প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কন্যাকুমারী পৌঁছে ধ্যানে বসার তোড়জোড় করতে দেখা গেল। পরনে তাঁর তামিল ঐতিহ্যবাহী সাদা-সোনালি ধুতি, সাদা উত্তরীয়। কন্যাকুমারীর এক মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নিয়ে বিবেকানন্দ রকের উদ্দেশে রওনা দেন। সেখানেই আগামী ৪৮ ঘণ্টা ধ্যানমগ্ন হবেন প্রধানমন্ত্রী। আর তা নিয়ে এদিনও খোঁচা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ”পাবলিসিটি স্টান্ট। নাহলে ধ্যানে বসার জন্য ক্যামেরা কী দরকার? জেনে রাখুন, বিজেপি ১০০ দিনের কাজের টাকা দেয়নি। তবু প্রচার করে, সব কাজ করেছে। সব ঠিক থাকলে বিজেপি আর ক্ষমতায় ফিরছে না।” লোকসভা ভোটের প্রচার শেষ। আর শেষবেলায় সব শিবিরই প্রচারে ঝড় তুলতে মরিয়া ছিল। তবে তারই মধ্যে নজর কাড়ল দক্ষিণ কলকাতায় তৃণমূল সুপ্রিমোর ১২ কিলোমিটার পদযাত্রা। বৃহস্পতিবার কলকাতা দক্ষিণ ও যাদবপুরের দলীয় প্রার্থীদের সমর্থনে যাদবপুরের সুকান্ত সেতু থেকে গোপালনগর পর্যন্ত দীর্ঘ মিছিলে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সায়নী ঘোষ, মহুয়া মৈত্র, বাবুল সুপ্রিয়-সহ দলের একাধিক তারকা ব্যক্তিত্ব। পদযাত্রা শুরুর আগে এদিন ছোট্ট জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সুকান্ত সেতুতে মঞ্চ তৈরি থাকলেও সেখানে ওঠেননি তিনি। রাস্তায় দাঁড়িয়ে মাইক্রোফোনেই জনতার উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেন। আর সেখান থেকে নরেন্দ্র মোদির ধ্যান নিয়ে ফের তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, ”৪৮ ঘণ্টার জন্য পাবলিসিটি স্টান্ট দেখাচ্ছেন।” ফের প্রশ্ন তুললেন, ক্যামেরা নিয়ে ধ্যান করার কী দরকার?
Related Posts
ভোররাতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল ডাম্পার
ভোররাতে পঞ্চান্ন গ্রামের দুর্ঘটনা। তিলজলা থানার অন্তর্গত ই.এম.বাইপাসে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সরাসরি ফুটপাথের ধারে দোকানে গিয়ে ধাক্কা মারে।প্রথমে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে ডাম্পারটি ৷ গাছটি ভেঙে ডাম্পারটি ফুটপাতে উঠে গেলেও এরপর নিয়ন্ত্রণ হারিয়ে এরপর ধাক্কা মারে একটি টাইলস-মার্বেলের দোকানে। এই ঘটনায় ডাম্পারে খালাসি আহত হয়েছেন। তার মাথায় গুরুতর চোট লেগেছে […]
পুজোর আগেই উচ্চ প্রাথমিকে নিয়োগ, হাইর্কোটের নির্দেশ আসার পরেই আশার কথা শোনালেন রাজ্যের শিক্ষমন্ত্রী
গত ২০১৫ সাল থেকে ঝুলে ছিল উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া৷ অবশেষে ৮ বছর পরে দেখা গেল আশার আলো৷ উচ্চ প্রাথমিকের প্রায় ১৪ হাজার শূন্যপদের নিয়োগ প্রক্রিয়ায় ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। এসএসসি-র উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে মেধাতালিকা প্রকাশ করার নির্দেশ দিল বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ৪ সপ্তাহের মধ্যে নতুন […]
জেলা হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত তথ্য তলব স্বাস্থ্য দফতরের
কলকাতার পর এবার জেলার সুপারস্পেশালিটি এবং মহকুমা হাসপাতালগুলি থেকে সিসিটিভি-সহ নিরাপত্তা সংক্রান্ত তথ্য চাইল স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর জানিয়েছে, মহকুমা হাসপাতাল, স্টেট জেনারেল হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাগুলোর নিরাপত্তা ব্যবস্থা কী? সিসিটিভি, সিকিওরিটি গার্ড, রেস্টরুম কত সংখ্যা রয়েছে? স্বাস্থ্য দফতরের অধীনে থাকা এই হাসপাতালগুলির কাছ থেকে রিপোর্ট চাইল স্বাস্থ্য দফতর। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর ভার্চুয়াল বৈঠক করে বিভিন্ন […]