‘অগাস্টেই চালু হবে কালীঘাট স্কাইওয়াক’, নববর্ষের প্রাক্কালে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

চলতি বছরে আগস্টেই চালু হবে কালীঘাট স্কাইওয়াক। নববর্ষের প্রাক্কালে কালীঘাটের মন্দিরে পুজো দেওয়ার পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধেয় মুখ্যমন্ত্রী বলেন, অগাস্ট মাসের মধ্যে কালীঘাটে স্কাইওয়াক নির্মাণের কাজ শেষ হবে। নির্মাণের কাজ শেষ হলেই জনসাধারণের জন্য তা চালু করে দেওয়া হবে। চৈত্র সংক্রান্তিতে প্রতিবছরের মতো এবারও কালীঘাটে পুজো দেন মুখ্যমন্ত্রী। পুজো দেওয়ার পর মন্দির ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা, অভিষেক কন্যা আজানিয়াও। ছিলেন মেয়র ফিরহাদ হাকিমও। কালীঘাটে মন্দির সংস্কারের পাশাপাশি চলছে স্কাইওয়াক নির্মাণের কাজও। স্কাইওয়াক প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “এখনও আমরা অফিশিয়ালি ওপেন করিনি। কারণ যতক্ষণ স্কাইওয়াকের কাজটা শেষ হচ্ছে, ততদিন হকারদের এনে বসানো যাবে না। সব কিছু একটা সিস্টেমে আনতে হবে।”  কালীঘাট মন্দির সজ্জা নিয়ে এদিন মমতা বলেন, “মুকেশরা মন্দিরের চূড়াটা করে করেছে। আমরা সংস্কারের কাজ করছি। প্রায় ২০০ কোটি টাকা আমাদেরও খরচ হয়েছে।” সাংবাদিকদের সুসংবাদ জানানোর পর সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মন্দির ছাড়েন মুখ্যমন্ত্রী। ক্ষিণেশ্বরে মন্দিরের স্কাইওয়াকের পর কালীঘাট মন্দিরের স্কাইওয়াক নির্মাণের কাজ শুরু করেছিল রাজ্য সরকার। দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে কয়েক মাসের মধ্যেই শুরু হচ্ছে এই স্কাইওয়াক।

error: Content is protected !!