েক ঘণ্টার মধ্যে তাঁকে ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ […]
৮ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি
চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে সর্বোচ্চ তাপমাত্রা আরও ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে তাপপ্রবাহের সতর্কতা জারি হল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। পশ্চিমের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু”দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি […]
মিঠুন চক্রবর্তীর ভোট দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, উঠল চোর চোর স্লোগান
শেষ দফার ভোটে বেলগাছিয়ার বুথে ভোট দিলেন মিঠুন চক্রবর্তী। আর সেখানেই চড়ল উত্তেজনার পারদ। অভিযোগ, বিজেপি নেতা মিঠুনকে ঘিরে চোর স্লোগান দিতে থাকে। বিক্ষোভও শুরু হয়। মিঠুন লাইনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ তোলে তৃণমূল। যদিও মহাগুরু সেই অভিযোগ অস্বীকার করেন। কলকাতা উত্তর কেন্দ্রের বেলগাছিয়ার দত্তবাগান ২২ নম্বর এলাকার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।