রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, কেন চুপ প্রধানমন্ত্রী মোদি? প্রশ্ন মুখ্যমন্ত্রীর

রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বর্ধমান পূর্ব লোকসভা আসনে রায়নায় নির্বাচনী প্রচারে ধুয়ে দিলেন রাজ্যপালকে। সি ভি আনন্দ বোসকে নিশানা করে মুখ্যমন্ত্রী বললেন, “রাজভবনে একটা ছোট মেয়ের সঙ্গে কী করেছেন রাজ্যপাল। সেখানেই রাতে থেকে এলেন প্রধানমন্ত্রী। আমি মেয়েটির কান্নার ভিডিও দেখেছি।পরপর দুবার শ্লীলতাহানি হয়েছে।” শ্লীলতাহানির অভিযোগের আবহে রাজভবনে মোদি রাত্রিবাস করলেও, কেন এ বিষয়ে একটি কথাও বললেন না সে প্রশ্নও ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, “গত দুবছরে আমরা দিয়েছি বিনা পয়সার রেশন। প্রধানমন্ত্রী শুধু মিথ্যা কথা বলছেন। বিনা পয়সার রেশন, বিদ্যুত, গ্যাস দিচ্ছে বলছেন। একটাও কেউ চোখে দেখতে পাইনি। এই মিথ্যার জবাব দিতে ভোট বাক্সে ভোটটা বন্ধ করে দিতে হবে, যাতে আর কোনওদিন ফিরে না আসতে পারে।” মোদির নাম না করে বলেন, সবাই চোর উনি সাধুবাবা। মুখ্যমন্ত্রীর জানান, “বর্ধমান শস্যভান্ডার। এখানকার চালের জিআই ট্যাগ পেয়েছি। লক্ষ্মীর ভান্ডারে টাকা বেড়েছে। যতদিন বাঁচবেন এই টাকা পাবেন মা বোনেরা। কেন্দ্র মানুষের বাঁচার অধিকার কেড়ে নিয়েছে। ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। ব্লাড সুগারের ওষুধেরও দাম বেড়েছে। ওরা চাকরি বিক্রি করেছে, মানুষ বিক্রি করেছে, ধর্ম বিক্রি করেছে। আর কী করবে। দেশের সব টাকা লুঠ করেছে। এখন দেশ এবং সংবিধানকে শেষ করার খেলায় মেতেছে। ওরা ১০০ দিনের টাকা, আবাসের টাকা দিচ্ছে না। আমরা ৫০ দিনের কাজের গ্যারেন্টি দিচ্ছি। কেন্দ্রের ভরসায় বলে না থেকে আমরাই ১১ লক্ষ বাড়ির জন্য দুটো কিস্তিতে ১ লক্ষ ২০ হাজার টাকা আমরা দেব।”

error: Content is protected !!