‘আমরা বিচার চাই, ওরা অশান্তি চায়, বনধ ডেকেছে, কারণ ওদের ডেডবডি চাই’, বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

আসল আন্দোলন থেকে মুখ ঘোরাতে বিজেপি বাংলা বনধের ডাক দিয়েছে। সব বাংলাকে বদনাম করার চক্রান্ত। টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়ো রোডে সমাবেশ থেকে বিজেপিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বললেন, আজকের দিনটি আমরা উত্‍সর্গ করছি, সমাজে যাঁরা নির্যাতিত হয়েছেন, বিশেষ করে আরজি কর-এর নির্যাতিত বোনটি। বিজেপি জেনে শুনে আজ বনধ ডেকেছে, কারণ ওদের ডেডবডি চাই। আমরা দোষীদের ফাঁসি চাই, বিচার চাই। নবান্ন অভিযানে পুলিশের ভূমিকার প্রসংশা করে মমতা বলেন, পুলিশ যথেষ্ট সংযত হয়ে কাজ করেছে। নিজেরা আক্রান্ত হয়েছে।

error: Content is protected !!