বোসের পাশে বসাও পাপ, ডাকলেও রাজভবনে আমি আর যাচ্ছি না, রাস্তায় দেখা কররোঃ মমতা

এদিন ডানলপের নির্বাচনী প্রচার সভা থেকে রাজ্যপালকে একহাত নিয়ে মমতা বলেন, “প্রথমে আপনি পদত্যাগ করুন। আপনি কে মহিলাদের উপর অত্যাচার করার? এডিট করে কিছু ভিডিয়ো দেখিয়েছে। পুরোটা দেখিয়েছে? কপিটা আমার কাছে আছে। আমি পেয়েছি। যেটা এডিট করেছেন, সেটাও আমার কাছে আছে। এখনও তো সব বেরয়নি। আরেকটা ভিডিয়োও আমি পেলাম, পেনড্রাইভ। আরও কীর্তি-কেলেঙ্কারি। কীর্তির পর কীর্তি। কেলেঙ্কারির পর কেলেঙ্কারি।” তিনি এও বলেন,  রাজ্যপালের যা কীর্তি-কেলেঙ্কারি শুনছি, এখন তাঁর পাশে বসাটাও পাপ! আমাকে রাজভবনে ডাকলে আর যাব না। শনিবার হুগলির সপ্তগ্রাম ও হাওড়ার বড়গাছিয়ার সভা থেকে সাফ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যপালের কু-কীর্তির কথা জানিয়ে তাঁর ইস্তফাও দাবি করেন মুখ্যমন্ত্রী  । তিনি বলেন, রাজ্যপাল বলছেন দিদিগিরি নেহি চলেগা। আমি বলি, ও তো সাচ হ্যায়। দাদাগিরি নেহি চলেগা-দিদিগিরি নেহি চলেগা। কিন্তু রাজ্যপাল, আপনাকে তো পদত্যাগ করতে হবে। আপনি কে- এক জন মহিলার উপর অত্যাচার করার? আরও একটা ভিডিও এসেছ। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, কালকে প্রেসকে ডেকেছিল। এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে। পুরোটা দেখিয়েছে কি! এরপর তিনি বলেন, ভয় পাবেন না, কপিটা আমার কাছে আছে। আমি রেখেছি। যেটা এডিট করেছেন, সেটাও আমার কাছে আছে। এখনও তো সব বেরোয়নি। আরও একটা ভিডিও আমি পেলাম, পেন ড্রাইভ পেলাম। আপনার পাশে বসাটাও পাপ। মুখ্যমন্ত্রীর কথায়, কীর্তির পর কীর্তি, কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। বাবারে, আমায় রাজভবনে ডাকলে আর যাব না। আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, রাস্তায় গিয়ে দেখা করে আসব। যা কীর্তি-কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ! সন্দেশখালি নিয়ে নাটক : এদিন সন্দেশখালি নিয়েও সরব হন তৃণমূল সুপ্রিমো। একহাত নেন বিজেপিকে। তিনি বলেন, আপনারা দেখলেন তো এতদিন সন্দেশখালি নিয়ে নাটক করে বেড়াল। চক্রান্ত বেরিয়ে গেল। রোজ মোদিবাবু বলতেন চালিয়ে যাও। ওরা কী ভাবে? আমরা কিছু দেখতে পাই না? আমাদের চোখ নেই, কান নেই? আমাদের সব আছে। মনে রাখবেন একটা মেয়ের কাছে টাকা বড় কথা নয়। একটা মেয়ের আত্মসম্মান চলে গেলে আর ফিরে আসে না। এটা জঘন্য অপরাধ । তৃণমূলনেত্রীর কথায়, এটা তো জঘন্য অপরাধ। সে জানে না, তাকে দিয়ে কী লিখিয়ে নেওয়া হচ্ছে। এসব আগেকার দিনে হত। একবিংশ শতাব্দীতে এসেও এই ঘটনা ঘটাচ্ছে বিজেপি। আমাদের শুনতে হচ্ছে যে, আমাকে লিখিয়ে নেওয়া হচ্ছে, আমাকে ধর্ষণ করা হয়েছে। একটা পলিকটিক্যাল পার্টি এমন হয় কোনওদিন শুনেছেন? সেই চোরের মায়ের আবার বড় গলা। শূন্য কলসি বড্ড বাজে বেশি।

error: Content is protected !!