এদিন ডানলপের নির্বাচনী প্রচার সভা থেকে রাজ্যপালকে একহাত নিয়ে মমতা বলেন, “প্রথমে আপনি পদত্যাগ করুন। আপনি কে মহিলাদের উপর অত্যাচার করার? এডিট করে কিছু ভিডিয়ো দেখিয়েছে। পুরোটা দেখিয়েছে? কপিটা আমার কাছে আছে। আমি পেয়েছি। যেটা এডিট করেছেন, সেটাও আমার কাছে আছে। এখনও তো সব বেরয়নি। আরেকটা ভিডিয়োও আমি পেলাম, পেনড্রাইভ। আরও কীর্তি-কেলেঙ্কারি। কীর্তির পর কীর্তি। কেলেঙ্কারির পর কেলেঙ্কারি।” তিনি এও বলেন, রাজ্যপালের যা কীর্তি-কেলেঙ্কারি শুনছি, এখন তাঁর পাশে বসাটাও পাপ! আমাকে রাজভবনে ডাকলে আর যাব না। শনিবার হুগলির সপ্তগ্রাম ও হাওড়ার বড়গাছিয়ার সভা থেকে সাফ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যপালের কু-কীর্তির কথা জানিয়ে তাঁর ইস্তফাও দাবি করেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, রাজ্যপাল বলছেন দিদিগিরি নেহি চলেগা। আমি বলি, ও তো সাচ হ্যায়। দাদাগিরি নেহি চলেগা-দিদিগিরি নেহি চলেগা। কিন্তু রাজ্যপাল, আপনাকে তো পদত্যাগ করতে হবে। আপনি কে- এক জন মহিলার উপর অত্যাচার করার? আরও একটা ভিডিও এসেছ। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, কালকে প্রেসকে ডেকেছিল। এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে। পুরোটা দেখিয়েছে কি! এরপর তিনি বলেন, ভয় পাবেন না, কপিটা আমার কাছে আছে। আমি রেখেছি। যেটা এডিট করেছেন, সেটাও আমার কাছে আছে। এখনও তো সব বেরোয়নি। আরও একটা ভিডিও আমি পেলাম, পেন ড্রাইভ পেলাম। আপনার পাশে বসাটাও পাপ। মুখ্যমন্ত্রীর কথায়, কীর্তির পর কীর্তি, কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। বাবারে, আমায় রাজভবনে ডাকলে আর যাব না। আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, রাস্তায় গিয়ে দেখা করে আসব। যা কীর্তি-কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ! সন্দেশখালি নিয়ে নাটক : এদিন সন্দেশখালি নিয়েও সরব হন তৃণমূল সুপ্রিমো। একহাত নেন বিজেপিকে। তিনি বলেন, আপনারা দেখলেন তো এতদিন সন্দেশখালি নিয়ে নাটক করে বেড়াল। চক্রান্ত বেরিয়ে গেল। রোজ মোদিবাবু বলতেন চালিয়ে যাও। ওরা কী ভাবে? আমরা কিছু দেখতে পাই না? আমাদের চোখ নেই, কান নেই? আমাদের সব আছে। মনে রাখবেন একটা মেয়ের কাছে টাকা বড় কথা নয়। একটা মেয়ের আত্মসম্মান চলে গেলে আর ফিরে আসে না। এটা জঘন্য অপরাধ । তৃণমূলনেত্রীর কথায়, এটা তো জঘন্য অপরাধ। সে জানে না, তাকে দিয়ে কী লিখিয়ে নেওয়া হচ্ছে। এসব আগেকার দিনে হত। একবিংশ শতাব্দীতে এসেও এই ঘটনা ঘটাচ্ছে বিজেপি। আমাদের শুনতে হচ্ছে যে, আমাকে লিখিয়ে নেওয়া হচ্ছে, আমাকে ধর্ষণ করা হয়েছে। একটা পলিকটিক্যাল পার্টি এমন হয় কোনওদিন শুনেছেন? সেই চোরের মায়ের আবার বড় গলা। শূন্য কলসি বড্ড বাজে বেশি।
Related Posts
বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ উপনির্বাচন
শেষ হল চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ৷ বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া ভোট হয়েছে মোটের উপর শান্তিপূর্ণ ৷ তবে রানাঘাটে উত্তেজনা ছড়ায় ৷ বাগদায় উঠেছে বুথ জ্যামের অভিযোগ ৷ মানিকতলায় বিভিন্ন বুথে সিসিটিভি বন্ধ করে ভোট করানোর অভিযোগ উঠেছে ৷ নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিকেল ৪টে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৩১ জনকে ৷ বিকেল ৫টা […]
হাওড়ায় রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার চেষ্টা, যুবকের কীর্তিতে নাজেহাল পুলিশ
হাওড়া ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা এক যুবকের। যুবকটিকে উদ্ধার করেন পুলিশ কর্মীরা। যুবকটি মানসিকভাবে অসুস্থ বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যুবকটির নাম, পরিচয় এবং বাসস্থান জানার চেষ্টা করছে পুলিশ। হাওড়া ব্রিজে ব্যস্ত সময়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সকালে হাওড়া ব্রিজে ফুটপাথের রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ মারার চেষ্টা করে এক যুবক। কর্তব্যরত […]
প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, ব্যাহত বর্ধমান-হাওড়া শাখায় ট্রেন চলাচল
ভেঙে পড়ল ডাউন পাণ্ডুয়া হাওড়া লোকালের প্যান্টোগ্রাফ। সোমবার দুপুর দেড়টা নাগাদ জয়পুর রেল গেট সংলগ্ন এলাকায় হঠাৎই পাণ্ডুয়া লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। দাঁড়িয়ে পড়ে ট্রেন। বন্ধ হয়ে যায় বর্ধমান হাওড়া ডাউন লাইনে ট্রেন চলাচল। রেল ক্রসিংয়ের ওপর ট্রেন দাঁড়িয়ে পড়ায় রিভার্স লাইন দিয়েও ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। শুধুমাত্র বর্ধমানের দিকে যাওয়ার আপ লাইন চালু […]