রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বর্ধমান পূর্ব লোকসভা আসনে রায়নায় নির্বাচনী প্রচারে ধুয়ে দিলেন রাজ্যপালকে। সি ভি আনন্দ বোসকে নিশানা করে মুখ্যমন্ত্রী বললেন, “রাজভবনে একটা ছোট মেয়ের সঙ্গে কী করেছেন রাজ্যপাল। সেখানেই রাতে থেকে এলেন প্রধানমন্ত্রী। আমি মেয়েটির কান্নার ভিডিও দেখেছি।পরপর দুবার শ্লীলতাহানি হয়েছে।” শ্লীলতাহানির অভিযোগের আবহে রাজভবনে মোদি রাত্রিবাস করলেও, কেন এ বিষয়ে একটি কথাও বললেন না সে প্রশ্নও ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, “গত দুবছরে আমরা দিয়েছি বিনা পয়সার রেশন। প্রধানমন্ত্রী শুধু মিথ্যা কথা বলছেন। বিনা পয়সার রেশন, বিদ্যুত, গ্যাস দিচ্ছে বলছেন। একটাও কেউ চোখে দেখতে পাইনি। এই মিথ্যার জবাব দিতে ভোট বাক্সে ভোটটা বন্ধ করে দিতে হবে, যাতে আর কোনওদিন ফিরে না আসতে পারে।” মোদির নাম না করে বলেন, সবাই চোর উনি সাধুবাবা। মুখ্যমন্ত্রীর জানান, “বর্ধমান শস্যভান্ডার। এখানকার চালের জিআই ট্যাগ পেয়েছি। লক্ষ্মীর ভান্ডারে টাকা বেড়েছে। যতদিন বাঁচবেন এই টাকা পাবেন মা বোনেরা। কেন্দ্র মানুষের বাঁচার অধিকার কেড়ে নিয়েছে। ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। ব্লাড সুগারের ওষুধেরও দাম বেড়েছে। ওরা চাকরি বিক্রি করেছে, মানুষ বিক্রি করেছে, ধর্ম বিক্রি করেছে। আর কী করবে। দেশের সব টাকা লুঠ করেছে। এখন দেশ এবং সংবিধানকে শেষ করার খেলায় মেতেছে। ওরা ১০০ দিনের টাকা, আবাসের টাকা দিচ্ছে না। আমরা ৫০ দিনের কাজের গ্যারেন্টি দিচ্ছি। কেন্দ্রের ভরসায় বলে না থেকে আমরাই ১১ লক্ষ বাড়ির জন্য দুটো কিস্তিতে ১ লক্ষ ২০ হাজার টাকা আমরা দেব।”
Related Posts
ভিড় ট্রেন থেকে পড়ে মৃত্যু টিটাগড়ের যুবকের
শিয়ালদা স্টেশন সম্প্রসারণের জেরে ট্রেন চলাচল নিয়ন্ত্রণের জেরে প্রাণ গেল এক যুবকের। শুক্রবার টিটাগড়ের বাসিন্দা আলি হাসান (২২) নামে এক যুবকের চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়। ট্রেন চলাচল নিয়ন্ত্রিত থাকায় শুক্রবার কর্মস্থলে পৌঁছতে নাভিশ্বাস উঠেছে নিত্যযাত্রীদের। বিশেষ করে শিয়ালদহ মেইন, বনগাঁ ও হাসনাবাদ শাখার যাত্রীদের এদিন চূড়ান্ত নাকাল হতে হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকালে […]
প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, ব্যাহত বর্ধমান-হাওড়া শাখায় ট্রেন চলাচল
ভেঙে পড়ল ডাউন পাণ্ডুয়া হাওড়া লোকালের প্যান্টোগ্রাফ। সোমবার দুপুর দেড়টা নাগাদ জয়পুর রেল গেট সংলগ্ন এলাকায় হঠাৎই পাণ্ডুয়া লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। দাঁড়িয়ে পড়ে ট্রেন। বন্ধ হয়ে যায় বর্ধমান হাওড়া ডাউন লাইনে ট্রেন চলাচল। রেল ক্রসিংয়ের ওপর ট্রেন দাঁড়িয়ে পড়ায় রিভার্স লাইন দিয়েও ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। শুধুমাত্র বর্ধমানের দিকে যাওয়ার আপ লাইন চালু […]
হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল, হাওড়ায় অস্ত্র হাতেই হল বিজেপির রামনবমীর মিছিল, বাজল ডিজেও
শর্ত সাপেক্ষে আদর্শ আচরণ বিধি লাগু থাকার মধ্যে রামনবমীর মিছিলে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ রয়েছে, মিছিলে অস্ত্র নেওয়া যাবে না। কিন্তু কার্যত আদালতের নির্দেশ উপেক্ষা করেই অস্ত্র হাতে হাওড়ায় হল রামনবমীর মিছিল। তলোয়ার হাতে হাওড়ায় হল শোভাযাত্রা। মিছিলে সামিল বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। মধ্য হাওড়ায় রামনবমীর মিছিলে সামিল ছিলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। […]